অস্ত্র নিয়ে দলীয় সম্মেলনে বিশৃঙ্খলার অভিযোগে পাবনার সাঁথিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুর রহমানকে সাময়িক বহিস্কার করা হয়েছে। একইসঙ্গে কেন্দ্রীয় কমিটির কাছে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ করেছে জেলা বিএনপি।

রবিবার (১২ জানুয়ারি) রাতে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার স্বাক্ষরিত পত্রে তাকে বহিষ্কারের তথ্য জানানো হয়। বহিষ্কারের চিঠি কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ, রাজশাহী বিভাগীয় সমান্বয়ক, সাংগাঠনিক সম্পাদক, সহ-সাংগাঠনিক সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।

বহিষ্কার পত্রে উল্লেখ করা হয়েছে, সাঁথিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুর রহমান গত ১০ জানুয়ারি বেড়া পৌরসভার দলীয় কাউন্সিল-২০২৫ বাধাগ্রস্ত ও ভণ্ডুল করার লক্ষ্যে সভাস্থলের পাশে তিনি ও তার লোকবল অস্ত্রশস্ত্র নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি এবং দলীয় নেতৃত্বের প্রতি অসম্মান প্রদর্শন ও অশোভন আচরণ করেন। সেকারণে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হলো। সেইসঙ্গে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ পাঠানো হলো।

আরো পড়ুন:

যশোরে বিএনপির মিলনমেলা

কুষ্টিয়ায় জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৩০

পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ যারা করবেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।’’

বহিষ্কারের বিষয়ে শামসুর রহমান মুঠোফোনে বলেন, ‘‘আমাকে বিধি বহির্ভূতভাবে বহিষ্কার করা হয়েছে। রাজনৈতিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন করতে এমন কাজ করা হয়েছে। এ বিষয়ে আমি দলের ঊর্ধ্বতন নেতাদের অবগত করবো।’’

গত ১৪ নভেম্বর বিকেলে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে খাইরুন নাহার খানম মীরুকে আহ্বায়ক ও শামসুর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ২৩ সদস্য বিশিষ্ট সাঁথিয়া উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়। কমিটির গঠনের পরপর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

পর দিন ১৫ নভেম্বর বিকেল ৫টার দিকে বেড়ার সিএন্ডবি মোড় থেকে সাঁথিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনে ব্যাপক অনিয়ম-দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ এনে পকেট কমিটি আখ্যা দিয়ে ঝাড়ু মিছিল বের করেছিল শামসুর রহমান ও তার সমর্থকরা। পরে সিএন্ডবি মোড়ে প্রতিবাদ সমাবেশ শেষে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারের কুশপুত্তলিকা দাহ করা হয়েছিল।

ঢাকা/শাহীন/বকুল

.

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

মিরসরাইয়ে বাসের ধাক্কায় তরুণীর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী সাদিয়া ইয়াসমিন যুথি (১৬) নামের এক তরুণী নিহত হয়েছেন। শুক্রবার উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুথি ওই এলাকার পূর্ব পোলমোগরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. রিপন মিয়ার মেয়ে। তিনি এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তবে কোন প্রতিষ্ঠানে তিনি পড়তে তা জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশের উপপরিদর্শক বোরহান উদ্দিন সমকালকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজার এলাকায় এক তরুণী নিহত হয়েছেন। স্বজনরা তার মরদেহ হাসপাতাল থেকে বাড়ি নিয়ে গেছে।
 

সম্পর্কিত নিবন্ধ