এবার শেখ রেহানা ও তাঁর তিন সন্তানের বিরুদ্ধে মামলা দুদকের
Published: 13th, January 2025 GMT
তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঢাকার পূর্বাচলে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ রেহানা ও মেয়ে আজমিনা সিদ্দিক (রূপন্তী) এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের (ববি) বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাগুলোতে রেহানার আরেক মেয়ে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রেহানার বোন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হয়েছে।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আখতার হোসেন আজ সোমবার প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।
দুদক জানায়, ঢাকা শহরে রাজউকের আওতাধীন এলাকায় নিজ পরিবারের অন্য সদস্যদের মালিকানায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকলে পূর্বাচলে প্লট বরাদ্দ পাওয়ার সুযোগ নেই। শেখ রেহানা ও তাঁর পরিবারের সদস্যরা এসব তথ্য গোপন করে পূর্বাচলে তিনটি প্লট বরাদ্দ নেন।
আজকের ব্রিফিংয়ে বলা হয়, ঢাকা শহরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন এলাকায় বাড়ি, ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও হলফনামায় তা গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের কূটনৈতিক এলাকায় একটি ১০ কাঠার প্লট বরাদ্দ নেন শেখ রেহানা। প্লট বরাদ্দ নিতে তাঁর মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে বিশেষ ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেন। আর শেখ হাসিনা তৎকালীন সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও সরকারি কর্মচারী হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে প্রকল্পের বরাদ্দ–বিষয়ক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রভাবিত করে প্লট বরাদ্দ দেন।
ব্রিফিংয়ে আরও বলা হয়, শেখ রেহানার বিরুদ্ধে করা মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনাসহ ১৫ জনকে আসামি করা হয়েছে। আর রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে করা মামলায় টিউলিপ রিজওয়ানা ও শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করা হয়েছে। আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে করা মামলায় টিউলিপ ও শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুনপূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ: শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদের নামে মামলা১২ জানুয়ারি ২০২৫এর আগে গতকাল রোববার শেখ হাসিনা ও তাঁর মেয়ে সায়মা ওয়াজেদসহ (পুতুল) ১৬ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মধ্য দিয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ৬০ কাঠার ছয়টি প্লট নিজেদের নামে করিয়ে নেওয়ার অভিযোগে এ মামলা হয়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা, গৃহবধূকে গাছে বেঁধে রাখলেন এলাকাবাসী
টাঙ্গাইলে প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাসেল নামে এক কিশোর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় এ ঘটনা ঘটে।
রাসেল (১৫) সদর উপজেলার দরুন এলাকার চান মিয়ার ছেলে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রেমিকা গৃহবধূকে গাছে বেঁধে রাখেন স্থানীয়রা।
স্বর্ণালী নামে স্থানীয় এক নারী জানান, রাসেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এক নারীর। এই নারীর কয়েক বছর আগে বিয়ে হয়েছে। তাঁর স্বামী কলেজের শিক্ষক। তাদের ঘরে একটি ছেলে সন্তান রয়েছে। বুধবার হঠাৎ খবর পাওয়া যায় রাসেল আত্মহত্যা করেছে। তখন মোবাইল ফোন হাতে নিয়ে ওই নারীর সঙ্গে তার কথোপকথনের বিষয়টি জানা যায়। রাসেলের সঙ্গে ওই নারীর ঝগড়া চলছিল মনে হয়। রাসেল আত্মহত্যা করার সময় ওই গৃহবধূর সঙ্গে কথাও বলেছে। আত্মহত্যার বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়। অপরদিকে প্রেমিকা গৃহবধূকে এলাকাবাসী আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে তাঁকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ বলেন, ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।