ঘরের মাঠের পর্বটা জয় দিয়ে শেষ করতে পারল না সিলেট স্ট্রাইকার্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ চিটাগং কিংসের কাছে ৩০ রানে হেরে গেছে আগের দুই ম্যাচেই জয় পাওয়া দলটি। অন্যদিকে টানা তৃতীয় জয় পেল চার ম্যাচ খেলা চিটাগং কিংস।

ম্যাচ জিততে ২০৪ রানের লক্ষ্য পেয়েছিল সিলেট। বিপিএল ইতিহাসে এত বেশি রান ছুঁয়ে জয়ের ঘটনা মাত্র তিনটি।  সেই কীর্তিতে চতুর্থ হতে যেমন শুরু দরকার ছিল, সিলেট তা করতে পেরেছিল। চিটাগং কিংসের বাঁহাতি স্পিনার নাবিল সামাদ দ্বিতীয় বলে পল স্টার্লিংকে ফেরালেও ওই ওভারে ১৭ রান তুলল সিলেট। ১৩-ই এসেছে স্টার্লিংয়ের বিদায়ের পর ব্যাটিংয়ে নামা জাকির হাসানের ব্যাট থেকে।

আগের দুই ম্যাচেই ফিফটি পাওয়া জাকিরের ব্যাটে আরেকটি জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল সিলেট। তবে সেই স্বপ্ন ধূসর হয়ে যায় পঞ্চম ওভারে জাকির বিদায় নিতেই। বিপিএলে সিলেট পর্বে খেলা প্রথম চার ম্যাচে তিনটি ফিফটি করা জাকির আজ আউট হলেন ১৯ বলে ২৫ রান করে। জাকিরের বিদায়ের ৬ বল পর আউট দলটির ওপেনার রনি তালুকদারও (৯ বলে ৭)। ৪২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা সিলেটের রানের চাকাও মন্থর হয়ে যায় জোড়া আঘাতে। এরপর জর্জ মানসি (৩৭ বলে ৫২) ও জাকের আলীরা (২৩ বলে অপরাজিত ৪৭) শুধু ব্যবধান কমানোর কাজটাই করতে পেরেছেন। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৭৩ রান তুলে থেমেছে দলটি।

টানা তৃতীয় ম্যাচ জিতেছে চিটাগং কিংস.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে খুবি শিক্ষার্থীদের ক্লাস বর্জন, জিরো পয়েন্ট অবরোধ 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মো. মাছুদের পদত্যাগ এবং শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে খুলনার জিরো পয়েন্ট মোড় অবরোধ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষার্থীরা।

আজ বুধবার বিকেল তিনটায় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে তারা জিরো পয়েন্ট মোড় অবরোধ করেন। এ সময় খুলনা-সাতক্ষীরা ও খুলনা-বাগেরহাট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের অনুরোধ ও তীব্র গরমে সাধারণ মানুষের ভোগান্তির কথা ভেবে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে সড়কের একপাশে সমাবেশ করেন।

এর আগে কুয়েট শিক্ষার্থীদের এক দফা দাবির সমর্থনে আজ সকাল থেকে ক্লাস বর্জন করেন খুবি শিক্ষার্থীরা। ফলে খুবির অধিকাংশ বিভাগে কোনো ক্লাস হয়নি।

এছাড়া কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে নগরীর শিববাড়ি মোড়ে দুপুর ১২টার দিকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খুলনা সচেতন নাগরিক সমাজ, রেড জুলাই,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

সম্পর্কিত নিবন্ধ