সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় ২ যুবকের মৃত্যু
Published: 13th, January 2025 GMT
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলটির অপর এক আরোহী।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের সামনে ঘটনাটি ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ এবং সেটির চালক আনোয়ার হোসেনকে (৪০) আটক করেছে।
নিহতরা হলেন- শুভ (২২) ও ইমন (২১)। তারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের মজিববাগ এলাকার বাসিন্দা। আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
আরো পড়ুন:
মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত
মোটরসাইকেলের ধাক্কায় আহত কিশোরের মৃত্যু
প্রভাত নামে এক প্রতক্ষদর্শী বলেন, “একটি মোটরসাইকেলে করে তিন যুবক যাচ্ছিলেন। আদমজী ইপিজেডের সামনে দুটি ব্যাটারি চালিত অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করেন মোটরসাইকেলটির চালক। এসময় একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে তিন জনই সড়কে পড়ে যান। সেসময় দ্রুত গতিতে আসা ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। একজন আহত হন।”
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন। ঘাতক ট্রাকটি জব্দ ও সেটির চালককে আটক করা হয়েছে।”
ঢাকা/অনিক/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঈদের সুবাদে সকল ভেদাভেদ ভুলে, মানবতার কল্যাণে কাজ করতে হবে : সাখাওয়াত
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তায় নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারক জানিয়ে সকলের মঙ্গল কামনা করেছেন।
তিনি বলেন, দীর্ঘ এক মাস পবিত্র সিয়াম সাধনার মধ্য দিয়ে রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান এসেছিল। তার পর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর এসেছে।
পবিত্র রমজান সকলকে হিংসা-বিদ্বেষ, মারামারি, পরনিন্দা ছেড়ে দিয়ে আত্মসংযম অর্জন করতে শিখায় এবং আল্লাহর ভয় অর্জনের শিক্ষা দেয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে আনে। ঈদুল ফিতরে সবার জীবনে বয়ে আসুক অনাবিল আনন্দ ও সুখ-শান্তি।
সাখাওয়াত হোসেন খান আরও বলেন, ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন হাসি-খুশি ও পূর্ণতায় ভরে উঠুক। এই সুবাদে সকল ভেদাভেদ ভুলে, সকলকে মানবতার কল্যাণে কাজ করতে হবে।
এছাড়াও সাখাওয়াত ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সহ দেশে ও বিদেশে অবস্থানরত রাজনৈতিক সহযোদ্ধাসহ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।