চাকরিতে পুনর্বহালের দাবিতে আবারো সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন পুলিশের ৪০তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই)।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে সচিবালয়ের ১নং গেটের বিপরীতে ওসমানী উদ্যানের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

অবস্থান কর্মসূচি নিয়ে মনিরুল ইসলাম বলেন, “আমাদের কি অপরাধে এভাবে ভোগাচ্ছে জানি না। আমরা চাই এর একটা সুরাহা হোক। আমাদের পুনর্বহালের বিষয়ে আইজিপি মহোদয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ সব জায়গায় গিয়েছি কিন্তু কোনো সমাধান পাইনি।”

সাথী নামের আরেক চাকরিপ্রত্যাশী বলেন, “শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। কোনো স্লোগান নেই, বিক্ষোভ নেই। আমরা আমাদের দাবির পক্ষে দাঁড়িয়েছি। আমরা আশা করছি সরকার এ বিষয়ে দ্রুত একটা ইতিবাচক সিদ্ধান্ত নেবে।”

শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম ব্যাচের প্রশিক্ষণ শেষ হওয়ার মাত্র এক মাস আগে তাদের অব্যাহতি দেওয়া হয়।

ঢাকা/এএএম/ফিরোজ

.

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই: উপদেষ্টা রিজওয়ানা

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা রাজনীতিতে প্রবেশ করবে কি না তা সময় বলে দিবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৭৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, নতুন রাজনৈতিক দলের মাধ্যমে রাজনীতিতে একটি ইতিবাচক ধারার সৃষ্টি হচ্ছে। শুধু নতুনদের নিয়ে গঠিত বলেই যে সব সমস্যার সমাধান হবে ব্যাপারটা এমন নয়। রাজনৈতিক দলের সমালোচনা থাকাটাই স্বাভাবিক। এ সময় দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার বলেও মন্তব্য করেন তিনি।

লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুৎ মন্ত্রণালয়ের কাছে শুধু চাইলেই হবে না। এক্ষেত্রে আর্থিক সামর্থের বিষয়টিও মাথায় রাখতে হবে। এরইমধ্যে মন্ত্রণালয় থেকে এসির তাপমাত্রা পঁচিশে রাখতে বলা হয়েছে।

এম জি

সম্পর্কিত নিবন্ধ