বগুড়ায় মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষে মিজানুর রহমান (৩৭) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলের আরোহী ছিলেন।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে নন্দীগ্রামের দেওগ্রাম বুশকুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিজানুর রহমান নন্দীগ্রামের দারিয়াপুর গ্রামের বাসিন্দা এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) কাহালু উপজেলার নারহট্ট শাখার সুপারভাইজার ছিলেন।

নিহতের ভাই আবু হানিফ বলেন, ‘‘সকালে মোটরসাইকেলযোগে মিজানুর নিজের অফিসের উদ্দেশে রওয়ানা দেয়। বুশকুর বাজার এলাকায় পৌঁছালে ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হয় সে। দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’

আরো পড়ুন:

মোটরসাইকেলের ধাক্কায় আহত কিশোরের মৃত্যু 

সাভারে চার জন নিহতের ঘটনায় অ্যাম্বুলেন্স ও বাসের চালক গ্রেপ্তার

ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এটিএসআই লালন হোসেন বলেন, ‘‘মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষে মিজানুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

ঢাকা/এনাম/রাজীব

.

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে পলক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক রাজধানীর ধানমন্ডি থানার হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আবারও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এছাড়াও একই মামলায় চার দিনের রিমান্ডে পাঠানো হয়েছে দুই ছাত্রলীগ নেতাকে। তারা হলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাবির সূর্য সেন হলের সাধারণ সম্পাদক সিয়াম রহমান এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাবির ফজলুল হক মুসলিম হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের প্রত্যেকের পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।

অন্যদিকে রিমান্ড বাতিল ও আসামিদের জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। 

মামলার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ধানমন্ডি এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী রিয়াজ। এসময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে নিহত হন তিনি। এ ঘটনায় গত ১০ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন নিহতের মা শাফিয়া বেগম।

গত ১৪ আগস্ট খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকা হতে আত্মগোপনে থাকাবস্থায় সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গ্রেপ্তার হন। এরপর থেকে অনেকগুলো হত্যা ও হত্যাচেষ্টা মামলায় দফায় দফায় রিমান্ড ভোগ করেন তিনি।

এদিকে গত ১৮ ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সিয়ামকে রাজধানীর আদাবর এবং নাঈমকে গাজীপুরের শ্রীপুর থেকে আটক করে পুলিশ।

সম্পর্কিত নিবন্ধ