Samakal:
2025-04-03@04:27:24 GMT

দেরি করে ফেললেন লিটন

Published: 13th, January 2025 GMT

দেরি করে ফেললেন লিটন

খালেদ মাহমুদ সুজন কয়েক দিন আগে বলেছিলেন, লিটন কুমার দাসের ব্যাটিংয়ের ভক্ত তিনি। জাতীয় দলের সব সংস্করণে নিয়মিত দেখতে চান উইকেটরক্ষক এ ব্যাটারকে। কিন্তু ছবির মতো ব্যাটিং করা লিটন যে রানের ছবি আঁকতে পারছেন না অনেক দিন ধরে। এক-দুটি দারুণ শটে জ্বলে ওঠার বার্তা দিয়েও ধপ করে নিভে যেতে দেখা যাচ্ছে তাঁকে। ওয়ানডে ক্রিকেটে এতটাই খারাপ সময় পার করছেন, শেষ ১৩ ইনিংসে কোনো ফিফটি নেই। শেষের ৭ ইনিংসে আউট হয়েছেন এক অঙ্কের রানে। লিটনের অধারাবাহিকতার ধারাবাহিকতা নির্বাচকদের আস্থার জায়গা নড়বড়ে করে দিয়েছে। 

টিম ম্যানেজমেন্টের ভরসার জায়গায়ও ছিলেন না ডানহাতি এ ব্যাটার। তাই গতকাল ঘোষিত চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ জনের দলে রাখা হয়নি লিটনকে। তাঁর জায়গায় নেওয়া হয়েছে উদীয়মান ওপেনার পারভেজ হোসেন ইমনকে। এক দিনের ক্রিকেটে এখনও যাঁর অভিষেক হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির দল যখন চূড়ান্ত করা হয়ে গেছে, লিটন তখন রানে ফেরার বার্তা দেন। নির্বাচকদের আস্থা হারানো লিটন শেষ দুই ম্যাচে খেলেন দুটি বড় ইনিংস। গতকাল ওয়ানডে দল থেকে বাদ পড়ার খবর শুনে নেমেছিলেন ম্যাচ খেলতে। দুর্বার রাজশাহীর বিপক্ষে হার না মানা ৫৫ বলে ১২৫ রানের ইনিংস খেলেন। লিটনের এই ইনিংস দেখার পর টিম ম্যানেজমেন্টের আক্ষেপ হওয়ার কথা। একজন নির্বাচক তো সমকালকে বলেই দেন, ‘এক সপ্তাহ দেরি হয়ে গেছে।’

ইমন ছাড়া কোনো চমক নেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে না থাকা নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয় দলে ফিরেছেন। পিতৃত্বকালীন ছুটিতে থাকা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান দলে ফেরায় জায়গা হারাতে হয়েছে হাসান মাহমুদকে। যদিও উইন্ডিজ সফরে খেলেছে পাঁচ পেসার নিয়ে। সাকিব আল হাসানকে নিয়ে অনেক আলোচনা হলেও তাঁকে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেওয়া হবে না, তা জানাই ছিল ক্রিকেটানুরাগীদের। তবে সাকিবের চেয়েও বড় ধাক্কা হয়ে এসেছে লিটনের বাদ পড়া। 

এ ব্যাপারে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কাছে জানতে চাওয়া হলে দল ঘোষণার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ছন্দে না থাকা, আউটের ধরন অনেকটা একই রকম। সাদা বলে পাওয়ার প্লেতে যে সুবিধা নেওয়া দরকার, উইকেটে থাকতে পারছে না। স্ট্রাইক রেট বাড়ছে। তিন নম্বর এক্সপোজ হয়ে যাচ্ছে। তবু সুযোগ দিয়েছিলাম। কিন্তু আস্থার জায়গাটা এই মুহূর্তে সেই অবস্থানে নেই। দ্বিতীয়ত সৌম্য ও তামিম জুটি হিসেবে ভালো করছে। এই দুইজন সম্ভবত ইনিংস শুরু করবে। তাই প্রথম একাদশে লিটনের জায়গা নেই। তার ক্লাস নিয়ে সন্দেহ নেই। ফর্মে সংকট দেখা দিলে সেখান থেকে বের করতে যদি কাজ করতে পারি, তাহলে তাকে ভালোভাবে বের করে আনতে পারব। আমাদের বিশেষজ্ঞরা কাজ করার সুযোগ পাবে এই সময়ে।’

সাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা থাকায় বিবেচনা করা হয়নি বলে জানান প্রধান নির্বাচক। যদিও ব্যাটার সাকিবও জাতীয় দলে খেলার যোগ্য। তাই কানাঘুষার সূত্র ধরে সংবাদ সম্মেলনে লিপুর কাছে জানতে চাওয়া হয়েছিল সাকিবের ব্যাটারে সরকারের দিক থেকে সবুজ সংকেত ছিল কিনা। এ ব্যাপারে মন্তব্য করতে চাননি লিপু। তবে ইমনকে দলে নেওয়ার কারণ ব্যাখ্যা করেন তিনি, ‘ওর হয়তো হিউজ কোনো কন্ট্রিবিউশন নেই। তবে আমাদের যেটা মনে হয়েছে, আমরা যেটা খুঁজছি.

.. পাওয়ার প্লেতে আক্রমণাত্মক ব্যাটিং, সেটা ওর মধ্যে আছে। বিকল্প কাউকে লাগলে সে (তানজিদ-সৌম্যর মতো) একই মেজাজে খেলতে পারবে। দলকে জেতাতে মূল লক্ষ্য ঠিক রাখতে সে সব সময় আক্রমণাত্মক থাকে। এটা একটা বড় বিবেচনার বিষয়। সামনে হয়তো সে অবদান রাখতে পারবে। তাই বড় টুর্নামেন্টে তাকে নেওয়া হয়েছে।’

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

রাজধানীতে ছিনতাইকারীর ছুরি ও চাপাতির আঘাতে আহত ৩

রাজধানীর যাত্রাবাড়ী, মোহাম্মদপুর ও মীরহাজিরবাগে ছিনতাইকারীদের ছুরি ও চাপাতির আঘাতে তিন ব্যক্তি আহত হয়েছেন। দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এক জন প্রাথমিক চিকিৎসা গ্রহণ শেষে বাসায় ফিরে গেছেন।

আহতরা হলেন—সেন্টমার্টিন সি ভিউ ট্রাভেল এজেন্সির সুপারভাইজার মোহাম্মদ ইমন (২১), ফুডপান্ডার ডেলিভারি ম্যান মানিক মিয়া (১৮) এবং সিএনজি অটোরিকশার চালক পান্নু মাতুব্বর (৪০)। ঢামেক পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (২ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ীর সায়দাবাদ রেল ক্রসিংয়ের সামনে চার-পাঁচ জন ছিনতাইকারী মোহাম্মদ ইমনকে আক্রমণ করে। তাদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইমন। সকাল সাড়ে ৭টার দিকে ইমনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ইমনের বন্ধু নাঈম হোসেন বলেন, বুধবার ভোরে মতিঝিলের কর্মস্থল থেকে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে সায়দাবাদ বাস স্ট্যান্ড যাওয়ার পথে সাদাবাদ রেল ক্রসিংয়ের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন ইমন। তাকে ছুরিকাঘাত করে ব্যাগে থাকা ১০ হাজার টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। আমরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে আসি। ইমনের কোমরের নিচে ও ডান উরুতে ছুরিকাঘাত করা হয়েছে। ইমনের বাড়ি বরিশাল জেলার কাউনিয়া থানার কাউনিয়া গ্রামে। তার বাবার নাম নয়ন মিয়া।

মঙ্গলবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন মানিক মিয়া (১৮)। তাকে রাত সাড়ে ১২টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

মানিকের দুলাভাই মো. সুমন বলেন, আমার শ্যালক মানিক ফুডপান্ডায় ডেলিভারি ম্যান হিসেবে কাজ করে। রাতে সে ডেলিভারির কাজে মোহাম্মদপুর এলাকায় আসার পথে তিন-চার জন ছিনতাইকারী তার পথ রোধ করে। তারা ব্যাগ নিয়ে টানাটানি করলে মানিক বাধা দেয়। ছিনতাইকারীরা মানিকের বুক, পিঠ ও উরুতে ছুরিকাঘাত করে ব্যাগ এবং মোবাইল ফোন নিয়ে যায়। আমরা খবর পেয়ে মানিককে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি। মানিকের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী থানা এলাকায়। তার বাবার নাম মোহাম্মদ সালাউদ্দিন।

মঙ্গলবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মীরহাজিরবাগের ইঞ্জিনিয়ার গলির সামনে ছিনতাইকারীর চাপাতির আঘাতে আহত হন পান্নু মাতুব্বর (৪০)। তাকে রাত সাড়ে ১০ টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

পান্নু মাতুব্বরের ভাতিজি রুমা আক্তার বলেন, আমার চাচা মঙ্গলবার রাতে সিএনজি অটোরিকশা গ‍্যারেজে রেখে বাসায় ফেরার পথে মীরহাজিরবাগের ইঞ্জিনিয়ার গলির সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন। আমার চাচাকে চাপাতি দিয়ে এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। তিনি রাস্তার ওপর পড়ে থাকলে স্থানীয়রা আমাদেরকে খবর দেন। আমরা চাচাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। ছিনতাইকারীরা মাথা, বুক ও পিঠে কুপিয়ে তার কাছে থাকা ২৮ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। 

পান্নু মাতুব্বরের মেয়ে বীথি আক্তার বলেন, আজ আমার আব্বাকে বাসায় নিয়ে এসেছি। তার অবস্থা এখনো ভালো নয়। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমাদের বিদ্যুৎ বিল ও গ্যাসের বিল গ্যারেজের মালিকের কাছে জমা ছিল। সেই টাকা বাসায় নিয়ে আসার পথে বাবা ছিনতাইকারীদের কবলে পড়েন।

ঢাকা/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • রাজধানীতে ছিনতাইকারীর ছুরি ও চাপাতির আঘাতে আহত ৩