সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
Published: 13th, January 2025 GMT
সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- শুভ (২২) ও ইমন (২১)। এ সময় আরও একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
তাৎক্ষনিক তার নাম ও পরিচয় জানা যায়নি। নিহত দু’জন নাসিক ১ নং ওয়ার্ডস্থ মজিববাগ এলাকার বাসিন্দা। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাক ও এর চালক আনোয়ার হোসেন (৪০) কে আটক করেছে।
প্রভাত নামের এক প্রতক্ষদর্শী বলেন, একটি মোটরসাইকেল যোগে তিন যুবক সড়ক দিয়ে যাওয়ার পথে দুটি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টাকালে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে তিনজনই পড়ে যান।
সেসময় দ্রুত গতিতে যাওয়া ঘাতক ট্রাকটির পেছনের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আর একজন আহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
উৎস: Narayanganj Times
এছাড়াও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অটোরিকশায় বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
সোমবার (৩১ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার সোনারামপুর এলাকায় রাজমনি হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান বলেন, ‘‘বিকেলে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশায় থাকা একজন নিহত ও তিনজন আহত হন।’’
আরো পড়ুন:
ঈদের দিন ঘুরতে বেরিয়ে প্রাণ গেল বাবা-মেয়ের
‘ঈদযাত্রায় এবারের মতো স্বস্তি আর কখনো পাইনি’
‘‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে ও আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’’- যোগ করেন তিনি।
ঢাকা/রুবেল/রাজীব