চা বিক্রেতা ইদ্রিস মোল্লার পাশে কোহিনূর কেমিক্যাল
Published: 13th, January 2025 GMT
নারায়ণগঞ্জের চা বিক্রেতা ইদ্রিস মোল্লার (৭৬) পাশে দাঁড়িয়েছে কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। গতকাল রোববার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে কোহিনূর কেমিক্যালের প্রধান কার্যালয়ে ইদ্রিস মোল্লার হাতে এক লাখ টাকা তুলে দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম। যেকোনো প্রয়োজনে ইদ্রিস মোল্লার পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তিনি।
নারায়ণগঞ্জ শহরের দেওভোগ থেকে ইদ্রিস মোল্লাকে গতকাল দুপুরে তেজগাঁওয়ে নিয়ে যান কোহিনূর কেমিক্যালের একজন প্রতিনিধি। বিকেলে প্রতিষ্ঠানটির সম্মেলনকক্ষে ইদ্রিস মোল্লার পরিবারের খবরাখবর নেন রেজাউল করিম। পরে তিনি ইদ্রিস মোল্লার হাতে এক লাখ টাকা তুলে দেন এবং তাঁর পরিবারের শুভকামনা জানান। এ সময় কোহিনূর কেমিক্যালের জ্যেষ্ঠ সহসভাপতি (ব্র্যান্ড) গোলাম কিবরিয়া সরকার উপস্থিত ছিলেন।
আর্থিক সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ইদ্রিস মোল্লা। তিনি প্রথম আলোকে বলেন, এভাবে নিজের জীবনের গল্প পত্রিকায় ছাপা হবে এবং তা দেখে তাঁকে কেউ সহায়তা করবে, এমনটা তিনি কখনো ভাবেননি। দীর্ঘদিন তিনি ঠান্ডাজনিত অসুস্থতায় ভুগছেন। এই টাকা দিয়ে চিকিৎসার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসাকে বড় করার উদ্যোগ নেবেন।
আরও পড়ুন‘শহর ধনী অইলো, আমরা গরিবই রইয়া গেলোম’০৬ জানুয়ারি ২০২৫গোলাম কিবরিয়া সরকার বলেন, ‘প্রথম আলোর অনলাইন থেকে আমাদের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় প্রতিবেদনটি পড়ার পর ইদ্রিস মোল্লার পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেন। আমরা তখন আমাদের নারায়ণগঞ্জের আঞ্চলিক বিপণন ব্যবস্থাপকের (আরএম) মাধ্যমে ইদ্রিস মোল্লাকে খুঁজে বের করি। পরে তাঁকে আমাদের তেজগাঁও কার্যালয়ে নিয়ে আসা হয়। আমরা তাঁকে সহায়তা করেছি। প্রয়োজনে ভবিষ্যতেও আমরা তাঁর পাশে থাকব।’
প্রান্তিক মানুষের গল্প তুলে আনার জন্য গোলাম কিবরিয়া সরকার প্রথম আলোকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘প্রথম আলো দেশের আনাচকানাচে খুঁজে খুঁজে প্রান্তিক মানুষের দুঃখ–দুর্দশার চিত্র তুলে আনে। আগেও প্রথম আলোর প্রতিবেদন দেখে কোহিনূর কেমিক্যাল নানান সময় মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।’
৬ জানুয়ারি ‘শহর ধনী অইলো, আমরা গরিবই রইয়া গেলোম’ শিরোনামে ইদ্রিস মোল্লাকে নিয়ে প্রথম আলো অনলাইন সংস্করণে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। মুন্সিগঞ্জে অবস্থাপন্ন কৃষক পরিবারের জন্ম নেওয়া ইদ্রিস মোল্লা আদম পাচারকারী চক্রের প্রতারণার শিকার হয়ে এখন সর্বস্বান্ত। ভিটেমাটিহীন ইদ্রিস মোল্লা দুই ছেলে ও তিন মেয়ে নিয়ে এখন নারায়ণগঞ্জ শহরের দেওভোগে বসবাস করেন। দুই ছেলের আয়ে সংসার চলে না। বৃদ্ধ বয়সে তিনি রাতভর শহরের গ্রিন্ডলেস ব্যাংকের মোড়ে বসে চা বিক্রি করেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঈদের সুবাদে সকল ভেদাভেদ ভুলে, মানবতার কল্যাণে কাজ করতে হবে : সাখাওয়াত
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তায় নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারক জানিয়ে সকলের মঙ্গল কামনা করেছেন।
তিনি বলেন, দীর্ঘ এক মাস পবিত্র সিয়াম সাধনার মধ্য দিয়ে রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান এসেছিল। তার পর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর এসেছে।
পবিত্র রমজান সকলকে হিংসা-বিদ্বেষ, মারামারি, পরনিন্দা ছেড়ে দিয়ে আত্মসংযম অর্জন করতে শিখায় এবং আল্লাহর ভয় অর্জনের শিক্ষা দেয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে আনে। ঈদুল ফিতরে সবার জীবনে বয়ে আসুক অনাবিল আনন্দ ও সুখ-শান্তি।
সাখাওয়াত হোসেন খান আরও বলেন, ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন হাসি-খুশি ও পূর্ণতায় ভরে উঠুক। এই সুবাদে সকল ভেদাভেদ ভুলে, সকলকে মানবতার কল্যাণে কাজ করতে হবে।
এছাড়াও সাখাওয়াত ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সহ দেশে ও বিদেশে অবস্থানরত রাজনৈতিক সহযোদ্ধাসহ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।