১০০ কোটি ডলারে ক্যানসারের ওষুধের কোম্পানি আইডিআরএক্সকে কিনে নিচ্ছে জিএসকে
Published: 13th, January 2025 GMT
মার্কিন ওষুধ কোম্পানি আইডিআরএক্স কিনে নিচ্ছে যুক্তরাজ্যের ওষুধ কোম্পানি জিএসকে। ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলারে এই কেনাবেচা হবে।
আইডিআরএক্স বিরল ধরনের এক টিউমারের (জিআইএসটি) ওষুধ তৈরি করছে বর্তমানে। এই ওষুধ সফল প্রমাণিত হলে আরও ১৫ কোটি ডলার বিনিয়োগ করবে জিএসকে। জিএসকে আইডিআরএক্সের শতভাগ ইক্যুইটি কিনে নিচ্ছে। তবে এই কেনাবচার চুক্তি মার্কিন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেতে হবে। খবর ইকোনমিক টাইমস ও দ্য গার্ডিয়ানের
একসময় বিভিন্ন রোগের প্রতিষেধক টিকা তৈরি করত জিএসকে। কিন্তু তাদের সেই ব্যবসা কমে যাচ্ছে। এই বাস্তবতায় সম্প্রতি তারা ক্যানসার চিকিৎসার ওষুধ তৈরিতে জোর দিয়েছে। জিএসকে এখন অন্ত্রের ক্যানসারের চিকিৎসায় বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করছে। আইডিআরএক্স কিনে নেওয়ার মাধ্যমে তাদের এই প্রক্রিয়া আরও বেগবান হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবছর ৮০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার মানুষ এই জিএসটি ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। প্রতি পাঁচজনের মধ্যে দুজনের ক্ষেত্রে দেখা যায়, জিনগত পরিবর্তনের কারণে এই ক্যানসার হচ্ছে। আইডিআরএক্স-৪২ নামে যে ওষুধ কোম্পানিটি নিয়ে আসছে, তা এই জিনগত পরিবর্তন রুখে দেবে। এই ওষুধের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় সফলতা পাওয়া গেছে। এখন পর্যন্ত এ ধরনের কোনো ওষুধ অনুমোদন পায়নি।
জিএসকের বাণিজ্যিক কর্মকর্তা লুক মিয়েলস বিবৃতিতে বলেন, জিএসকে বর্তমানে যে কৌশল নিয়ে চলছে, আইডিআরএক্স কেনার মধ্য দিয়ে তা আরও বেগবান হবে। যেসব রোগের চিকিৎসায় ওষুধের ঘাটতি আছে, জিএসকে সেখানে মনোযোগ দিচ্ছে এখন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিটিভি ও পুরোনো তিন চ্যানেলে আজ যা দেখতে পারেন
সাত দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের চতুর্থ দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
বিটিভি
সকাল ৭টা ৩০ মিনিটে ‘নতুন ভোর’। সকাল ৮টা ১৫ মিনিটে আঞ্চলিক গানের অনুষ্ঠান। সকাল ৯টা ১০ মিনিটে ‘পাপেট শো’ (পর্ব-০২)। সকাল ৯টা ৩৫ মিনিটে ‘বক্স অফিস’ (পর্ব-০২)। দুপুর ১২টায় ‘শহীদের রক্ত স্বাক্ষর’ (পর্ব-৪)। বিকেল ৪টা ৪৫ মিনিটে ‘প্রিয় শিল্পীর প্রিয় গান’। শিল্পী: রিজিয়া পারভীন, আলম আরা মিনু, মুহিন খান, মিমি আলাউদ্দিন, ছন্দা মনি, দিঠি আনোয়ার, জুলি শার্মিলি। বিকেল ৫টা ৩৫ মিনিটে বিশেষ নৃত্যানুষ্ঠান। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বিশেষ সংগীতানুষ্ঠান ‘আগুনঝরা সন্ধ্যা’। ৭টায় ‘ব্যান্ড শো’। রাত ৮টা ৩০ মিনিটে ‘ইত্যাদি’ (সংকলিত)। ১০টায় বিশেষ নাটক। ১১টা ৫ মিনিটে বিশেষ সংগীতানুষ্ঠান। শিল্পী: আলম আরা মিনু ও পলাশ।
এটিএন বাংলা
সকাল ৮টায় প্রভাতি অনুষ্ঠান ‘চায়ের চুমুকে’। বেলা ১টা ২৫ মিনিটে ছোটদের ইসলামি অনুষ্ঠান। বিকেল ৫টা ৩০ মিনিটে কমেডি শো ‘হাউস নাম্বার ৪২০’। বিকেল ৫টা ৪৫ মিনিটে বিশেষ নাটক ‘বন্ধু তুই আমার’। অভিনয়ে তানভীর, জান্নাত মীম, হোসেন নিরব। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বিশেষ নাটক ‘ছাত্রী পড়ানো নিষেধ’। অভিনয়ে আরশ খান, সামিরা। রাত ৮টা ৪৫ মিনিটে নাটক ‘নিয়তি’। অভিনয়ে মুশফিক আর ফারহান, আইশা খান। ১০টা ৩০ মিনিটে বিশেষ অনুষ্ঠান ‘টিউন উইথ ঐশী’। ১১টায় বিশেষ টেলিফিল্ম ‘আমি শুধু চেয়েছি তোমায়’। অভিনয়ে জোভান, তটিনী।
চ্যানেল আই
বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘ঘোর’। অভিনয়ে আফজাল হোসেন, সাদিয়া ইসলাম মৌ, ইমতিয়াজ বর্ষণ। বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘মেঘবালিকা’। অভিনয়ে অপূর্ব, নাজনীন নীহা। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ধারাবাহিক ‘মিশন মুন্সিগঞ্জ’। অভিনয়ে আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, আশনা হাবিব ভাবনা। ৭টা ৫০ মিনিটে নাটক ‘লাভ মি মোর’। অভিনয়ে তৌসিফ, মারিয়া শান্ত, বহ্নি হাসান, পারসা ইভানা। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘ভাগাও ডটকম’। অভিনয়ে আরশ খান, তাসনুভা তিশা।
এনটিভি
সকাল ৮টায় নৃত্যানুষ্ঠান ‘মন মহুয়ার তালে’। বেলা ২টা ৩০ মিনিটে নাটক ‘কাজল ভোমরা’। অভিনয়ে সামিরা খান মাহি, জোনায়েদ বোগদাদী। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ধারাবাহিক ‘রূপবানের প্রেম’। অভিনয়ে তাসনুভা তিশা, সৈয়দ জামান শাওন, রূবাইয়া এশা, কচি খন্দকার। ৭টা ৫৫ মিনিটে একক নাটক ‘মায়া ফুল’। অভিনয়ে ইয়াশ রোহান, আইশা খান। রাত ৯টা ১৫ মিনিটে একক নাটক ‘মুসাফিরখানা’। অভিনয়ে নিলয়, হিমি। ১১টা ৫ মিনিটে একক নাটক ‘নিয়ামত’। অভিনয়ে মুশফিক আর ফারহান, আইশা খান। ১২টা ১ মিনিটে ‘তারুণ্যের গান’। ব্যান্ড: মাদল।