রাজশাহীর পুঠিয়ার বেলপুকুর এলাকায় ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে সারা দেশের সঙ্গে রাজশাহী ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। আজ সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে রাজশাহী-চিলাহাটি রুটে চলাচলকারী আন্তনগর ট্রেনটি লাইনচ্যুত হয়।

রাজশাহী থেকে ছেড়ে আসার কিছুক্ষণ পর বেলপুকুরে লাইনচ্যুত হয় ট্রেনটি। রাজশাহী রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক মঈন উদ্দিন আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, ট্রেনটির দুটি চাকা রেললাইনের বাইরে চলে গেছে। উদ্ধারকাজ চলমান।

মঈন উদ্দিন আরও বলেন, রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যাওয়া দিনের প্রথম ট্রেন এটি। ফলে আজ সকাল থেকেই রাজশাহী স্টেশন থেকে অন্য ট্রেনের চলাচল বন্ধ হয়ে পড়ে। বর্তমানে (সকাল ১০টা পর্যন্ত) রাজশাহী স্টেশনে বনলতা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন আটকে ছিল। ট্রেন দুটি সকাল সাতটায় ও সাড়ে সাতটার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল, তবে ঢাকা বা অন্য অঞ্চল থেকে রাজশাহী অভিমুখী ট্রেনগুলোর চলাচল আপাতত স্বাভাবিক আছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুষ্টিয়ায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ মার্চ) সন্ধ্যা থেকে রাত দেড়টা পর্যন্ত সময়ের মধ্যে সদর ও খোকসা উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মশাররফ হোসেন তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘গত রাতে সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’’

আরো পড়ুন:

চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ১০

চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭

নিহতরা হলেন- রাহাত ইসলাম পলাশ (৩০) ও ফাহিম অনিক (২৩)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে। আহত যুবকের নাম তানভীর গণি (২৩)।

এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দি‌কে খোকসা উপজেলার বিলজা‌নি বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিট‌কে পড়ে মঈনুদ্দিন শেখ (৭০) নামের এক নির্মাণশ্রমিক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার শিমু‌লিয়া গ্রামের মৃত চতুর আলীর ছেলে।

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ