তিন দফা দাবি আদায়ে সচিবালয়ের সামনে অবস্থান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনশনরত শিক্ষার্থীরা। তারা সচিবালয়ের সামনের ফুটপাতে অনশন কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা দিয়েছেন।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার পর জবি ক্যাম্পাস থেকে পদযাত্র নিয়ে বের হয়ে ৫টায় সচিবালয়ের সামনে পৌঁছান তারা।

রাসেল নামের এক শিক্ষার্থী বলেন, “আমরা এখনো প্রশাসন থেকে সুনির্দিষ্ট কোন বক্তব্য পাইনি। আমাদের অনশন চলমান। আমরা আমাদের দাবি আদায় করেই এখান থেকে যাব।”

অনশনরত আরেক শিক্ষার্থী সুজন বলেন, “এবার লিখিতভাবে দাবি পূরণ না হলে আমরা আর ফিরব না।”

রবিবার (১২জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর ও অস্থায়ী আবাসনের দাবিতে গণঅনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থী। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

ঢাকা/এএএম/মেহেদী

.

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষ

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে, ঘটনাস্থলে সাতজন এবং হাসপাতালে নেওয়ার পর তিনজন মারা যান।

বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এখনো নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বাসে থাকা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা হয়েছে এই প্রতিবেদকের। তারা জানিয়েছেন, চুনতি জাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে বাসটি আকস্মিকভাবে নিয়ন্ত্রণ হারায়। পরে কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

আরো পড়ুন:

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ১০

ইমন নামের এক যাত্রী বলেন, ‘‘রিল্যাক্স পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। চুনতি জাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এলোমেলোভাবে চলতে থাকে। সে সময় বাসের গতি ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটারের কাছাকাছি ছিল। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে বাসের সংঘর্ষ হয়।’’

সাব্বির আহমেদ নামের আরেক যাত্রী বলেন, ‘‘চুনতি জাঙ্গালিয়া এলাকায় লবণবাহী ট্রাক থেকে পানি গলে সড়ক পিচ্ছিল হয়ে ছিল। বাসের অতিরিক্ত গতি ও সড়ক পিচ্ছিল থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।’’

আরো পড়ুন: চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ১০

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ