পাকিস্তান সুপার লিগে দল পেলেন নাহিদ রানা
Published: 13th, January 2025 GMT
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন বাংলাদেশের তারকা পেসার নাহিদ রানা। আজ সোমবার (১৩ জানুয়ারি, ২০২৫) অনুষ্ঠিত নিলামে গোল্ড ক্যাটাগোরি থেকে তাকে দলে ভিড়িয়েছে দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন পেশাওয়ার জালমি। যে দলে আছেন বাবর আজম, সাইম আইয়ুব, মেহরান মুমতাজ ও সুফিয়ান মুকিমের মতো তরুণ তুর্কিরা।
অবশ্য নাহিদ ছাড়াও বাংলাদেশের আরও তারকা ক্রিকেটাররা আছেন এবারের নিলামে। সেখানে প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। অবশ্য এই দুই তারকাকে দলে ভেড়াতে কেউ আগ্রহ দেখায়নি।
এছাড়া ডায়মন্ড ক্যাটাগোরিতে থাকা তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয় ও হাসান মাহমুদও দল পাননি।
আরো পড়ুন:
জেসি এবার বিশ্বকাপে
সিলেটকে দুইশ রানের চ্যালেঞ্জ চিটাগংয়ের
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
যুবলীগ নেতা গ্রেপ্তার, থানার সামনে অনুসারীদের স্লোগান
হবিগঞ্জের নবীগঞ্জে যুবলীগ নেতা মো. নানু মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের শারফিন সুপারমার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে তার অনুসারীরা থানার সামনে জড়ো হয়ে স্লোগান দিয়েছেন। নানু মিয়া নবীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নবীগঞ্জ পৌর যুবলীগের সদস্য।
পুলিশ জানায়, গত ১৮ ফেব্রুয়ারি সারাদেশে হরতালের ডাক দেয় আওয়ামী লীগ। ওইদিন সকালে ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর এলাকায় একটি প্রাইভেট কারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ ঘটনার পরদিন গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বাদী হয়ে নবীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় নানু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, গ্রেপ্তারের পরপরই নানু মিয়ার ২৫-৩০ জন অনুসারী থানার সামনে জড়ো হয়ে মুক্তির দাবী করেন। এ সময় তারা ‘ওসির দুই গালে জুতা মার তালে তালে, ওসির চামড়া তুলে নেব আমরা’, ‘সারা বাংলার জিয়ার সৈনিক এক হও লড়াই কর’, ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেট অ্যাকশন, নানু ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’সহ বিভিন্ন স্লোগান দেন।