চ্যাম্পিয়নস ট্রফি: দলে আছেন নর্কিয়া, এবার খেলতে পারবেন তো
Published: 13th, January 2025 GMT
২০১৯ বিশ্বকাপের পর ২০২৩—টানা দুই আসরেই দক্ষিণ আফ্রিকা দলে জায়গা হয়েছিল আনরিখ নর্কিয়ার। কিন্তু দুবারই টুর্নামেন্ট শুরুর আগে চোটে ছিটকে যেতে হয়েছিল তাঁকে।
এবার ৫০ ওভার ক্রিকেটের আরেকটি আইসিসি টুর্নামেন্টে ডাক পেয়েছেন নর্কিয়া। ৩১ বছর বয়সী এই ফাস্ট বোলারকে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
নর্কিয়ার সঙ্গে দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা পেয়েছেন লুঙ্গি এনগিডিও। ২৮ বছর বয়সী এই পেসারও চোট কাটিয়ে দলে ফিরেছেন। টুর্নামেন্টে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা।
নর্কিয়া ২০১৯ বিশ্বকাপের দল থেকে ছিটকে পড়েছিলেন আঙুলের চোটে, ২০২৩ বিশ্বকাপের দল থেকে পিঠের চোটে। ২০২৩ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পর চোটের কারণে সেই যে ছিটকে পড়েন, এরপর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ২০২৪ সালের মে মাসে।
তবে জুনে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলার পর আবার চোটে পড়েন। সম্প্রতি ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও খেলতে পারেননি পায়ের চোটে। এমনকি গত সপ্তাহে শুরু হওয়া এসএ২০–এর প্রথম ম্যাচও মিস করেছেন।
আরও পড়ুনচ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দলে লিটন নেই১২ জানুয়ারি ২০২৫তবে নর্কিয়া এই মুহূর্তে খেলার মতো ফিট বলে তাঁকে ফেব্রুয়ারিতে শুরু চ্যাম্পিয়নস ট্রফির দলে রেখেছেন দক্ষিণ আফ্রিকার কোচ রব ওয়াল্টার। চলমান এসএ২০–তে আর কোনো চোটে না পড়লে তৃতীয়বারের চেষ্টায় ৫০ ওভারের আইসিসি টুর্নামেন্ট খেলার সুযোগ হবে ২২ ম্যাচে ৩৬ উইকেট নেওয়া এই ফাস্ট বোলারের।
নর্কিয়ার মতো চোট কাটিয়ে দলে ফিরেছেন এনগিডিও। ৬২ ওয়ানডেতে ৯৬ উইকেট শিকার করা এই পেসার সর্বশেষ খেলেছেন গত বছরের অক্টোবরে আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর চোটের কারণে পাকিস্তান সিরিজ মিস করেন।
চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে। গ্রুপে অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। আট দলের টুর্নামেন্টের প্রতি গ্রুপের সেরা দুটি করে দল সেমিফাইনালে খেলবে।
আরও পড়ুনচ্যাম্পিয়নস ট্রফি: কামিন্স-হ্যাজলউডকে নিয়েই অস্ট্রেলিয়া দল৫ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা স্কোয়াড:টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, আনরিখ নর্কিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাব্রেইজ শামসি, ট্রিস্টান স্টাবস ও রাসি ফন ডার ডুসেন।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঈদের রাতে নৈশ প্রহরীকে গুলি করে হত্যা
ঈদের রাতে সাভারে রুবেল (৩০) নামে এক নৈশ প্রহরীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রুবেলের বাড়ি বরিশাল। তিনি বাঁশপট্টি মহল্লার মনিরের মালিকানাধীন বাড়িতে ভাড়া থাকতেন।
নিহতের স্ত্রী রহিমা বেগম বলেন, ‘‘রুবেল দুই মাস হলো বাঁশপট্টি এলাকায় রাতে নৈশ প্রহরীর কাজ করে। আজ রাত ১১টার দিকে রুবেলের মোবাইলে একটি ফোন আসে। এরপরে সে বাসা থেকে বের হয়ে যায়। কিছু সময় পরেই বাসায় খবর আসে রুবেলকে গুলি করছে। এরপর আমরা তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।’’
এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. হরনাথ সরকার অর্নব বলেন, ‘‘রুবেলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মুখে গভীর ক্ষত রয়েছে।’’
বুলেটের ক্ষত বলে জানিয়েছেন হরনাথ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিঞা বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছে। তবে এখনো বিস্তারিত জানা যায়নি।’’
সাব্বির//