মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটগামী একটি ফেরি থেকে এক নারী যাত্রী পদ্মা নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আজ বিকেল পৌনে পাঁচটার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নারীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

পাটুরিয়া থেকে ছেড়ে আসা মাঝারি আকারের ফেরিটির নাম ‘বাইগার’। ফেরিতে থাকা কুষ্টিয়াগামী বাস লালন পরিবহনের তত্ত্বাবধায়ক সাইদুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ফেরিটি মাঝ নদীতে পৌঁছার পর ফেরির অগ্রভাগে বাঁ পাশের পকেটের কাছে এক নারী আকস্মিকভাবে পদ্মা নদীতে লাফ দেন। তাঁর পরনে বোরকা ও মাথায় সাদা রঙের স্কার্ফ ছিল। তাঁর আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। ওই নারী কোন পরিবহনের যাত্রী বা কীভাবে ফেরিতে উঠেছিলেন, তা বলতে পারেননি তিনি। ফেরিটি বেলা পৌনে ১১টার দিকে দৌলতদিয়া ঘাটে ভিড়লেও ততক্ষণে পদ্মা নদীতে লাফ দেওয়া ওই নারীর সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ নারীর সন্ধানে নৌ পুলিশ পদ্মা নদীতে তল্লাশি চালায়.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বন্ধ কোম্পানির শেয়ারদর বাড়ার কারণ ডিএসইকে তদন্তের নির্দেশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বন্ধ কোম্পানির শেয়ারের দাম সাম্প্রতিক সময় অস্বাভাবিকভাবে বেড়েছে। এর কারণ তদন্তের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশে দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সম্প্রতি বিএসইসি’র সার্ভিল্যান্স বিভাগের উপ-পরিচালক মো. নানু ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

বিএসইসি’র আদেশে বলা হয়েছে, কিছু তালিকাভুক্ত কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। সম্প্রতি সেইসব সিকিউরিটিজের লেনদেনে উল্লেখযোগ্য পরিমাণে লেনদেন দেখা যাচ্ছে।

আরো পড়ুন:

বিএসইসিতে অভিযানের পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে দুদক

হামিদ ফেব্রিক্সের কোম্পানি সচিব নিয়োগ

ঢাকা স্টক এক্সচেঞ্জ (বোর্ড ও প্রশাসন) প্রবিধান, ২০১৩ এর ১৬(৩)(সি)(ii) প্রবিধান অনুসারে, ডিএসই ট্রেডিং নিয়ম এবং শৃঙ্খলা সংক্রান্ত প্রয়োজনীয়তা লঙ্ঘন তদন্ত করার ক্ষমতাপ্রাপ্ত।

অতএব, ডিএসইকে এই চিঠি জারির ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে সন্দেহজনক লেনদেন বা সিকিউরিটিজ আইন লঙ্ঘন শনাক্ত করার জন্য তদন্ত করতে এবং সেইসব সিকিউরিটিজের লেনদেনে যেকোনো পর্যবেক্ষণ/অনুসন্ধান সম্পর্কে কমিশনকে অবহিত করার নির্দেশ দেওয়া হলো।

ঢাকা/এনটি/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ