বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) আগের মতোই ব্যাংক থেকে চাঁদা তোলা শুরু করেছে। সম্প্রতি সংগঠনটি প্রধান উপদেষ্টার ত্রাণভান্ডারে কম্বল দিতে পরিমাণ উল্লেখ করে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে। পাশাপাশি ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনে মোট ৪ কোটি টাকা অনুদান দিতে চাঁদা নির্ধারণ করে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে সংগঠনটি।

বিএবির এই পদক্ষেপ বিস্মিত করেছে ব্যাংকের প্রধান নির্বাহীদের। ছয়টি ব্যাংকের প্রধান নির্বাহীরা বিএবির পক্ষ থেকে এ ধরনের চিঠি পাঠানোর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ব্যাংকগুলো থেকে বিভিন্ন ইস্যুতে চাঁদা আদায় করতেন। এরপর মালিকেরা মিলে সেই অর্থ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়ে আসতেন। বিনিময়ে ব্যাংকগুলো ব্যাংক কোম্পানি আইন ও নীতিমালার বিভিন্ন শর্ত থেকে ছাড় পায় বলে অভিযোগ রয়েছে। সে কারণে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএবি পর্ষদে পরিবর্তন আসে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরী প্রথম আলোকে বলেন, ‘বিএবি আগে গণহারে চাঁদাবাজি করে ব্যাংক খাতকে ডুবিয়েছে। নতুন কমিটিও একই কাজ শুরু করলে সেই উদ্যোগ অঙ্কুরেই বিনষ্ট করা দরকার। জনগণের আমানত নিয়ে আর ছিনিমিনি খেলা যাবে না। যে খাতে সামাজিক দায়বদ্ধতার টাকা খরচ করা যায়, সব ব্যাংক সেই সব খাতেই খরচ করবে। বিএবি এই টাকায় হাত দেওয়ার কেউ না।’

১৭ বছরে এক চেয়ারম্যান

২০০৮ সাল থেকে টানা ১৭ বছর বিএবির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিতি পান। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর নজরুল ইসলাম মজুমদারকে এক্সিম ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে বিএবির চেয়ারম্যান পদও হারান তিনি। সরকার বদলের পর নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বাধীন বিএবির দুই ভাইস চেয়ারম্যানও ব্যাংকের পরিচালক পদ হারান। তাঁরা হলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুস সামাদ। অপরজন হলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী।

রাজনৈতিক পটপরিবর্তনের আগে সর্বশেষ ‘শেখ হাসিনা আন্তব্যাংক ফুটবল টুর্নামেন্ট’ আয়োজন করে বিএবি। এ জন্যও ব্যাংকগুলো থেকে চাঁদা তোলা হয়। নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে বিএবি গত ১৫ বছরে বিভিন্ন ইস্যুতে ব্যাংকগুলো থেকে কয়েক হাজার কোটি টাকা তুলেছে বলে জানান ব্যাংকাররা। এ জন্য সরকার বদলের পর এসব টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ওঠে, দাবি ওঠে নিরীক্ষার।

ব্যাংকগুলো গত ১০ বছরে প্রায় তিন হাজার কোটি টাকা শুধু প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেয়। ২০২২ সালে কেন্দ্রীয় ব্যাংক এক নির্দেশনায় জানায়, ব্যাংকগুলোর সামাজিক দায়বদ্ধতা তহবিলের ৫ শতাংশ অর্থ প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট তহবিলে অনুদান হিসেবে জমা দিতে হবে। আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও এই নির্দেশনা মেনে চলতে বলা হয়।

জানা যায়, এবার ম্যারাথনের জন্য সর্বনিম্ন পাঁচ লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছে। বেসরকারি খাতের শীর্ষ পর্যায়ের একটি ব্যাংকের এমডি নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, গত ১৫ বছরে তিনি প্রায় আড়াই শ কোটি টাকা চাঁদা দিয়েছেন। সরকার বদলের পর চিঠি পেয়ে কম্বল কিনে জমা দিয়েছেন। ম্যারাথনের জন্য টাকা চেয়ে চিঠি এসেছে। এ সপ্তাহেই তা দেওয়া হবে। এভাবে চাঁদা আদায়ের ফলে ব্যাংকের সিএসআর কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।

নতুন কমিটিও আগের ধারাতেই

গত সেপ্টেম্বরে বিএবি নতুন অস্থায়ী (অ্যাডহক) কমিটি গঠন করে। চলতি মাসে তাঁরা পুনর্নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান হয়েছেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার। ভাইস চেয়ারম্যান হয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এবং ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী।

বিএবির ওয়েবসাইটে বলা হয়েছে, বিএবি একটি পরামর্শ সেবা দেওয়া সংগঠন। ব্যাংক খাতের যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করে থাকে বিএবি। সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংক, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অন্য নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে।

১৯৯৩ সালে বেসরকারি খাতের ৯ ব্যাংকের উদ্যোক্তারা মিলে বিএবি গঠন করেন। ব্যাংকগুলোর চাঁদায় পরিচালিত হয় বিএবির কার্যক্রম। এখন ৩৮টি ব্যাংক বিএবির সদস্য।

বিএবির কমিটিতে যুক্ত একজন ব্যাংক চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, বিএবি আগে যে ধারায় চলেছে, এখনো তা থেকে খুব একটা বের হতে পারেনি।

বিএবির নতুন কমিটি আগের চাঁদা আদায়ের বিষয়ে কোনো নিরীক্ষা করেনি বরং আগের ধারাতেই চলছে বলে বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। সর্বশেষ কম্বল ও ম্যারাথনের মতো আয়োজনের জন্য চাঁদা চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে সংগঠনটি। গত ১৫ ডিসেম্বর দেওয়া চিঠিতে প্রতিটি ব্যাংকের জন্য কম্বলের পরিমাণ নির্ধারণ করে জানিয়ে দেওয়া হয় যে প্রতিটি কম্বলের ওজন কমপক্ষে ১ হাজার ২০০ গ্রাম হতে হবে।

রাজনৈতিক পটপরিবর্তনের আগে সর্বশেষ ‘শেখ হাসিনা আন্তব্যাংক ফুটবল টুর্নামেন্ট’ আয়োজন করে বিএবি। এ জন্যও ব্যাংকগুলো থেকে চাঁদা তোলা হয়।

এরপর ৫ জানুয়ারি আরেক চিঠিতে বিএবির চেয়ারম্যান ব্যাংকগুলোকে জানান, আগামী ৭ ফেব্রুয়ারি ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন অনুষ্ঠিত হবে। সেখানে ৪ কোটি টাকা অনুদান দেওয়া হবে। এ জন্য ব্যাংকগুলোকে টাকার পরিমাণ নির্ধারণ করে ৮ জানুয়ারির মধ্যে বিএবির হিসাবে সেই অর্থ জমা দিতে বলা হয়। ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন আয়োজক কমিটি বিএবিকে যে চিঠি দিয়েছে তাতে মূল স্পনসরের জন্য সর্বোচ্চ চাঁদা চাওয়া হয়েছে ২ কোটি টাকা। ফলে কেন ৪ কোটি টাকা চাঁদা তোলা হচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠেছে।

দুটি বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, আগে শীত কিংবা গরম, ঝড় বা বৃষ্টি যেকোনো ইস্যু পেলেই ব্যাংক থেকে চাঁদা তোলা হয়েছে। এতে ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা তহবিল (সিএসআর) কার্যত শূন্য হয়ে পড়ে। এখনো একই পথে হাঁটছে বিএবি। এতে ব্যাংকগুলোর পক্ষে সত্যিকার সিএসআর কার্যক্রম শুরু করা যাচ্ছে না।

এ বিষয়ে বক্তব্য জানতে বিএবি নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা যায়নি।

গত দেড় দশকে সরকারের ওপর চাপ তৈরি করে ঋণের ৯ শতাংশ সুদহার নির্ধারণ, পরিচালকদের মেয়াদ বৃদ্ধির জন্য ব্যাংক আইন সংশোধন, বিভিন্ন ঋণ নীতিমালা শিথিল করতে সক্রিয় ভূমিকা রাখা ছাড়া বিএবিকে অন্য কোনো ভূমিকায় খুব একটা দেখা যায়নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিএবির চাঁদাবাজি বন্ধ করতে হবে। চাঁদার মাধ্যমে তারা শক্তিশালী হয়ে ওঠে, আইনও পরিবর্তন করে ফেলে। এর ফলে ব্যাংক খাতের করুণ অবস্থা দাঁড়িয়েছে। আইনে সিএসআরের অর্থের যে ব্যবহার হওয়ার কথা, শুধু সেই খাতে ব্যবহার করতে হবে। ব্যাংকগুলো নিজ উদ্যোগে এই অর্থ ব্যবহার করতে পারে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঋণাত্মক ঋণ হিসাবের নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণের সময় বাড়ল

শেয়ারবাজারের নেগেটিভ ইকুইটি বা ঋণাত্মক ঋণ হিসাবের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণের সময় বাড়ানো হয়েছে। শর্তসাপেক্ষে ৩১ ডিসেম্বর পর্যন্ত শেয়ারবাজারের ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো ঋণাত্মক ঋণ হিসাবের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতির ক্ষেত্রে ছাড় পাবেন।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক জরুরি সভায় আজ বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। এত দিন বিষয়টি নিয়ে জটিলতা দেখা দিয়েছিল। এ কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউসের মালিকদের সংগঠন ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন (ডিবিএ) ও মার্চেন্ট ব্যাংকারদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসইসি এ সিদ্ধান্ত নিয়েছে। বিএসইসির জরুরি সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএসইসি জানিয়েছে, এই সুবিধা নিতে হলে প্রত্যেক ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংককে তাদের ঋণাত্মক ঋণ হিসাব বা অনিরূপিত (আনরিয়ালাইজড) লোকসানের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতির সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য পরিকল্পনা তৈরি করতে হবে। সেই পরিকল্পনা সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদনসহ ৩০ জুনের মধ্যে কমিশনে জমা দিতে হবে। যারা এই পরিকল্পনা নির্ধারিত সময়ের মধ্যে জমা দেবে, তারা নিরাপত্তা সঞ্চিতির ক্ষেত্রে এই সুবিধা পাবে।

শর্তসাপেক্ষে এই সুবিধা দেওয়ার কারণ হিসেবে জানা যায়, ঋণাত্মক ঋণ হিসাব নিয়ে একেক প্রতিষ্ঠানের সমস্যা একেক রকম। কারও নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ বা প্রভিশনিং করতে হবে বেশি, কারও কম। এই বাস্তবতায় শর্তসাপেক্ষে এ সুবিধা দেওয়া হয়েছে। অতীতে সর্বজনীনভাবে বারবার সময় বাড়ানোর পরও প্রতিষ্ঠানগুলো এই সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নেয়নি। এ কারণে প্রতিষ্ঠানগুলো যেন নিজে থেকে এই সমস্যা সমাধানের পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নে পদক্ষেপ নেয়, সে জন্য শর্ত আরোপ করেছে বিএসইসি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সার্বিকভাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণে সময় বাড়ানো হলেও পরবর্তী সময়ে প্রতিষ্ঠানগুলোর পরিকল্পনাসাপেক্ষে প্রতিষ্ঠানভেদে এই সময়সীমা আরও বাড়তে পারে।

ঋণাত্মক ঋণ হিসাবের এই সমস্যা তৈরি হয় মূলত ২০১০ সালে শেয়ারবাজার ধসের পর। ওই ধসের পর শেয়ারের ব্যাপক দরপতনের কারণে শেয়ারের বিপরীতে দেওয়া বিপুল ঋণ আর আদায় করতে পারেনি প্রতিষ্ঠানগুলো। আবার শেয়ারের বাজার মূল্য কমে যাওয়ায় শেয়ার বিক্রি করেও পুরোপুরি ঋণ সমন্বয়ের সুযোগ নেই। সে জন্য এসব ঋণাত্মক ঋণ হিসাবের বিপরীতে এত দিন নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশনিংয়ে ছাড় পেয়ে আসছিল প্রতিষ্ঠানগুলো। সর্বশেষ গত ডিসেম্বরে এই সময় শেষ হয়। ফলে নিয়ম অনুযায়ী, ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোকে ঋণাত্মক ঋণের বিপরীতে শতভাগ নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণের বাধ্যবাধকতা দেখা দেয়। আবার ঋণ সমন্বয় করতে গিয়ে ঋণাত্মক ঋণ হিসাবে থাকা শেয়ার বিক্রির চাপও তৈরির সম্ভাবনা তৈরি হয়। উভয় ক্ষেত্রেই বাজারে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। এ কারণে ঋণাত্মক ঋণ হিসাব সমন্বয়ে আরও সময় চায় ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো। ডিবিএ ও বিএমবিএর পক্ষ থেকে এ বিষয়ে বিএসইসির হস্তক্ষেপ চাওয়া হয়। এ নিয়ে শেয়ারবাজারের শীর্ষ ২০ ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহীরা গত মঙ্গলবার বিএসইসির সঙ্গে বৈঠকও করেন।

বিএসইসিতে অনুষ্ঠিত ওই বৈঠকের পর এ বিষয়ে বিএসইসির পক্ষ থেকে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিএসইসির সঙ্গে বৈঠকে শীর্ষ ব্রোকারেজ হাউসের প্রতিনিধিরা ২০৩০ সাল পর্যন্ত ঋণাত্মক ঋণ হিসাব ও লোকসানে থাকা ডিলার হিসাবের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতিতে ছাড়ের দাবি জানিয়েছিলেন।

সম্পর্কিত নিবন্ধ