নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। অনুষ্ঠানে প্রযুক্তি দুনিয়ার অনেক তারকাও অংশ নেবেন বলে জানা গেছে।

অভিষেক অনুষ্ঠানে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ, ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান, উবারের প্রধান নির্বাহী দারা খোসরোশাহীসহ বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে মেটা ও অ্যামাজন উভয় প্রতিষ্ঠানই অভিষেক অনুষ্ঠানের বিশেষ তহবিলে ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে। অন্যদিকে ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যান ব্যক্তিগতভাবে ১০ লাখ মার্কিন ডলার দিয়েছেন।

গত ৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প। এরপর গত কয়েক মাসে বেশ কয়েকজন প্রযুক্তি উদ্যোক্তা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন। ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগে মার্ক জাকারবার্গ দুবার ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন। এরই মধ্যে ট্রাম্পের কারণে ফেসবুকের বেশ কিছু নীতিরও পরিবর্তন করেছে মেটা। গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই, অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসও ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন। মূলত দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে দূরত্ব কাটানোর চেষ্টা করছেন প্রযুক্তি উদ্যোক্তারা।

আরও পড়ুনযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রযুক্তি উদ্যোক্তারা কে কার পক্ষে ছিলেন০৬ নভেম্বর ২০২৪

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানের যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রযুক্তি বিশ্বে বেশ জল্পনা-কল্পনা শুরু হয়েছে। এর কারণ, ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত টেসলা, স্পেসএক্স ও নিউরালিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে স্যাম অল্টম্যানের শক্রতা। স্যাম অল্টম্যানের নেতৃত্বাধীন ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলাও করেছেন ইলন মাস্ক। আর তাই স্যাম অল্টম্যানও চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্পের দলে ভিড়তে। প্রযুক্তি দুনিয়ার অন্যান্য ব্যক্তিদের মধ্যে ওপেনএআইয়ের প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান ও প্রধান পণ্য কর্মকর্তা কেভিন ওয়েইল ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

আরও পড়ুনডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রযুক্তি উদ্যোক্তারা কেন নৈশভোজ করছেন১৮ ডিসেম্বর ২০২৪

গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই, অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মতো প্রযুক্তি দুনিয়ার অন্য তারকারা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ট্রাম্পের সঙ্গে দেখা করলেও অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন কি না, তা এখনো জানা যায়নি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

চালু হলো চ্যাটজিপিটির নতুন সংস্করণ

প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআই নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জিপিটি ৫.২ উন্মুক্ত করেছে। আগের জিপিটি ৫.১ সংস্করণের পর তুলনামূলক দ্রুত এল এই সংস্করণ। এবারের হালনাগাদে কথোপকথনের ভঙ্গির চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যুক্তির ধারাবাহিকতা, দীর্ঘ কাজ সামলানোর ক্ষমতা ও সামগ্রিক নির্ভরযোগ্যতার ওপর। ওপেনএআই জানিয়েছে, জিপিটি ৫.২ এমনভাবে তৈরি করা হয়েছে, যেন সে নিজের সিদ্ধান্ত ও বিশ্লেষণ আরও পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারে। একই সঙ্গে দীর্ঘ সময় ধরে জটিল কাজ বা আলোচনায় স্থিরভাবে যুক্ত থাকতে পারে।

ওপেনএআইয়ের তথ্য অনুযায়ী, সাধারণ ব্যবহারকারীর কাছে প্রযুক্তিগত সাফল্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দৈনন্দিন সব কাজে এআই কতটা কার্যকর ও বিশ্বাসযোগ্য হয়। সেই লক্ষ্যে নতুন মডেলের উন্নয়ন করা হয়েছে। চ্যাটজিপিটি ৫.২ আগের মতোই তিনটি সংস্করণে ব্যবহার করা যাচ্ছে। ইনস্ট্যান্ট, থিংকিং ও প্রো সংস্করণ ব্যবহার করা যাবে। সক্ষমতা ও প্রক্রিয়াকরণ শক্তির দিক থেকে সংস্করণগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। পড়াশোনা, পেশাগত কাজ, গবেষণাসহ নানা প্রয়োজনে নিয়মিত ব্যবহারের কথা মাথায় রেখেই নতুন মডেল তৈরি করা হয়েছে বলে জানিয়েছে ওপেনএআই।

ওপেনএআইয়ের পরীক্ষায় দেখা গেছে, বিপুল তথ্য বিশ্লেষণ ও পেশাগত সিদ্ধান্ত নেওয়ার মতো কাজে জিপিটি ৫.২ আগের সংস্করণের তুলনায় ভালো ফল করেছে। জিডিপিভ্যাল নামের একটি মূল্যায়নে অর্থনীতি, আইন, পরামর্শক সেবাসহ ৪৪টি পেশাগত খাতের কাজ যুক্ত ছিল। সেখানে জিপিটি ৫.২ প্রায় তিন–চতুর্থাংশ ক্ষেত্রে মানববিশেষজ্ঞদের সমান বা বেশি দক্ষতা দেখিয়েছে। জিপিটি ৫.২ কোনো জটিল প্রশ্নকে ধাপে ধাপে বিশ্লেষণ করতে পারে। সমাধানের জন্য একটি সুস্পষ্ট কাঠামো তৈরি করে সেই অনুযায়ী উত্তর দেয়। এর ফলে দীর্ঘ আলোচনায় বিষয় থেকে বিচ্যুত না হয়ে যুক্তির ধারাবাহিকতা বজায় রাখতে পারে।

জিপিটি ৫.২ সংস্করণে মেমোরির বড় উন্নতির কথাও জানিয়েছে ওপেনএআই। তাদের দাবি, এই মডেল একই সঙ্গে কয়েক লাখ শব্দের তথ্য নির্ভুলভাবে ধরে রাখতে পারে। দীর্ঘ প্রতিবেদন, আইনি নথি বা একাধিক ফাইল নিয়ে গঠিত প্রকল্প একসঙ্গে দিলে আগের মতো প্রসঙ্গ হারানোর সমস্যা কমেছে। এই সুবিধার ফলে শিক্ষার্থীরা একাধিক পাঠ্য উপকরণ দিয়ে তুলনামূলক বিশ্লেষণ করতে পারবেন। একইভাবে উদ্যোক্তারা আর্থিক প্রতিবেদন আপলোড করে ব্যবসায়িক প্রবণতা বা কৌশলগত পরামর্শ নিতে পারবেন। বড় প্রেক্ষাপট ধরে রাখার ক্ষেত্রে আগের সীমাবদ্ধতা অনেকটাই কাটিয়ে উঠেছে নতুন মডেল। এই উন্নতি শুধু লিখিত তথ্যেই সীমাবদ্ধ নয়। চার্ট, ডায়াগ্রাম, সফটওয়্যার ইন্টারফেস কিংবা জটিল স্ক্রিনশট বোঝার ক্ষেত্রেও জিপিটি ৫.২ সংস্করণ আগের চেয়ে বেশি দক্ষ হয়েছে বলে জানিয়েছে ওপেনএআই।

জিপিটি ৫.২ সংস্করণে নির্ভরযোগ্যতার উন্নতি হয়েছে বলে দাবি করেছে ওপেনএআই। আগের সংস্করণের তুলনায় এতে ভুল তথ্য তৈরি বা হ্যালুসিনেশনের হার প্রায় ৩০ শতাংশ কমেছে। যদিও ভুল পুরোপুরি নির্মূল হয়নি, তবে আগের তুলনায় তা কম ও সহজে শনাক্তযোগ্য। টুল ব্যবহারের ক্ষেত্রেও এই উন্নতির প্রমাণ মিলেছে। নতুন সংস্করণে মানসিক স্বাস্থ্য বা আবেগগত সংকটের মতো সংবেদনশীল বিষয়ে কথোপকথনের ক্ষেত্রেও আরও দায়িত্বশীল প্রতিক্রিয়া দেওয়ার কথা জানিয়েছে ওপেনএআই।

চ্যাটজিপিটি ৫.২ ধাপে ধাপে প্লাস, প্রো, গো, বিজনেস ও এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হবে। তিন মাসের মধ্যে চ্যাটজিপিটি ৫.১ সংস্করণের ব্যবহার বন্ধ হয়ে যাবে।

সূত্র: টেকরাডার

সম্পর্কিত নিবন্ধ

  • চালু হলো চ্যাটজিপিটির নতুন সংস্করণ
  • মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটি-মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা
  • চ্যাটজিপিটিতে সরাসরি অ্যাডোবি ফটোশপ, এক্সপ্রেস ও অ্যাক্রোব্যাট ব্যবহার করার সুযোগ