অফফর্মের কারণে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দলে রোববার জায়গা পাননি লিটন কুমার দাস। তবে আজ সোমবার (১৩ জানুয়ারি, ২০২৫) লাহোরে অনুষ্ঠিত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামে দল পেয়েছেন তিনি।
সিলভার ক্যাটাগোরি থেকে তাকে দলে ভিড়িয়েছে ২০২০ সালের চ্যাম্পিয়ন দল করাচি কিংস। তার আগে গোল্ড ক্যাটাগোরি থেকে নাহিদ রানাকে দলে ভেড়ায় পেশাওয়ার জালমি। তবে প্লাটিনাম ক্যাটাগোরিতে থেকেও দল পাননি সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান সুপার লিগের এবারের আসরের জন্য মোট ৫১০ জন বিদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন। সেখানে বাংলাদেশেরই রয়েছেন ৩৯ জন। তার মধ্যে এ পর্যন্ত দল পেয়েছেন মাত্র দুইজন।
আরো পড়ুন:
হঠাৎ দুবাইয়ে লিটন দাস
লিটনের চোখে এই জয় ‘ঐতিহাসিক’
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মৌসুমের শেষ নিলামে আড়াই কোটি টাকার চা বিক্রি
দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলতি মৌসুমের শেষ চা নিলাম সম্পন্ন হয়েছে। এতে আড়াই কোটি টাকার চা বিক্রি হয়েছে। তিনটি ব্রোকার্সের মাধ্যমে মোট ১ লাখ ২২ হাজার ১৩৭ কেজি চা নিলামের জন্য তোলা হয়েছিল।
বুধবার (২৩ এপ্রিল) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের খান টাওয়ারের তৃতীয় তলায় চায়ের নিলাম বসে। নিলামে এনটিসি, রেহেনা চা বাগান, হামিদিয়া চা বাগান, সিলেটের লক্কাতুড়া চা বাগান ও পঞ্চগড়েরও কয়েকটি বাগানের চা তোলা হয়।
নিলামে সিলেটের লক্কাতুড়া চা বাগানের ইয়ং হাইসং টি সর্বোচ্চ দরে বিক্রি হয়। এই চা প্রতিকেজি ১৮৫০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। নিলামে ওঠা ৮০ শতাংশ চা বিক্রি হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য আড়াই কোটি টাকা।
টি ব্রোকার্স এসোসিয়েশন অব শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক মো. শওকত আলী খান বলেন, “২০২৪-২৫ নিলাম অর্থবছরের শেষ নিলাম আজ অনুষ্ঠিত হয়েছে। প্রায় আড়াই কোটি টাকার চা বিক্রি হয়েছে। শেষ নিলামে উৎপাদিত অনেক নতুন পাতা ছিল, যে কারণে বায়ারদের আগ্রহ ছিল বেশি। ভাল ভাল অনেক বাগানের পাতা আজ নিলামে উঠেছিল।”