শরীয়তপুর জেলার প্রায় সাড়ে ২৬ হাজার নলকূপে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া গেছে। এসব নলকূপের পানি পরীক্ষা করে আর্সেনিকের এই অসহনীয় মাত্রা পেয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।  এসব নলকূপের পানি খাওয়া ঝুঁকিপূর্ণ। এ কারণে অধিদপ্তরের কর্মকর্তারা এসব নলকূপে লাল রং দিয়ে চিহ্নিত করে দিয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা প্রতি লিটারে দশমিক শূন্য ৫ মিলিগ্রাম হলেও শরীয়তপুরের এই নলকূপগুলোর পানিতে প্রতি লিটারে শূন্য দশমিক ১ মিলিগ্রাম আর্সেনিকের মাত্রার উপস্থিতি পাওয়া গেছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৬০ দশকে প্রতি লিটার পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা নির্ধারণ করে দশমিক শূন্য ৫ মিলিগ্রাম। এরপর ১৯৯৩ সালে তা দশমিক শূন্য ১ মিলিগ্রামে কমিয়ে আনা হয়; কিন্তু বাংলাদেশ ১৯৬৩ সালের সেই মাত্রা আর পরিবর্তন করেনি। 

শরীয়তপুরের সিভিল সার্জন আবুল হাদি মোহাম্মদ শাহ্ পরান প্রথম আলোকে বলেন, ‘পানিতে সহনীয় মাত্রায় আর্সেনিক থাকে। সেই মাত্রার চেয়ে বেশি মাত্রায় আর্সেনিক আছে এমন পানি পান করলে আর্সেনিকোসিস রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এতে মানুষের ত্বকের ক্ষতি হয়। তা ছাড়া ওই পানি নিয়মিত পান করলে লিভার, ফুসফুস ও কিডনি ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন ওই পানি পান করলে ক্যানসারে আক্রান্তের ঝুঁকিও থাকে। গ্রামপর্যায়ে আমাদের স্বাস্থ্যকর্মীরা অসনীয় মাত্রায় আর্সেনিক রয়েছে, এমন নলকূপের পানি পান না করার ব্যাপারে প্রচারণা চালাচ্ছেন।’ 

শরীয়তপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, শরীয়তপুর জেলায় ১ লাখ ৪২ হাজার ২৬৩টি নলকূপ রয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ‘আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের’ আওতায় ২০২২–২৩ অর্থবছরে শরীয়তপুরের ৬৪টি ইউনিয়নের এসব নলকূপের পানি পরীক্ষা করা হয়। ১ হাজার ১৫০ জন স্বেচ্ছাসেবক এই পরীক্ষার কাজ করেন । তাঁরা ২৬ হাজার ৪২৯টি অগভীর নলকূপের পানি পরীক্ষা করে আর্সেনিকের অসহনীয় মাত্রা পান। এরপর তাঁরা ওই নলকূপগুলো লাল রং দিয়ে চিহ্নিত করে দিয়েছেন। 

শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নের আড়িগাঁও এলাকার মোতালেব মিয়ার বাড়ির অগভীর নলকূপের পানিতে আর্সেনিকের মাত্রা বেশি পাওয়া গেছে। ওই নলকূপও লাল রং করে দেওয়া হয়েছে।

মোতালেব মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমার বাড়িতে আর কোনো নলকূপ নেই। নলকূপের পানি পরীক্ষা করার পর মাত্রাতিরিক্ত আর্সেনিক রয়েছে বলে জানা যায়। এরপর থেকে আমরা ওই পানি খাওয়া বন্ধ করে দিয়েছি। গ্রামের আরেকটি বাড়ির গভীর নলকূপ থেকে খাওয়ার পানি সংগ্রহ করি।’

শরীয়তপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফজলুল হক প্রথম আলোকে বলেন, ‘অসহনীয় মাত্রায় আর্সেনিক রয়েছে এমন নলকূপের পানি পান করা যাবে না। তবে ওই পানি গৃহস্থালির কাজে ব্যবহারে কোনো অসুবিধা নেই। যেসব নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া গেছে, সেগুলো আমাদের তদারকিতে আছে। ওই নলকূপগুলো অকেজো বন্ধ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কিউইদের ২৫০ রানের লক্ষ্য দিল ভারত  

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানকে দাপটের সঙ্গে হারানোর পর নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। ৩০ রানে টপ অর্ডারের তিন ব্যাটার রোহিত শর্মা, শুভমন গিল ও বিরাট কোহলিকে হারায় তারা। সেখান থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে ২৪৯ রানের পুঁজি পেয়েছে ভারত। 

টস হেরে ব্যাট করতে নামা ভারতীয় ব্যাটিং অর্ডারে প্রথম ধাক্কা দেন কাইল জেমিনসন। দারুণ ছন্দে থাকা গিলকে (১৫) ফেরান তিনি। এরপর ম্যাট হেনরির বলে সাজঘরে ফেরেন রোহিত (২) ও বিরাট (১১)। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করা বিরাট পয়েন্টে গ্লেন ফিলিপসের হাতে দুর্দুান্ত এক ম্যাচ হয়ে ফিরে যান। 

এরপর চারে নামা শ্রেয়াস আইয়ার ও পাঁচে নামা অক্ষর প্যাটেল ৯৮ রানের জুটি গড়েন। অক্ষর ৬১ বলে ৪২ রান করে আউট হন। তিনটি চারের সঙ্গে একটা ছক্কা মারেন তিনি। কেএল রাহুলের সঙ্গে ৪৪ রানের জুটি দিয়ে আউট হন আইয়ার। তিনি দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস খেলেন। ৯৮ বলের ইনিংস চারটি চার ও দুটি ছক্কায় সাজান। 

রাহুল সেট হলেও ইনিংস বড় করতে পারেননি। তিনি ২৯ বলে ২৩ রান করে আউট হন। হার্ডিক পান্ডিয়া দলকে আড়াই’ ছোঁয়া পুঁজি এনে দেন। তার ব্যাট থেকে ৪৫ বলে ৪৫ রানের ইনিংস আসে। চারটি চারের সঙ্গে দুটি ছক্কা মারেন এই ব্যাটার। 

ভারতের ব্যাটিং  অর্ডার ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন হেনরি। টপ অর্ডারে ধস নামানো এই পেসার ৮ ওভারে ৪৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। জেমিনসন, ওরর্কি, মিশেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্র একটি করে উইকেট নেন। গ্রুপের এই শেষ ম্যাচের ফলের ওপর নির্ভর করছে সেমিফাইনালে কে কার মুখোমুখি হবে। জিতলে ভারত ফাইনালের লড়াইয়ে অস্ট্রেলিয়াকে পাবে। হারলে খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। 

সম্পর্কিত নিবন্ধ

  • মানুষ শূন্য থেকে আসে, আবার শূন্যে ভেসে যায়
  • ধর্ষণচেষ্টার ঘটনায় সালিস বসালেন বিএনপি নেতা
  • মেজাজ হারালেন শান্ত, বড় হারে আবাহনীর শুরু
  • মৃত্যুর আগ পর্যন্ত আর আ.লীগ করব না: কাঠগড়ায় কামাল মজুমদার
  • আমি মৃত্যুর আগ পর্যন্ত আর আ.লীগের রাজনীতি করব না: কাঠগড়ায় কামাল মজুমদার
  • শেয়ারের মূল্যবৃদ্ধির পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই: এস আলম কোল্ড রোলড স্টিলস
  • সোসিয়েদাদকে উড়িয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সেলোনা
  • বিজয়ের সঙ্গে প্রিয়াঙ্কার রসায়ন, যা বললেন মধু চোপড়া
  • উচ্চশিক্ষায় বেছে নিতে পারেন ডেনমার্ক
  • কিউইদের ২৫০ রানের লক্ষ্য দিল ভারত