ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রথমবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেয় আফগানিস্তান। প্রথমবার এই টুর্নামেন্টে নিজেদের প্রমাণ করতে রোববার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা। যথারীতি হাশমতউল্লাহ শাহিদি আছেন আফগানদের নেতৃত্বে। তবে ইব্রাহিম জাদরানকে নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও তিনি আছেন দলে। সঙ্গে রাখা হয়েছে একাধিক ট্রাভেল রিজার্ভও।

ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ইব্রাহিম। তিনি যথারীতি রহমানুল্লাহ গুরবাজের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করবেন। এরপর রহমত শাহ ও শাহিদি মাঠে নামবেন।

যথারীতি তাদের বোলিং ইউনিটে আছেন রশিদ খান, মোহাম্মদ নবী, আল্লহ মোহাম্মদ গজনফার ও ফজল হক ফারুকিরা। তবে নেই মুজিব-উর-রহমান। যিনি ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তান দলে দারুণ অবদান রেখেছিলেন।

আরো পড়ুন:

কর্নওয়াল-টপলিকে ছাড়া চিটাগংয়ের বিপক্ষে বোলিংয়ে সিলেট

‘টাইগার যখন ঘুরে তাকায়, সব বরবাদ হয়ে যায়’

তার বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাচক আহমদ সুলিমান খিল বলেছেন, ‘‘আসলে মুজিব-উর-রহমান নির্বাচনের জন্য উন্মুক্ত ছিল না। কারণ, ডাক্তাররা তাকে কেবল টি-টোয়েন্টিতে ফোকাস করতে বলেছেন। যাতে পুরোপুরিভাবে সেরে উঠে ওয়ানডে ক্রিকেট খেলতে পারে। সে কারণে তাকে জিম্বাবুয়ের বিপক্ষের সবশেষ ওয়ানডে সিরিজেও খেলানো হয়নি।’’

আফগানিস্তান তাদের দলে তিনজন খেলোয়াড়কে ট্রাভেল রিজার্ভ হিসেবেও রেখেছে। তারা হলেন- দারবিশ রসুলি, নাঙ্গিয়াল খরোটি ও বিলাল সামি।

২১ ফেব্রুয়ারি করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষের ম্যাচ নিয়ে আফগানিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু হবে। ২৬ ফেব্রুয়ারি লাহোরে তারা দ্বিতীয় ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। আর ২৮ ফেব্রুয়ারি এই ভেন্যুতে তারা লড়বে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে।

চ্যাম্পিয়নস ট্রফিতে ১৫ সদস্যের আফগানিস্তান দল:
হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, ইকরাম আলীখিল, গুলবাদিন নায়েব, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, আল্লাহ মোহাম্মদ গজানফার, নূর আহমেদ, ফজলহক ফারুকী, ফরিদ মালিক ও জায়েদ মালিক।

ট্রাভেল রিজার্ভ:
দারবিশ রসুলি, নাঙ্গিয়াল খরোটি ও বিলাল সামি।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

দুই টেস্ট খেলেই অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে কনস্টাস

অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড (ক্রিকেট অস্ট্রেলিয়া) ২০২৫-২৬ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিভুক্ত খেলোয়াড়দের তালিকা আজ মঙ্গলবার (০১ এপ্রিল) প্রকাশ করেছে। এই তালিকায় প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন প্রতিশ্রুতিশীল ওপেনার স্যাম কনস্টাস। তবে আগ্রাসী ব্যাটসম্যান জেক ফ্রেজার-ম্যাকগার্ক জায়গা পাননি।

কনস্টাসের পাশাপাশি অলরাউন্ডার বো ওয়েবস্টারও প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভূক্ত হয়েছেন। ব্যাটিং ও বোলিং দুই ক্ষেত্রেই অসাধারণ দক্ষতার জন্য পরিচিত ওয়েবস্টার বোর্ডার-গাভাস্কার ট্রফিতে মিচেল মার্শের পরিবর্তে খেলেছিলেন।

কনস্টাস নিজের প্রথম টেস্ট ম্যাচেই নজর কেড়েছিলেন। বিশেষ করে ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহকে আত্মবিশ্বাসের সঙ্গে সামলানোর মাধ্যমে। অন্যদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে অভিজ্ঞ স্পিনার ম্যাথু কুহনেমান পুনরায় কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন।

আরো পড়ুন:

অশ্বিনীর বোলিং তোপে ১১৬ রানেই অলআউট কলকাতা

ঈদ শুভেচ্ছায় যে বার্তা দিলেন ক্রিকেটাররা

অপরদিকে, জাতীয় দলে ধারাবাহিকতা না থাকায় জেক ফ্রেজার-ম্যাকগার্ক চুক্তিতে জায়গা পাননি। এছাড়া শন অ্যাবট, অ্যারন হার্ডি ও টড মারফিকেও এবার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে।

তালিকার বাকি অংশে পরিচিত মুখেরাই রয়েছেন। প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, ন্যাথান লায়ন, অ্যাডাম জাম্পা ও গ্লেন ম্যাক্সওয়েলসহ আরও কয়েকজন তারকা তাদের জায়গা ধরে রেখেছেন।

সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়া ২০২৫-২৬ মৌসুমের ব্যস্ত সূচি ঘোষণা করেছে। এই সময়ের মধ্যে অস্ট্রেলিয়া ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে। এরপর ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজে মুখোমুখি হবে ইংল্যান্ডের।

অস্ট্রেলিয়ার ২০২৫-২৬ কেন্দ্রীয় চুক্তিভূক্ত খেলোয়াড়দের তালিকা:
প্যাট কামিন্স, স্টিভেন স্মিথ, ন্যাথান লায়ন, অ্যালেক্স ক্যারি, স্যাম কনস্টাস, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, ন্যাথান এলিস, ঝাই রিচার্ডসন, স্কট বোল্যান্ড, ল্যান্স মরিস, ম্যাথু কুহনেমান, অ্যাডাম জাম্পা, ট্র্যাভিস হেড, ম্যাট শর্ট, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্নাস লাবুশেন, উসমান খাজা, মিচেল মার্শ, বো ওয়েবস্টার, ক্যামেরন গ্রিন ও জেভিয়ার বার্টলেট।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • মানুষের মস্তিষ্কে ব্লাইন্ডসাইট যন্ত্র বসাবে ইলন মাস্কের নিউরালিংক
  • ২০১২ সালেও সেভেন সিস্টার্স নিয়ে একই কথা বলেছিলেন ড. ইউনূস: খলিলুর
  • পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকার কোচ ওয়াল্টার
  • তাপসের দখল করা জমি ফেরত পাচ্ছে না জেলা পরিষদ
  • দুই টেস্ট খেলেই অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে কনস্টাস
  • মহাকাশ থেকে ফিরে প্রথমবারের মতো মুখ খুললেন সুনীতা ও বুচ 
  • পৃথিবীতে ফেরার ১৩ দিন পর মুখ খুললেন সুনিতা ও বুচ, যা বললেন তাঁরা
  • ঋণের অর্থছাড় নিয়ে আলোচনায় ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধিদল
  • শহীদ আবু সাঈদের পরিবারকে ঈদ উপহার প্রদান