আফগানিস্তানের দল ঘোষণা, ফিরলেন ইব্রাহিম
Published: 13th, January 2025 GMT
ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রথমবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেয় আফগানিস্তান। প্রথমবার এই টুর্নামেন্টে নিজেদের প্রমাণ করতে রোববার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা। যথারীতি হাশমতউল্লাহ শাহিদি আছেন আফগানদের নেতৃত্বে। তবে ইব্রাহিম জাদরানকে নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও তিনি আছেন দলে। সঙ্গে রাখা হয়েছে একাধিক ট্রাভেল রিজার্ভও।
ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ইব্রাহিম। তিনি যথারীতি রহমানুল্লাহ গুরবাজের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করবেন। এরপর রহমত শাহ ও শাহিদি মাঠে নামবেন।
যথারীতি তাদের বোলিং ইউনিটে আছেন রশিদ খান, মোহাম্মদ নবী, আল্লহ মোহাম্মদ গজনফার ও ফজল হক ফারুকিরা। তবে নেই মুজিব-উর-রহমান। যিনি ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তান দলে দারুণ অবদান রেখেছিলেন।
আরো পড়ুন:
কর্নওয়াল-টপলিকে ছাড়া চিটাগংয়ের বিপক্ষে বোলিংয়ে সিলেট
‘টাইগার যখন ঘুরে তাকায়, সব বরবাদ হয়ে যায়’
তার বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাচক আহমদ সুলিমান খিল বলেছেন, ‘‘আসলে মুজিব-উর-রহমান নির্বাচনের জন্য উন্মুক্ত ছিল না। কারণ, ডাক্তাররা তাকে কেবল টি-টোয়েন্টিতে ফোকাস করতে বলেছেন। যাতে পুরোপুরিভাবে সেরে উঠে ওয়ানডে ক্রিকেট খেলতে পারে। সে কারণে তাকে জিম্বাবুয়ের বিপক্ষের সবশেষ ওয়ানডে সিরিজেও খেলানো হয়নি।’’
আফগানিস্তান তাদের দলে তিনজন খেলোয়াড়কে ট্রাভেল রিজার্ভ হিসেবেও রেখেছে। তারা হলেন- দারবিশ রসুলি, নাঙ্গিয়াল খরোটি ও বিলাল সামি।
২১ ফেব্রুয়ারি করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষের ম্যাচ নিয়ে আফগানিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু হবে। ২৬ ফেব্রুয়ারি লাহোরে তারা দ্বিতীয় ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। আর ২৮ ফেব্রুয়ারি এই ভেন্যুতে তারা লড়বে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে।
চ্যাম্পিয়নস ট্রফিতে ১৫ সদস্যের আফগানিস্তান দল:
হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, ইকরাম আলীখিল, গুলবাদিন নায়েব, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, আল্লাহ মোহাম্মদ গজানফার, নূর আহমেদ, ফজলহক ফারুকী, ফরিদ মালিক ও জায়েদ মালিক।
ট্রাভেল রিজার্ভ:
দারবিশ রসুলি, নাঙ্গিয়াল খরোটি ও বিলাল সামি।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
স্বামী-স্ত্রী মিলে করেন জাল টাকার ব্যবসা
চট্টগ্রামের লোহাগাড়ায় জাল টাকার নোটসহ শাহ আলম (৩৫) নামের এক যুবক গ্রেপ্তার হয়েছেন। আজ রোববার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পদুয়া বাজারে সেনাবাহিনী ও লোহাগাড়া থানা-পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহ আলম একই উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পূর্ব হাজারবিঘা এলাকার ফেরদৌস আহমদের ছেলে। গ্রেপ্তারের পর তাঁর কাছ থেকে ৫০০ টাকার ১০টি ও ১ হাজার টাকার ৬টি জাল নোট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শাহ আলম ও তাঁর স্ত্রী জান্নাত আরা মিলে জাল নোটের ব্যবসা করে মানুষের সঙ্গে প্রতারণা করেন। ২০২৩ সালেও তাঁরা দুজন জাল নোটসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহ আলমকে গ্রেপ্তার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার শাহ আলমের নামে থানায় নতুন করে আরও একটি মামলা হয়েছে। ওই মামলায় তাঁকে আগামীকাল সোমবার সকালে চট্টগ্রাম আদালতে পাঠানো হবে।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, জাল নোট ব্যবসায়ীদের একটি চক্র আছে। শাহ আলম ও তাঁর স্ত্রী ওই চক্রের সদস্য। ২০২৩ সালেও তাঁরা গ্রেপ্তার হয়েছিলেন। তাঁরা এখনো ওই চক্রের সঙ্গে আছেন এবং জাল টাকা সংগ্রহ করে বাজারে ছড়িয়ে দিচ্ছেন। কয়েক মাস আগেও শাহ আলমের স্ত্রী জান্নাত আরা জাল টাকাসহ জনতার হাতে আটক হন। তখন পর্যাপ্ত প্রমাণের অভাবে ব্যবস্থা নেওয়া যায়নি। এখন জান্নাত আরার সন্ধান করছে পুলিশ।