গজনফর-ইব্রাহিমকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল আফগানদের
Published: 13th, January 2025 GMT
আফগান স্পিনার মুজির উর রহমান কিছুটা আলোর বাইরে চলে গেছেন। কিন্তু তার জায়গা পূরণে রহস্য স্পিনার হিসেবে আর্বিভাব হয়েছে আল্লাহ মোহাম্মদ গজনফরের। ১৮ বছরের এই ডানহাতি স্পিনারকে নিয়ে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সঙ্গে ফিটনেস ফিরে পাওয়া টপ অর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরান ফিরেছেন আফগান দলে।
তিন ফরম্যাটে আফগানদের নিয়মিত ও নির্ভারযোগ্য ব্যাটার হয়ে উঠেছিলেন ইব্রাহিম। কিন্তু ইনজুরিতে পড়ে দলের বাইরে চলে যান তিনি। সারেতে তার সার্জারি করানো হয়েছে। ওই ইনজুরি কাটিয়ে বিপিএলে খুলনা টাইগার্সে খেলছেন ইব্রাহিম। তার ফিটনেস নিয়ে এসিবির নির্বাচকরা সন্তুষ্ট হওয়ায় তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নিয়েছে।
আফগানদের বাকি নামগুলো অনুমিত। রশিদ খান, মোহাম্মদ নবী আছেন দলে। রহমত শাহ ও রহমানুল্লাহ গুরবাজ জায়গা পেয়েছেন। তরুণ ব্যাটার সাদেকুল্লাহ আতাল চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছেন। নেওয়া হয়েছে পেস অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই ও গুলবাদিন নাঈবকে। স্পিন আক্রমণে তরুণ লেগি নূর আলীও আছেন। পেস আক্রমণে নেতৃত্ব দেবেন ফজল হক ও ফরিদ মালিক। এবারই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আফগানিস্তান।
আফগানিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দল: হাসমতউল্লাহ শাহেদি (অধিনায়ক), রহমত শাহ (সহ অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদরান, সাদেকুল্লাহ আতাল, নূর আহমেদ, মোহাম্মদ নবী, গুলবাদিন নাঈব, রশিদ খান, আল্লাহ গজনফর, আজমতুল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকি, নাভিদ জাদরান, ফরিদ আহমেদ মালিক।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
টিকটক করতে গিয়ে ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু
সিলেটের দক্ষিণ সুরমায় টিকটক ভিডিও তৈরি করতে বাড়ির ছাদ থেকে পড়ে সাকিব আহমদ নামে এক তরুণ মারা গেছেন। বুধবার বিকেল পাঁচটার দিকে দক্ষিণ সুরমার ধরাধরপুর এলাকায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
সাকিব দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি ধরাধরপুর এলাকায় ছাদেক মিয়ার কলোনিতে পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি। একটি দোকানে কাজ করতেন সাকিব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সাকিব ও তার তিন বন্ধু মিলে টিকটক ভিডিও করতে একটি বাড়ির দু’তলার ছাদে উঠেন। ভিডিও করার সময় পা ফসকে নিচে পড়ে যান। ওই বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দক্ষিণ সুরমা থানার পরিদর্শক মো. মারফত আলী সমকালকে জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে রাখা হয়েছে।