মরুর বুকে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে বড় পরাজয়ের স্বাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপের ম্যাচে বার্সার কাছে ৫-২ গোলের ব্যবধানে হেরে গেছে আনচেলত্তির দল। দলের এমন পারফরম্যান্সে হতাশ হয়ে এই খেলার মানকেই প্রশ্নবিদ্ধ করেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।  

এই ম্যাচ জিতলে লা লিগায় হারের শোধ নেওয়ার পাশাপাশি সুপার কাপের শিরোপা জেতার সুযোগ ছিল রিয়ালের। শুরুতে এগিয়ে যাওয়ায় সেই সম্ভাবনা জাগিয়েছিল আনচেলত্তির শিষ্যরা। তবে ম্যাচের বাকি সময়ে বার্সার দাপটে ছিটকে যায় রিয়াল। তাদের রক্ষণভাগ একের পর এক ভুল করে বার্সাকে সহজেই গোলের সুযোগ দেয়।  

ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘এটা খুব বাজে একটি রাত। আমাদের খেলায় অনেক ত্রুটি ছিল। আমরা যেমন খেলতে চেয়েছিলাম, সেটা করতে পারিনি। প্রথমার্ধে আমরা মূলত ফুটবল খেলিনি, লং বল খেলেছি। অথচ, এভাবে খেলার কোনো পরিকল্পনা আমাদের ছিল না। বিরতির সময় আমি খেলোয়াড়দের বলেছিলাম যে, আমরা হয়তো হারতে পারি, কিন্তু এমনভাবে হার নয়।’  

দলের রক্ষণভাগের ব্যর্থতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আনচেলত্তি। তিনি বলেন, ‘আমরা খুব বাজে ডিফেন্ড করেছি। এর ফলে বার্সেলোনা সহজেই গোল করার সুযোগ পেয়েছে। প্রচণ্ড চাপের মুখে আমাদের রক্ষণভাগ কার্যকরভাবে কাজ করতে পারেনি। এটি আমাদের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।’  

এই পরাজয় রিয়াল সমর্থকদের মতো কোচ আনচেলত্তিকেও হতাশ করেছে। তবে তিনি সামনে ভালো পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘জীবনের মতো ফুটবলেও জয়-পরাজয় থাকবে। আমাদের পরাজয় থেকে শিক্ষা নিতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে।’  

বার্সার বিপক্ষে এভাবে বিধ্বস্ত হওয়া রিয়ালের জন্য যেমন হতাশাজনক, তেমনি এল ক্লাসিকোর উত্তেজনায় মুগ্ধ ফুটবলপ্রেমীদের জন্যও এটি ছিল একপেশে এক ম্যাচ।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

এআইয়ের চমক নিয়ে বাজারে এল নতুন ফোন

এখন স্মার্টফোনের ব্যবহার শুধু প্রয়োজন থেকে নয়, স্টাইল ও সৃজনশীল কাজের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যমই বটে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মুঠোফোনের ব্যবহারে অন্য রকম অভিজ্ঞতা দিচ্ছে। সেই বিষয়কে মাথায় রেখে ইনফিনিক্স নোট ৫০ সিরিজ ফোনটি বাজারে এনেছে।

ফোনটির বিভিন্ন সুবিধা নিয়ে গত রোববার ঢাকায় একটি এক্সপেরিয়েন্স অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ফোনের বিভিন্ন সুবিধা সবার সামনে তুলে ধরা হয়। আয়োজনে নোট ৫০ সিরিজের চমক দেখাতে একটি ইন্টারঅ্যাকটিভ ইমারসিভ ওয়াকথ্রু জোন তৈরি করা হয়। নোট ৫০ সিরিজে ডিজাইন ও পারফরমেন্সকে গুরুত্ব দেওয়া হয়েছে। নোট ৫০ সিরিজের নান্দনিক নকশা, উজ্জ্বল ডিসপ্লে এবং আধুনিক এআই সুবিধাকে কেন্দ্র করে প্রযুক্তির ব্যবহার দেখানো হয় অনুষ্ঠানে। ফোনের এআই সুবিধা, স্লিম ডিজাইন, স্মুথ ডিসপ্লে, ফাস্ট চার্জিং প্রযুক্তি ও উন্নত ক্যামেরার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

ইনফিনিক্স নোট ৫০ সিরিজের স্মার্টফোন নিয়ে ট্রানশনের সিনিয়র ব্র্যান্ড ও মার্কেটিং কমিউনিকেশনস ম্যানেজার ইফতেখান সানি বলেন, প্রযুক্তির সর্বশেষ চমক ও ডিজাইনকে গুরুত্ব দিয়ে গ্রাহকের সামনে নতুন মোবাইল বাজারে এনেছি আমরা। গ্রাহককে মুঠোফোনের মাধ্যমে অনুপ্রেরণা দিতে প্রযুক্তিগত ডিজাইনের বহুমাত্রিকতা দেখা যাবে এই ফোনে। ব্যবহারকারীদের সামনে শক্তিশালী পারফরম্যান্স ও নজরকাড়া ডিজাইনের চমক দেখাবে ইনফিনিক্স নোট ৫০ সিরিজের ফোনে।

নোট ৫০ প্রো স্মার্টফোনে রয়েছে আলট্রা-রেসিলিয়েন্ট আর্মরঅ্যালয় মেটাল ফ্রেম। ফোনটি যেকোনো পরিস্থিতিতে ব্যবহারের জন্য বেশ টেকসই। স্মার্টফোনটিতে ৯০ ওয়াট অল-রাউন্ড ফাস্টচার্জ ৩.০ প্রযুক্তির মাধ্যমে দ্রুত চার্জ দেয়া যায়। ফোনটিতে ম্যাগনেটিক প্রযুক্তির ৩০ ওয়াট ওয়্যারলেস ম্যাগচার্জের সুবিধা রয়েছে। তারবিহীন চার্জিংয়ের অভিজ্ঞতা পাওয়া যাচ্ছে ফোনটিতে।

স্মার্টফোনটিতে ওয়ান-ট্যাপ ইনফিনিক্স এআই সুবিধার মাধ্যমে দৈনন্দিন সব কাজ আরও সহজে করা যাচ্ছে। এআই সুবিধা ব্যবহারকারীর কাজের ধরন বুঝে বিভিন্ন অ্যাপ ও সেটিংস অপটিমাইজ করে বিভিন্ন কাজের সুযোগ রয়েছে। ফোনটিতে ৫০ মেগাপিক্সেল ওআইএস (অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন) নাইট মাস্টার ক্যামেরা রয়েছে। এই ক্যামেরা কম আলোতেও স্পষ্ট ছবি তুলতে সক্ষম। স্মার্টফোনে ৬.৭৮ ইঞ্চির এফএইচডি+ অ্যামোলেড ডিসপ্লের মাধ্যমে স্মুথ স্ক্রলিংয়ের অভিজ্ঞতা পাওয়ার সুযোগ রয়েছে।

ইনফিনিক্স নোট ৫০ প্রোর দাম ৩১ হাজার ৯৯৯ টাকা, নোট ৫০-এর দাম ২৭ হাজার ৯৯৯ টাকা। সিরিজের বিভিন্ন ফোন কেনা যাবে এই ওয়েবসাইট থেকে।

সম্পর্কিত নিবন্ধ

  • ফর্মে থাকা এনামুলে আত্মবিশ্বাসী গাজী আশরাফ
  • মানহীন পারফরম্যান্সে ক্রিকেট বাজারে অস্থিরতা
  • ইংল্যান্ড থেকে চ্যাম্পিয়নস লিগে খেলবে কারা
  • টেস্টে ম্যাচ প্রতি ৮ লাখ টাকা, তবুও শান্তদের ফর্মে খরা!
  • ‘বেতন বাড়াতে মনে হয় আপনারা খুশি না?’, সাংবাদিকদের প্রশ্ন নাজমুলের
  • সিলেট, জিম্বাবুয়ে ‘ভূত’ ও ‘বিটিভি যুগের’ বাংলাদেশ
  • ওয়ালপ্যাড ৯জি: অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ ওয়ালটনের নতুন অ্যান্ড্রয়েড
  • এআইয়ের চমক নিয়ে বাজারে এল নতুন ফোন
  • বিশ্বকাপে যাওয়ার বিশ্বাস ছিল জ্যোতির