হারারেতে শুরু হয়েছিল, মিরপুরে শেষ। মাঝে কেটে গেছে ১৭ বছর। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ৮ বলে ৫ রানের এক ইনিংস দিয়ে ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব তামিম ইকবালের। শেষটা হয়েছে ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ৫৮ বলে ৪৪ রানের ইনিংস দিয়ে।

মাঝের এই ১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেটে ১৫২৫৪ রান তুলতে তামিম যে ৪৫২টি ইনিংস খেলেছেন, তার অনেকগুলো বদলে দিয়েছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাস, অনেক ইনিংসে ক্রিকেট বিশ্বই নতুন করে চিনেছে বাংলাদেশকে।

আরও পড়ুনতামিম, সেসবই তাহলে মনে রাখি১১ জানুয়ারি ২০২৫

২০০৭ বিশ্বকাপে পোর্ট অব স্পেনে ভারতের বিপক্ষে যে সাহসী ও উদ্ধত এক তরুণকে চিনেছিল ক্রিকেট বিশ্ব, অবসরের পর তাঁকে অন্তত পারফরম্যান্সের বিচারে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান বলতে দ্বিধা থাকার কথা না কারোরই। তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ২২ বার ম্যাচসেরা হয়েছেন, ৭ বার সিরিজ–সেরা। আবার ম্যাচ বা সিরিজ–সেরা না হয়েও এ দেশের ক্রিকেটপ্রেমীদের মনে চিরকাল জায়গা করে নেওয়া ইনিংসও কী কম তামিমের! দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারে তামিমের সেরা ইনিংসগুলো বেছে নিতে বললে অনেকেই অনেক রকম তালিকা করবেন। আচ্ছা, কাজটা যদি তামিম নিজে করেন? মানে, তামিমের চোখে তাঁর সেরা ইনিংস কোনগুলো?

গত শুক্রবার রাতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ময়মনসিংহে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

ময়মনসিংহে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে রায়হান নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রায়হান নগরীর কলেজ রোড একাডেমী এলাকার শাহপরান ও শারমিন আক্তারের ছেলে। বৃহস্পতিবার রাত ৮টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল টাউন হলে ঈদগাহ মাঠের পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ময়মনসিংহ ইউনিটের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন। ফায়ার সার্ভিস ও পরিবার সূত্র জানায়, সকাল ১ টায় নিহত রায়হান ও তার বন্ধুরা মিলে আঞ্জুমান ঈদগাহ মাঠে খেলতে গিয়েছিল। খেলা শেষে সবাই পুকুরে নামে। গোসল শেষে সবাই উঠে এলেও রায়হানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারা গিয়ে বিকেলে পরিবারের কাছে খবর দেয়। 

পরে পরিবারের পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে জানানো হলে, ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। রাত ৮টার দিকে রায়হানকে ডুবুরি দল উদ্ধার করে। 

স্টেশন অফিসার জুলহাস উদ্দিন সমকালকে জানান, শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিভাবকের অসচেতনতা এবং সাঁতার না জানার কারণে এমন ঘটনা ঘটেছে।

সম্পর্কিত নিবন্ধ