সুরকার ও গীতিকার প্রিন্স মাহমুদের কথা ও সুরে ‘জনম জনম’ শিরোনামে গান গেয়েছেন সংগীতশিল্পী তাহসান রহমান খান ও আতিয়া আনিসা। রোমান্টিক গানটির নির্মাতা এম রাহিমের মুক্তির অপেক্ষায় থাকা ‘জংলি’ সিনেমায় থাকবে।

প্রিন্স মাহমুদের সুরে গাইতে পেরে গর্বিত তরুণ গায়িকা আতিয়া আনিসা। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বাংলা সংগীতের অন্যতম কিংবদন্তি সুরকার প্রিন্স মাহমুদের সুরে গান গাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। তাঁর সুরের গভীরতা এবং আবেগ সব সময়ই আমার কাছে অনুপ্রেরণার উৎস। এ যাত্রায় তাঁর সুরে কণ্ঠ দেওয়ার সুযোগ পেয়ে নিজেকে সত্যিই গর্বিত ও সম্মানিত বোধ করছি।’

আরও পড়ুনদেশজুড়ে তোলপাড় কর‌বে না, কিন্তু গানটা বেঁচে থাক‌বে: তাহসান০৬ জানুয়ারি ২০২৫

ভালোবাসা দিবসে ‘জনম জনম’ প্রকাশিত হবে। আতিয়া বলেন, ‘প্রিন্স ভাইয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভীষণ দারুণ। অনেক কিছু শেখার আছে। শিখেছিও অনেক কিছু।’

গানের সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাবে ‘জংলি’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তিনি ছাড়াও বুবলী, দীঘিসহ আরও অনেকে অভিনয় করেছেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ভোলা-বরিশাল সেতুর দাবিতে ঢাকায় মানববন্ধন

একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ, ঘরে ঘরে গ্যাস–সংযোগ ও ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন ভোলার বাসিন্দারা। রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘আগামীর ভোলা’ নামের একটি সংগঠনের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন আগামীর ভোলার মুখপাত্র ও সাংবাদিক মীর মোহাম্মদ জসিম। সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাতব্বর। ভোলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমাবেশে অংশ নেন।

সমাবেশে মোহাম্মদ জসিম বলেন, ভোলা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী দ্বীপজেলা। এখানে প্রায় ৩০ লাখ মানুষের বসবাস। শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক অধিকারে ভোলাবাসী দেশের অন্যান্য জেলার তুলনায় অনেক পিছিয়ে। অথচ ভোলায় বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে। তাই ঘরে ঘরে গ্যাস–সংযোগ ও গ্যাসভিত্তিক শিল্প উন্নয়নের দাবি জানান তিনি।

সম্পর্কিত নিবন্ধ