লালমনিরহাট, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের পর এবার কুমিল্লা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

সীমান্তের বাসিন্দাদের অভিযোগ, আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকার সীমান্তঘেঁষা একটি পুকুর পাড়ে বেড়া নির্মাণ করছে বিএসএফ।

তারা জানান, পুকুরটির এক তৃতীয়াংশ ভারতে। বাকী একাংশ বাংলাদেশে পড়েছে। তবে, উভয় দেশের বাসিন্দারা এই পুকুরে গোসলসহ প্রয়োজনীয় পানি সংগ্রহ করে থাকেন।

আরো পড়ুন:

সীমান্তে উত্তেজনা: ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

‘হাসিনা ভারতের জন্য অনেক করেছেন, যতদিন চান থাকতে দেওয়া উচিত’

সোমবার (১৩ জানুয়ারি) সরেজমিনে শাহপুরের সীমান্ত এলাকায় গিয়ে দেখা যায়, বিএসএফ সদস্যরা শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করছেন। এ ঘটনায় উভয় দেশের সীমান্তের বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

শাহপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, ‘‘সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া দেওয়ার নিয়ম নেই। কিন্তু, বিএসএফ সদস্যরা সেই আইন লঙ্ঘন করে বেড়া নির্মাণ করছেন। এ বিষয়ে আমার অভিযোগ করলে, আমাদের গুলি করার হুমকি দেওয়া হয়।’’

এদিকে, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও কুমিল্লা সীমান্তে টহল বাড়ানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.

কর্নেল এ এম জাহিদ পারভেজ বলেন, ‘‘স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমরা টহল জোরদার করছি। এ বিষয়ে আজ বিকেলে আমরা আনুষ্ঠানিক বক্তব্য দিব।’’

ঢাকা/রুবেল/রাজীব

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

পুতিনের ওপর কেন ‘রেগে’ আছেন ট্রাম্প, পরিণাম কী হতে পারে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ‘বিরক্ত’। আর পুতিন যদি ইউক্রেনে একটি যুদ্ধবিরতি চুক্তিতে রাজি না হন, তাহলে তিনি রাশিয়ার বিক্রি করা জ্বালানি তেলের ওপর অতিরিক্ত আর্থিক দণ্ড আরোপ করবেন।

গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেন ট্রাম্প। তারপর থেকে ইউক্রেনে তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ থামানোর চেষ্টা করছেন তিনি। এ নিয়ে মস্কোর সঙ্গে আলোচনাও করেছেন। তবে রোববারের বক্তব্যের মধ্য দিয়ে রাশিয়াকে নিয়ে নিজের সুরে বড় বদল আনলেন ট্রাম্প।

পুতিনকে নিয়ে ট্রাম্প কী বলেছেন

রোববার মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে একটি সাক্ষাৎকার দেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে বলেন, সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈধতা নিয়ে পুতিন যে মন্তব্য করেছেন, তাতে রুশ প্রেসিডেন্টের ওপর ‘খুবই রাগান্বিত ও বিরক্ত’ হয়েছেন তিনি।

ওই সাক্ষাৎকারে জেলেনস্কির পক্ষে নিজের যুক্তি তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইউক্রেনের নেতা হিসেবে জেলেনস্কিকে সরানোর যে কোনো পদক্ষেপ যুদ্ধবিরতির সম্ভাবনাকে নিশ্চিতভাবে বিলম্বিত করবে।

তবে ট্রাম্প এ-ও বলেন, পুতিন জানেন যে মার্কিন প্রেসিডেন্ট তাঁর ওপর রেগে আছেন। এ ছাড়া রুশ প্রেসিডেন্টের সঙ্গে তাঁর ‘খুব ভালো একটি সম্পর্ক’ রয়েছে। তিনি যদি সঠিক কাজটি করেন, তাহলে রাগ দ্রুত প্রশমিত হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সম্পর্কিত নিবন্ধ