জুলাই অভ্যুত্থানে আহতরা নির্ভেজাল গণতন্ত্র ও ভালো নির্বাচন চায় : ইসি আনোয়ারুল ইসলাম
Published: 13th, January 2025 GMT
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ভোটার নিবন্ধন প্রক্রিয়ার চ্যালেঞ্জ একটাই সেটা হলো মনকে ঠিক করা। উদ্দেশ্য মহৎ থাকলে চ্যালেঞ্জ কিছু না।
আমানত খেয়ানতকারীর অবস্থান জাহান্নাম। স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন ১৮ কোটি মানুষের আমানত। আর এই আমানত রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের।
জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের দেশপ্রেম কমিটমেন্ট দেখে আমরা অভিভূত। তারা নির্ভেজাল গণতন্ত্র চায়। তারা বলেছে, ভালো নির্বাচন না হলে তারা আবারো আন্দোলনে নামবে।
সোমবার (১৩ জানুয়ারি) নারায়ণগঞ্জে নির্বাচনী প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্প কর্তৃক আয়োজিত ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
এ সময় ইসি আনোয়ারুল ইসলাম বলেন, মানসিক শক্তি, সৎ উদ্দেশ্য ও সিনসিয়ারিটি থাকলে নির্ভেজাল ভোটার লিস্ট করা সম্ভব। ভুল এমনি এমনি হয় না। এর জন্য কেউ না কেউ দায়ী। এনআইডি নিয়ে বিগত দিনে অনেক বদনাম আছে।
তাই আমাদের সতর্কতার সাথে নির্ভুল ভোটার লিস্ট করতে হবে। জাতিকে ভালো এবং নির্ভেজাল ভোটার তালিকা উপহার দেয়ার জন্য নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।
নারায়ণগঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, নারায়ণগঞ্জের বৈশিষ্ট্য ভিন্ন রকম। এখানে সব ধরনের লোক রয়েছে। ভালো ঐতিহ্য যেমন রয়েছে তেমনি খারাপ ঐতিহ্যও রয়েছে।
কর্মশালায় ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.
উৎস: Narayanganj Times
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে শিক্ষক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত
বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন ঢাকা অঞ্চল দক্ষিনের উদ্যােগে নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় ৩ মার্চ সোমবার দিনব্যাপী শিক্ষক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মো মাছুম প্রশ্নত্তর বক্তব্যে বলেন, শিক্ষক ফেডারেশনকে শক্তিশালী করতে সকল প্রতিষ্ঠানের সকল পর্যায়ের শিক্ষক সমাজকে অর্গানাইজ করে নৈতিকতা সম্পন্ন মানুষরূপে গড়ে তুলার চেষ্টা করতে হবে।
তিনি আরো বলেন, শিক্ষক ফেডারেশনের ভালো ভালো কাজগুলোকে নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে কেন্দ্র থেকে শুরু করে ইউনিট পর্যন্ত কমিটি করে ফেডারেশনের সকল পরিষদের আঞ্জাম দেয়ার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিনের পরিচালক মুহাম্মদ সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদসৎ ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার, বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন কেন্দ্রেীয় সভাপতি অধ্যপক ড. এম কোরবান আলী, ইসলামীক এডুকেশন সোসাইটি পরিচালক প্রিন্সিপাল ড. মো ইকবাল হোসাইন ভূঁইয়া, বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন জেনারেল সেক্রেটারি অধ্যপক এ বি এম ফজলুল করিম, ঢাকা জেলা আমীর মাওলানা দেলোয়ার হোসাইন, নারায়ণগঞ্জ জেলা আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার, মুন্সিগঞ্জ জেলা আমীর আ জ ম রুহুল কুদ্দুস প্রমূখ।
এসময় বক্তরা বলেন শিক্ষকদের কাজ ই'হচ্ছে ছাত্রদের নৈতিক ও চরিত্রবান রূপে গড়ে তোলা। প্রচলিত শিক্ষা নীতির পরিবর্তন করে ন্যায় ও আদর্শভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে হবে ও সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার জন্য কেন্দ্র থেকে যে কর্মসূচি আসবে তা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।
বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন ঢাকা দক্ষিন অঞ্চলের পরিচালক অধ্যপক শেখ আব্দুল মালেকের সভাপতিত্বে ও আর্দশ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি
মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।