বিপিএলে সিলেট পর্বের শেষ দিনের খেলায় মাঠে নেমেছে চিটাগং কিংস এবং সিলেট স্ট্রাইকার্স। নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় মাঠে নেমেছে দুই দল। টস জিতে সিলেট স্ট্রাইকার্স বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।

সিলেটের একাদশে দুইটি পরিবর্তন এসেছে। রাকিম কর্নওয়াল গ্রোয়েন ইনজুরিতে ছিটকে গেছেন। পেসার রিচ টপলি নেই হ্যামস্ট্রিং চোটে। একাদশে এসেছেন পল স্টারলিং ও নিহাদুজ্জামান। চিটাগং কিংস একই একাদশ নিয়ে মাঠে নেমেছে।

দুই দল এবারই প্রথম মুখোমুখি হয়েছে। প্রথম তিন ম্যাচ হারের পর সিলেট চতুর্থ ও পঞ্চম ম্যাচে জয় পায়। আজ তাদের বিপিএলে ষষ্ঠ ম্যাচ। জয় দিয়ে ঘরের মাঠে লড়াই শেষ করতে মুখিয়ে তারা। অন্যদিকে চিটাগং তিন ম্যাচে দুটিতে জিতেছে, হেরেছে একটিতে। প্রথম ম্যাচে ঢাকায় হারের পর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে জয়ের দেখা পায় তারা। চট্টগ্রামে মাঠে নামার আগে সিলেটে শেষটা ভালো করতে মুখিয়ে তারাও।

আরো পড়ুন:

‘টাইগার যখন ঘুরে তাকায়, সব বরবাদ হয়ে যায়’

৩৪৬ রানের ইনিংস খেলে ইরার রেকর্ড

সিলেট স্ট্রাইকার্স একাদশ:
আরিফুল হক, জর্জ মুনসে, পল স্টারলিং, রনি তালুকদার, জাকির হাসান, জাকের আলী অনিক, নাহিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, অ্যারোন জোন্স ও নিহাদুজ্জামান।

চিটাগং কিংস একাদশ:
মোহাম্মদ মিঠুন, পারভেজ হোসেন ইমন, উসমান খান, হায়দার আলী, শামীম হোসেন, গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ ওয়াসিম, নাবিল সামাদ, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও আলিস আল ইসলাম।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

বগুড়া‌র মি‌নি জাফলং‌য়ে গোসল কর‌তে গি‌য়ে শিশুর মৃত্যু

বগুড়ার শেরপুরে মিনি জাফলং নামে পরিচিত বাঙালি নদীতে গোসল করতে গিয়ে সাদাত হোসেন (১২) নামে এক শিশু প্রাণ হারিয়েছে।  

শুক্রবার (৪ এপ্রিল) সকালে সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজের নিচে বাঙালি নদীতে স্রোতের সাথে ভেসে শিশুটি ডুবে যায়। 

সাদাত হোসেন ধনুট উপজেলার বিল চাপরি গ্রামের ইকবাল হোসেনের ছেলে।

সাদাতের নানা মোখলেসুর রহমান জানান,  ঈদে শিশুটি আমার বাড়ি সুত্রাপুর বেড়াতে আসে।  আজ (শুক্রবার) সকালেই সে মিনি জাফলং নামে পরিচিত বাঙালি নদীতে অন্যান্য শিশুদের সাথে গোসল করতে যায়। এ সময় পা পিছলে পড়ে পানির স্রোতে ভেসে নদীর গভীরে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা পর তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটি উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ঢাকা/এনাম/টিপু

সম্পর্কিত নিবন্ধ