৫ ঘণ্টা পর আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে যান চলাচল শুরু
Published: 13th, January 2025 GMT
৫ ঘণ্টা পর সড়ক ছেড়েছেন শারমীন গ্রুপের পোশাক শ্রমিকরা। সোমবার সকাল ১০টা থেকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় কারখানার সামনের বাইপাইল-আব্দুল্লাপুর সড়কে অবস্থান নিয়ে সড়কটি অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে বিকেল ৩টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর জলকামানের মুখে সড়ক ছাড়েন তারা।
তবে শ্রমিকদের বিক্ষোভের কারণে সড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ জনগণ।
বিস্তারিত আসছে.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বরবাদ ও জংলির টিকেট চাইলেন ইমরান, পেলেন না একটিরও
ঈদে মুক্তি পাওয়া ছবিগুলো তুমুলভাবে দর্শক টানছে। ফলে দর্শকদের চাপ সামলাতে শো বাড়িয়েছে হল কর্তৃপক্ষ। সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজে অঙ্গনের অনেক তারকাই ছুটছেন ঈদের আলোচিত সিনেমা দেখতে। দর্শকদের ভিড়ে জমে উঠেছে হল, মিলছে না কাঙ্খিত টিকিট। টিকিট না পাওয়ার সেই তালিকায় যুক্ত হয়েছেন কণ্ঠশিল্পী ইমরানও।
বুধবার (২ এপ্রিল) এক ফেসবুক পোস্টে একথা জানিয়েছে ইমরান। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘কাতার থেকে একটু আগে দেশে আসলাম। এসেই আমার ড্রাইভারকে এসকেএস টাওয়ারে পাঠালাম ‘বরবাদ’ সিনেমার টিকিট কাটার জন্য । শো হাউজফুল । শুধু তাই না আগামীকালের জন্য বললাম, সেখানেও টিকেট নাই।
তিনি আরো লেখেন, “তারপর জংলি সিনেমা দেখবো বলে বললাম ‘জংলি’র টিকিট আছে কিনা , ড্রাইভার বললো ‘জংলি’ সিনেমার টিকিট আজকে নাই, কালকেও নাই । আগামী পরশু টিকিট পাওয়া যাবে। তারপর খোঁজ নিতে বললাম ‘জ্বীন ৩ ’ কিন্তু আনফরচুনেটলি এ ছবি এসকেএস টাওয়ারে নেই। আছে বসুন্ধরা ষ্টার সিনেপ্লেক্সে।”
সবশেষ গায়ক লিখেছেন, ‘একটু মন খারাপ হলো কিন্তু ভালো লাগার বিষয় এটা বাংলা সিনেমা মানুষ দেখছে। হলে গিয়ে সিনেমা দেখছে এটাই খুশির সংবাদ। বাংলা সিনেমা জয় হোক।
ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার রোমান্টিক গান ‘মায়াবী’তে কণ্ঠ দিয়েছেন ইমরান। এছাড়াও ‘জংলি’ ও ‘জ্বী ৩’ ছবির গানেও কণ্ঠ দিয়েছেন এ সংগীতশিল্পী।