রিয়ালকে উড়িয়ে বার্সেলোনা চ্যাম্পিয়ন
Published: 13th, January 2025 GMT
এ যেন ঠিক মৌচাকে ঢিল ছোড়ার মতো। রোববার দিবাগত রাতে জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে স্প্যানিশ সুপার কোপার ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ম্যাচের পঞ্চম মিনিটেই কিলিয়ান এমবাপ্পের গোল করে এগিয়ে নেন দলকে। তিনি যেন মৌচাকে ঢিল ছুড়লেন। এরপর বার্সা একের পর এক রিয়ালকে হুল ফোটাল। প্রথমার্ধেই চার-চারবার রিয়ালের জালে বল জড়াল। ছিটকে দিলো শিরোপা জয়ের সম্ভাবনার দুয়ার থেকে।
শেষ পর্যন্ত রিয়ালকে ৫-২ গোলে বিধ্বস্ত করে স্প্যানিশ সুপার কোপার রেকর্ড ১৫তম শিরোপা ঘরে তোলে কাতালানরা। অন্যদিকে শিরোপা জয়ে বার্সেলোনাকে ছোঁয়ার সুযোগ হারিয়ে আরও একবার রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো রিয়ালকে।
ম্যাচের পঞ্চম মিনিটে পাল্টা আক্রমণে উঠে এমবাপ্পের গোলে এগিয়ে যাওয়া রিয়ালকে ২২ মিনিটে সমতায় আনেন বার্সার উদীয়মান তারকা লামিনে ইয়ামাল। দারুণ দক্ষতায় ডি বক্সে ঢুকে গোল করেন তিনি।
আরো পড়ুন:
ফাইনালে রিয়াল, মুখোমুখি বার্সার
দাপুটে জয়ে শেষ ষোলোতে রিয়াল
৩৬ মিনিটের মাথায় পেনাল্টি পায় বার্সা। আর পেনাল্টি থেকে রবার্ট লেভানডোভস্কির গোলে এগিয়ে যায় তারা। ৩৯ মিনিটে সতীর্থের বাড়ানো লম্বা ক্রসে হেড নিয়ে রাফিনহা গোল পেলে ব্যবধান বেড়ে হয় ৩-১! বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে (৪৫+১০) আলেজান্দ্রো বালদে গোল করলে ৪-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় হানসি ফ্লিকের শিষ্যরা।
বিরতি থেকে ফিরেই রাফিনহা তার জোড়া গোল পূর্ণ করেন। তাতে বার্সেলোনা এগিয়ে যায় ৫-১ গোলে। অবশ্য একটু পরই দশজনের দলে পরিণত হয় বার্সা। ম্যাচের ৫৬ মিনিটে গোলরক্ষক ওজসিয়েচ সাজেসনি লাল কার্ড দেখেন।
৬০ মিনিটের মাথায় ফ্রি কিক পায় রিয়াল। ফ্রি কিক থেকে রদ্রিগো গোল করে ব্যবধান কমান (৫-২)। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল শোধ দিতে পারেনি রিয়াল। আর বার্সাও পারেনি ব্যবধান বাড়াতে। তাতে ৫-২ গোলে রিয়ালকে উড়িয়ে আরও একটি সুপার কোপার শিরোপা শোকেসে তোলে বার্সেলোনা।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মুত্যু
চুয়াডাঙ্গায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আহত ইয়াসিন আলী (২৪) ও মাহির তাজয়ার তাজ (১৫) নামে দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বুধবার (২ এপ্রিল) চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নবিননগরে একটি ও গত ২৭ মার্চ চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠের সামনে অপর দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাহির তাজওয়ার তাজ আলমডাঙ্গা উপজেলার গড়চাপড়া গ্রামের ইউসুফ আলী মাস্টারের ছেলে ও ইয়াসিন আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের দিদার আলীর ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদুর রহমান, জানান, অসাবধানতা ও বেপরোয়া মোটরসাইকেল ড্রাইভ করতে যেয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এই দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার বিকালে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নবিননগরে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহির তাজওয়ার তাজ গুরুতর আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। রাতে তার শারিরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরিবারের পক্ষ থেকে তাকে রাজশাহী নিয়ে যাওয়ার পথে রাত ৮ টার দিকে অ্যাম্বুলেন্সে মাহির মারা যায়।
অন্যদিকে গত ২৭ মার্চ চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠের সামনে ইয়াসিন আলী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী ট্রাকের নিচে পড়ে যায়। এসময় তার দুই পা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুঁড়িয়ে যায়। তাকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এবং পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। গত ৬ দিনের মাথায় বুধবার (২ এপ্রিল) রাত ১১টার দিকে ইয়াসিন মারা যায়।
দুটি দুর্ঘটনায় কোনো পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের না করায় সুরতহাল রিপোর্ট শেষে স্ব স্ব পরিবারের কাছে তাদের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/মামুন/টিপু