সিলেটে ওয়াজ মাহফিলে মুঠোফোন ও সোনার গয়না চুরি, থানায় ৭৪ জিডি, দুই মামলা
Published: 13th, January 2025 GMT
সিলেটে মিজানুর রহমান আজহারী, আমির হামজাসহ কয়েকজন খ্যাতিমান বক্তার ওয়াজ মাহফিলে গিয়ে অনেকের মুঠোফোন ও সোনার গয়না হারানোর অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় গত দুই দিনে সিলেট মহানগরের শাহপরান থানায় ৭৪টি সাধারণ ডায়েরি (জিডি) ও ২টি চুরির মামলা হয়েছে। মামলায় ১০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
গত বৃহস্পতি, শুক্র ও শনিবার নগরের টিলাগড় এলাকায় সিলেট মুরারি চাঁদ কলেজ মাঠে তিন দিনব্যাপী এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এ বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তিন দিনের ওয়াজ মাহফিলের শেষ দিনে প্রচুর লোক সমাগম হয়। ওই দিন অসংখ্য মানুষের মুঠোফোন ও সোনার গয়না হারিয়ে গেছে। এ ঘটনায় গতকাল রবি ও আজ সোমবার বেলা দেড়টা পর্যন্ত ৭৪টি জিডি ও ২টি চুরির মামলা হয়েছে।
আয়োজকেরা জানিয়েছেন, আনজুমানে খেদমতে কোরআন সিলেট আয়োজিত মাহফিলের শেষ দিন ছিল গত শনিবার। এদিন রাতে বক্তব্য দেন মিজানুর রহমান আজাহারী, আমির হামজাসহ কয়েকজন জনপ্রিয় ইসলামি বক্তা। তাঁদের আসার খবরে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লির ঢল নামে সমগ্র মাহফিল এলাকায়। এ সময় মুঠোফোন, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র খোয়া যায়। এর মধ্যে আটজনকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, মুঠোফোনসহ বিভিন্ন সামগ্রী হারানোর ঘটনায় ৭৪টি জিডি করেন ভুক্তভোগী ব্যক্তিরা। এ ছাড়া একটি মুঠোফোন ও কিছু স্বর্ণালংকার চুরির অভিযোগে দুজন মামলা করেছেন। ওই মামলায় হাতেনাতে আটক ছয় পুরুষ ও চার নারীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দুই তারকার প্রতিষ্ঠানের নামে প্রতারণার ফাঁদ
কদিন আগেই যাত্রা শুরু করেছে টালিউড অভিনেতা যীশু সেনগুপ্ত ও সৌরভ দাসের যৌথ প্রযোজনা সংস্থা হোয়াই সো সিরিয়াস ফিল্মস। সিনেমা থেকে সিরিজ, সিরিয়াল—খুব শিগগির কাজ শুরু করবে এই প্রযোজনা সংস্থা। তবে এরই মধ্যেই শুরু হয়ে গেছে প্রতিষ্ঠানটির নাম ব্যবহার করে প্রতারণা। সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণার অভিযোগ পেয়েছেন সৌরভ দাস। এরপরই সবাইকে সতর্ক করেছেন সৌরভ ও যীশু।
ফেসবুক স্টোরিতে সৌরভ দাস জানিয়েছেন, ভুয়া অ্যাকাউন্টের সঙ্গে যেন কেউ যোগাযোগ না করে। যোগাযোগ করে প্রতারিত হলে হোয়াই সো সিরিয়াস ফিল্মস দায়ী থাকবে না।
বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনকে সৌরভ বলেন, ‘একই দিনে অ্যাকাউন্ট খোলা হয়েছে একই রকম নামে। তবে আমাদের প্রযোজক সংস্থার নাম হোয়াই সো সিরিয়াস ফিল্মস। আর অন্যদিকে ফেক অ্যাকাউন্টের নাম হোয়াই সো সিরিয়াস ফিল্ম। সবাইকে বিভ্রান্ত করতেই কাছাকাছি নাম রাখা হয়েছে। তাই সাধারণ মানুষকে অবগত করতেই নিজেদের হ্যান্ডল থেকে বিষয়টা পোস্ট করা হয়েছে।’
তারকাদের বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এর আগেও অনেক প্রতারণার খবর দেখা গেছে। তাই কিছুটা সাবধানতা অবলম্বনের জন্যই পোস্ট করেছেন যীশু ও সৌরভ।
উল্লেখ্য, চলতি ঈদে যীশু সেনগুপ্তকে দেখা গেছে বাংলাদেশের ‘বরবাদ’ সিনেমায়। মেহেদী হাসান পরিচালিত সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও ইধিকা পাল।