সিলেটে মিজানুর রহমান আজহারী, আমির হামজাসহ কয়েকজন খ্যাতিমান বক্তার ওয়াজ মাহফিলে গিয়ে অনেকের মুঠোফোন ও সোনার গয়না হারানোর অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় গত দুই দিনে সিলেট মহানগরের শাহপরান থানায় ৭৪টি সাধারণ ডায়েরি (জিডি) ও ২টি চুরির মামলা হয়েছে। মামলায় ১০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

গত বৃহস্পতি, শুক্র ও শনিবার নগরের টিলাগড় এলাকায় সিলেট মুরারি চাঁদ কলেজ মাঠে তিন দিনব্যাপী এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এ বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তিন দিনের ওয়াজ মাহফিলের শেষ দিনে প্রচুর লোক সমাগম হয়। ওই দিন অসংখ্য মানুষের মুঠোফোন ও সোনার গয়না হারিয়ে গেছে। এ ঘটনায় গতকাল রবি ও আজ সোমবার বেলা দেড়টা পর্যন্ত ৭৪টি জিডি ও ২টি চুরির মামলা হয়েছে।

আয়োজকেরা জানিয়েছেন, আনজুমানে খেদমতে কোরআন সিলেট আয়োজিত মাহফিলের শেষ দিন ছিল গত শনিবার। এদিন রাতে বক্তব্য দেন মিজানুর রহমান আজাহারী, আমির হামজাসহ কয়েকজন জনপ্রিয় ইসলামি বক্তা। তাঁদের আসার খবরে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লির ঢল নামে সমগ্র মাহফিল এলাকায়। এ সময় মুঠোফোন, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র খোয়া যায়। এর মধ্যে আটজনকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, মুঠোফোনসহ বিভিন্ন সামগ্রী হারানোর ঘটনায় ৭৪টি জিডি করেন ভুক্তভোগী ব্যক্তিরা। এ ছাড়া একটি মুঠোফোন ও কিছু স্বর্ণালংকার চুরির অভিযোগে দুজন মামলা করেছেন। ওই মামলায় হাতেনাতে আটক ছয় পুরুষ ও চার নারীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

খিলগাঁওয়ে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই

রাজধানীর খিলগাঁও খিদমাহ হাসপাতালের সামনে মো. সেলিম (৪২) নামের একজনকে কুপিয়ে তার অটোরিকশা ছিনতাইকারীরা নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে ভর্তি দেন চিকিৎসক। এর আগে, সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

সেলিম পটুয়াখালীর দশমিনা উপজেলার মাচুয়াখালি গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে। তিনি বর্তমানে খিলগাঁও এলাকায় একটি রিকশার গ্যারেজে থাকতেন।

আহত সেলিমের প্রতিবেশী মো. হাবিব বলেন, ‘‘বৃহস্পতিবার সন্ধ্যায় খিদমাহ হাসপাতালে সামনে সেলিমের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং চেতনানাশক মাদক সেবন করিয়ে তার কাছে থাকা অটোরিকশা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। খবর পেয়ে প্রথমে তাকে খিদমাহ হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসক তাকে ভর্তি দিয়েছেন।’’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, ‘‘অচেতন অবস্থায় এক রিকশাচালককে ঢাকা মেডিকেল নিয়ে এলে চিকিৎসক তাকে ভর্তি দেন। তার অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’’

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ