৪৩তম বিসিএস থেকে গণপূর্ত ক্যাডারে সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ১৩ জন কর্মকর্তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪৩তম বিসিএস পরীক্ষা ২০২০–এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখার ৩০ ডিসেম্বরের প্রজ্ঞাপনমূলে বিসিএস গণপূর্ত ক্যাডারে সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ১৩ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত সহকারী প্রকৌশলীদেরকে শিক্ষানবিশ সহকারী প্রকৌশলী হিসেবে যথোপযুক্ত পদে পদায়নের জন্য গণপূর্ত অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে।

এসব সহকারী প্রকৌশলীকে আগামী ১৫ জানুয়ারি প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর, সেগুনবাগিচা, ঢাকায় যোগদান করতে হবে।

যেসব কর্মকর্তা নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হবেন, তাঁদের একটি তালিকা নির্ধারিত যোগদানের তারিখ অতিবাহিত হওয়ার পরবর্তী সাত দিনের মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে।

নিয়োগ পাওয়া কর্মকর্তাদের তালিকা দেখা যাবে এই লিংকে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

হুমায়ূন আহমেদ বললেন, ‘ফারুক তোমাকে কিন্তু কুয়ায় ঝাঁপ দিতে হবে’

শুটিংয়ের মেকআপ রুমে বসে আছেন হুমায়ূন আহমেদ। তিনি চিত্রনাট্য দেখছিলেন। পাশেই মেকআপ নিচ্ছিলেন ফারুক আহমেদ। হঠাৎ এই অভিনেতার দিকে তাকিয়ে হুমায়ূন আহমেদ বললেন, ‘ফারুক তোমাকে কিন্তু কুয়ায় ঝাঁপ দিতে হবে।’ হুমায়ূন আহমেদের মুখে কুয়ায় ঝাঁপ দেওয়ার কথায় ভয়ে পেয়ে যান ফারুক আহমেদ।

এই অভিনেতা বলেন, ‘আমি চিত্রনাট্য আবার পড়লাম। হুমায়ূন ভাই কুয়ায় ঝাঁপ দেওয়ার কথা বলায়, দৃশ্যটাকে সিরিয়াসলি নিলাম। ধরেই নিলাম, ভাই যেহেতু বলছেন ঝাঁপ দেওয়ার কথা, তাহলে তো ঝাঁপ দিতেই হবে। তখনো আমি কুয়া দেখিনি। আমাদের শুটিং হয়েছিল ডিএফপি অডিটরিয়ামে। তখন ভয়ে ভয়ে কুয়া খুঁজতে বের হলাম। কুয়ার কত গভীরতা, পানি কেমন—এই সব বিষয় মাথায় ঘুরছিল। ঝাঁপ দিলে কোনো ক্ষতি হয় কি না, এগুলো নিয়ে ভাবছিলাম। পরে দেখি, আরে ছোট্ট একটা কুয়া। শুটিংয়ের জন্য সেট হিসেবে বানানো হয়েছে। নিচে সিমেন্ট দিয়ে প্লাস্টার করা। অল্প পানি দিলে মনে হয় অনেক পানি।’

হুমায়ূন আহমেদ ও ফারুক আহমেদ। ছবি: ফেসবুক থেকে

সম্পর্কিত নিবন্ধ