বগুড়ায় মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষে মিজানুর রহমান (৩৭) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলের আরোহী ছিলেন।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে নন্দীগ্রামের দেওগ্রাম বুশকুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিজানুর রহমান নন্দীগ্রামের দারিয়াপুর গ্রামের বাসিন্দা এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) কাহালু উপজেলার নারহট্ট শাখার সুপারভাইজার ছিলেন।

নিহতের ভাই আবু হানিফ বলেন, ‘‘সকালে মোটরসাইকেলযোগে মিজানুর নিজের অফিসের উদ্দেশে রওয়ানা দেয়। বুশকুর বাজার এলাকায় পৌঁছালে ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হয় সে। দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’

আরো পড়ুন:

মোটরসাইকেলের ধাক্কায় আহত কিশোরের মৃত্যু 

সাভারে চার জন নিহতের ঘটনায় অ্যাম্বুলেন্স ও বাসের চালক গ্রেপ্তার

ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এটিএসআই লালন হোসেন বলেন, ‘‘মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষে মিজানুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

ঢাকা/এনাম/রাজীব

.

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

ঢাকায় পাকিস্তানি গায়ক মুস্তাফা জাহিদের কনসার্ট হয়নি, আয়োজক লাপাত্তা

‘মেলোডি আনলিশড’ শিরোনামের কনসার্টে অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদ। কিন্তু কনসার্টের ঘণ্টাখানেক আগে এক ফেসবুক পোস্টে কনসার্ট স্থগিতের ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। এমনকি প্রতিষ্ঠানটির সঙ্গে কনসার্টের শিল্পীরাও যোগাযোগ করতে পারছেন না।
এতে ঢাকার সংগীতশিল্পী এ কে রাহুল, ব্যান্ড লেভেল ফাইভ ও এনকোরের অংশ নেওয়ার কথা ছিল। ঢাকার শিল্পীরাও জানেন না, কনসার্টটির ভবিষ্যৎ কী! অনেকে অভিযোগ করেছেন, ভেন্যু নিশ্চিত না করেই টিকিট বিক্রি করেছে আয়োজক প্রতিষ্ঠানটি।

কনসার্ট স্থগিতের বিষয়ে জানতে আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া গেছে। ঢাকার একাধিক শিল্পী জানান, বিষয়টি শুধু বিব্রতকর নয়, লজ্জারও।
এ কে রাহুল আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘এটা দেশের শিল্পীসমাজের জন্য লজ্জার। একজন বিদেশি অতিথি এসেছেন, গতকাল প্র্যাকটিসও করেছেন। কনসার্টের পূর্বমুহূর্তে যদি কারও সঙ্গে কোনো যোগাযোগ না করে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়, তবে তা খুবই হতাশাজনক।’
ব্যান্ড লেভেল ফাইভের ম্যানেজার শাহরিয়ার নাফিস আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘এর আগে যখন কনসার্ট স্থগিত করা হয়, আমাদের অনেক আগেই জানানো হয়েছিল। কিন্তু এবার আমাদের কিছুই জানায়নি আয়োজক প্রতিষ্ঠান। কয়েক দিন ধরে আমাদের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেয় প্রতিষ্ঠানটি, এমনকি গতকাল আমাদের কিছু পেমেন্ট করার কথা থাকলেও তা করেনি তারা। তখন থেকেই কিছুটা আঁচ পেয়েছিলাম আমরা। এটা ভালো উদাহরণ হয়ে রইল না।’

পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদ।

সম্পর্কিত নিবন্ধ