এবার শেখ রেহানা ও তাঁর তিন সন্তানের বিরুদ্ধে মামলা দুদকের
Published: 13th, January 2025 GMT
তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঢাকার পূর্বাচলে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ রেহানা ও মেয়ে আজমিনা সিদ্দিক (রূপন্তী) এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের (ববি) বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাগুলোতে রেহানার আরেক মেয়ে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রেহানার বোন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হয়েছে।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আখতার হোসেন আজ সোমবার প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।
দুদক জানায়, ঢাকা শহরে রাজউকের আওতাধীন এলাকায় নিজ পরিবারের অন্য সদস্যদের মালিকানায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকলে পূর্বাচলে প্লট বরাদ্দ পাওয়ার সুযোগ নেই। শেখ রেহানা ও তাঁর পরিবারের সদস্যরা এসব তথ্য গোপন করে পূর্বাচলে তিনটি প্লট বরাদ্দ নেন।
আজকের ব্রিফিংয়ে বলা হয়, ঢাকা শহরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন এলাকায় বাড়ি, ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও হলফনামায় তা গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের কূটনৈতিক এলাকায় একটি ১০ কাঠার প্লট বরাদ্দ নেন শেখ রেহানা। প্লট বরাদ্দ নিতে তাঁর মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে বিশেষ ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেন। আর শেখ হাসিনা তৎকালীন সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও সরকারি কর্মচারী হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে প্রকল্পের বরাদ্দ–বিষয়ক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রভাবিত করে প্লট বরাদ্দ দেন।
ব্রিফিংয়ে আরও বলা হয়, শেখ রেহানার বিরুদ্ধে করা মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনাসহ ১৫ জনকে আসামি করা হয়েছে। আর রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে করা মামলায় টিউলিপ রিজওয়ানা ও শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করা হয়েছে। আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে করা মামলায় টিউলিপ ও শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুনপূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ: শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদের নামে মামলা১২ জানুয়ারি ২০২৫এর আগে গতকাল রোববার শেখ হাসিনা ও তাঁর মেয়ে সায়মা ওয়াজেদসহ (পুতুল) ১৬ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মধ্য দিয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ৬০ কাঠার ছয়টি প্লট নিজেদের নামে করিয়ে নেওয়ার অভিযোগে এ মামলা হয়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিএনপি নেতাকে আ.লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, শোকজ
পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি আব্দুল মান্নানকে আওয়ামী লীগ নেতা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন এমন অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ ও শৃঙ্খলা পরিপন্থি কাজ করার অভিযোগে তুলে তাকে শোকজ করে জেলা বিএনপি। বুধবার দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ও সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ সাক্ষরিত শোকজের চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়, আপনি বোদা উপজেলা বিএনপির নব-গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর বিগত ফ্যাসিস্ট দোসরদের দ্বারা আপনাকে অভিনন্দিত করার সম্মিলতি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দলের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ণ হয়েছে, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থি। এহেন শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা চিঠি পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হলো।
জানা গেছে, গত ১৯ এপ্রিল বোদা উপজেলা বিএনপির সম্মেলনে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন আব্দুল মান্নান। ২১ এপ্রিল রাতে বোদা পৌরসভার বন্ধুদের সংগঠন বোদা ফ্রেন্ডস ক্লাবে সংগঠনটির সদস্য হিসেবে তাকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। এতে বোদা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম সাবুল বিএনপি নেতা মান্নাকে ফুলের তোড়া দিচ্ছেন এমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেই ছবির সূত্র ধরে তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে বলে জানা গেছে।
জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘আমরা তাকে নোটিশ পাঠিয়েছি।’
বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান বলেন, ‘বোদা ফ্রেন্ডস ক্লাবে আমাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে। এ নিয়ে আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। চিঠি পেয়েছি। আমি জবাব দেব।’