‘রাত্রিরে টালা (কুয়াশা) পরে, শীত লাগে। কম্বলে আরাম হবিনি।’ নতুন কম্বল হাতে পেয়ে এভাবে কথাগুলো বলছিলেন কুষ্টিয়া কুমারখালী উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ৮০ বছর বয়সী আমোদ আলী শেখ।

বয়সের ভারে নুয়ে পড়া শরীর নিয়ে আমোদ আলী লাঠিতে ভর দিয়ে এসেছিলেন কম্বল নিতে। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে আজ সোমবার বেলা সাড়ে ১১টায় কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের কৃষ্ণপুর, দহপাড়া, মুলগ্রাম ও খর্দ ভালুকা এলাকায় ১২০ অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

প্রথম আলো কুষ্টিয়া বন্ধুসভার সদস্যরা শীতবস্ত্র বিতরণে সহযোগিতা করেন। এর আগে বন্ধুসভার সদস্যরা এলাকায় খোঁজ করে অসহায় মানুষের তালিকা তৈরি করেন। কৃষ্ণপুর গ্রামের পল্লিচিকিৎসক তায়জাল আলীর বাড়ির আঙিনায় কম্বল তুলে দেওয়া হয়।

৭৭ বছর বয়সী আনোয়ারা বেগমের স্বামী মারা গেছেন। তিনিও এসেছিলেন কম্বল নিতে। তিনি বলেন, ‘পতম (প্রথম) আলো পিরাই ১২ বছর আগি একবার আইছিল এহেনে (এখানে) কম্বল দিতি (দিতে)। সিবার একখান দিছিল, আজ আবার দিলে, আল্লাহর কাছে কাছে দোয়া করি।’

কম্বল বিতরণে সহায়তা করেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘স্বরাষ্ট্র উপদেষ্টা কীভাবে ক্রিমিনাল অফেন্সকে জাস্টিফাই করেন’

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর বিরুদ্ধে নারীর ওপর আক্রমণের ঘটনা জাস্টিফাই (যৌক্তিকতা দেওয়া) করার অভিযোগ তুলে তাঁর অপসারণ দাবি করেছে বিভিন্ন শ্রেণি ও পেশার নারীদের প্ল্যাটফর্ম ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’।

আজ সোমবার রাজধানীর আসাদগেট এলাকায় আড়ংয়ের পেছনে লালমাটিয়া এলাকায় অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। গত শনিবার লালমাটিয়া বি ব্লক এলাকায় ‘মব’ তৈরি করে দুই নারীর ওপর নির্যাতনের ঘটনা ঘটে। এ সময় এক নারীকে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদে একই স্থানে আজ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লামিয়া ইসলাম বক্তব্যে বলেন, রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ জায়গায় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা তাঁর বক্তব্যের মধ্য দিয়ে ‘মবের’ উস্কানিদাতায় পরিণত হয়েছেন। তিনি বলেন, ‘নির্যাতনের শিকার নারীরা যা করেছেন তা অপরাধ হলে সর্বোচ্চ সিভিল অফেন্স হয়। কিন্তু তাদেরকে শারীরিক নির্যাতন করার ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স (ফৌজদারি অপরাধ)। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা কীভাবে একটা ক্রিমিনাল অফেন্সকে জাস্টিফাই করেন?’

শনিবার সন্ধ্যায় দুই তরুণী আক্রান্ত হয়েছিলেন ধূমপান করা নিয়ে। ধূমপান করায় তাঁদের ওপর চড়াও হওয়া এবং এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনা জানাজানি হওয়ার ফেসবুকে অনেকে প্রতিবাদ জানান।

এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমি যতটুকু জেনেছি তাঁরা (দুই তরুণী) নাকি সিগারেট খাচ্ছিল, কিছু লোক সেখান দিয়ে নামাজ পড়তে যাচ্ছিল। তাঁরা (লোকেরা) বাধা দেওয়ায়, তাঁদের ওপর চা ছুড়ে মেরেছিল।’ তিনি বলেন, ‘পাবলিক প্লেসে ধূমপান নারী-পুরুষ উভয়ের জন্য অপরাধ। তাই সবাইকে অনুরোধ করব, কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করে।’

এই স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে নারীরা নিরাপদ নয় বলে মন্তব্য করেন আজকের প্রতিবাদ সমাবেশে অংশ নেয়া নারীরা। অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি করেন তাঁরা।

সমাবেশের আগে আড়ংয়ের পেছনের সড়ক থেকে একটি মিছিল লালমাটিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘মবের বিরুদ্ধে, আগুন জ্বালাও এক সাথে’, ‘অবিলম্বে জাহাঙ্গীরকে, পদত্যাগ করতে হবে’, ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে’ ইত্যাদি স্লোগান দেন নারীরা।

অনেকের হাতে ‘স্লাটশেমিং বন্ধ করতে হবে’, ‘বিচারহীনতার সংস্কৃতি, নিপীড়কের রাজনীতি’, ‘আমার দেশ, আমার রাস্তা, আমার অধিকার’, ‘নারীর বেলায় আইন দেখায়, পুরুষের বেলায় আইন কোথায়?’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।

সম্পর্কিত নিবন্ধ