ইউপি চেয়ারম্যানকে বের করে দিয়ে কার্যালয়ে তালা দিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা
Published: 13th, January 2025 GMT
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতার নেতৃত্বে ৮-১০ জন ইউপি চেয়ারম্যানকে বের করে দিয়ে কার্যালয়ে তালা দিয়েছেন। আজ সোমবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে কার্যালয়ে যান চন্দ্রগঞ্জ ইউপির চেয়ারম্যান নুরুল আমিন। কিছুক্ষণ পর চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাবেদ হোসেনের নেতৃত্ব ৮-১০ জনের একটি দল ইউপি কার্যালয়ে আসে। এরপর চেয়ারম্যানকে গালমন্দ করে কার্যালয় থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেন। এ সময় ইউপি কার্যালয়ে আসা ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়েন।
জানতে চাইলে ইউপি চেয়ারম্যান নুরুল আমিন বলেন, এক সপ্তাহ আগে তাঁকে স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা কার্যালয়ে আসতে নিষেধ করেছিলেন। গত মঙ্গলবারও তাঁর কার্যালয়ে এসে বিভিন্ন ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। আজ স্বেচ্ছাসেবক দলের নেতা জাবেদ হোসেন তাঁকে কার্যালয় থেকে বের করে দিয়ে আর কখনো না আসতে বলেছেন। বের হতে অপারগতা প্রকাশ করায় তাঁর দিকে তেড়ে আসেন জাবেদ ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা।
নুরুল আমিন আরও বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্রভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এ কারণে আওয়ামী লীগ আমাকে দল থেকে বহিষ্কারও করেছিল।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাবেদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘ঘটনার সময় আমি ইউপি কার্যালয়ে উপস্থিত ছিলাম না। সাধারণ মানুষ চেয়ারম্যানকে বের করে কার্যালয়ে তালা দিয়েছেন। তিনি অবৈধভাবে নির্বাচিত হয়েছেন, তাই সাধারণ মানুষের তাঁর প্রতি ক্ষোভ রয়েছে।’
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি ইউপি চেয়ারম্যান নুরুল আমিন আমাকে জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে খোঁজখবর নিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই: উপদেষ্টা রিজওয়ানা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা রাজনীতিতে প্রবেশ করবে কি না তা সময় বলে দিবে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৭৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
পরিবেশ উপদেষ্টা বলেন, নতুন রাজনৈতিক দলের মাধ্যমে রাজনীতিতে একটি ইতিবাচক ধারার সৃষ্টি হচ্ছে। শুধু নতুনদের নিয়ে গঠিত বলেই যে সব সমস্যার সমাধান হবে ব্যাপারটা এমন নয়। রাজনৈতিক দলের সমালোচনা থাকাটাই স্বাভাবিক। এ সময় দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার বলেও মন্তব্য করেন তিনি।
লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুৎ মন্ত্রণালয়ের কাছে শুধু চাইলেই হবে না। এক্ষেত্রে আর্থিক সামর্থের বিষয়টিও মাথায় রাখতে হবে। এরইমধ্যে মন্ত্রণালয় থেকে এসির তাপমাত্রা পঁচিশে রাখতে বলা হয়েছে।
এম জি