গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শাখার সহকারী শিক্ষক বশির উদ্দিনের ওপর হামলাকারী গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনিকে দলের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে  জানানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

চিঠিতে আরও বলা হয় বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নিবে না। যুবদলের দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার সকালে কালিয়াকৈরের চন্দ্রা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শাখার সহকারী শিক্ষক বশির উদ্দিনকে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনির নেতৃত্বে ৭-৮ জন যুবক স্কুলের অফিস থেকে টেনেহিঁচড়ে বের করে বেধম মারধর করে গুরুতর আহত করে। এ সময় স্কুলে প্রাক্তন ছাত্র রিজভি আহমেদ রাজিব শিক্ষক বশির উদ্দিনকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও বেদম মারধর করা হয়। একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এসে শিক্ষক বশির উদ্দিন ও শিক্ষার্থী রিজভি আহমেদ রাজীবকে উদ্ধার করে। পরে তাদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় রাশেদুল ইসলাম রনিকে প্রধান আসামি করে পৃথক দুটি অভিযোগ দিয়েছেন। কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, অভিযোগ পেয়ে তদন্তকাজ শুরু করা হয়েছে। আসামিদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আবার বিতর্কে মরিনিও, এবার টিপে দিলেন প্রতিপক্ষ কোচের নাক

জোসে মরিনিও ও বিতর্ক—সমার্থক শব্দই হয়ে গেছে। পর্তুগিজ তারকা কোচ সর্বশেষ বিতর্কে জড়ালেন গতকাল রাতে টার্কিশ কাপের কোয়ার্টার ফাইনাল শেষে। ঘরের মাঠে উত্তপ্ত এক ইস্তাম্বুল ডার্বিতে গালাতাসারাইয়ের কাছে ২–১ গোলে ফেনেরবাচের হেরে যাওয়ার পর মেজাজ ঠিক রাখতে পারেননি মরিনিও। দৌড়ে গিয়ে গালাতাসারাই কোচের নাক দুই আঙুল দিয়ে চেপে ধরেন চ্যাম্পিয়নস লিগজয়ী এই কোচ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গালাতাসারাই কোচ ওকান বুরুকের পেছনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে নাক ধরছেন মরিনিও। এরপর বুরুক মুখে হাত দিয়ে মাটিতে পড়ে যান। এ সময়ে মরিনিওকে সরিয়ে নেন অন্যরা।

ঝামেলা ম্যাচেও কম হয়নি। ফেনেরবাচে স্টেডিয়ামের এই ম্যাচে লাল কার্ড দেখেছেন তিনজন খেলোয়াড়। তাঁদের দুজন গালাতাসারাইয়ের, একজন ফেনেরবাচের। তিনজনই লাল কার্ড দেখেছেন ৯০ মিনিট পেরিয়ে যাওয়ার পর যোগ করা সময়ে সংঘর্ষে জড়িয়ে।

এমন উত্তপ্তই ছিল ফেনেরবাচে–গালাতাসারাই ম্যাচটি

সম্পর্কিত নিবন্ধ