লিগে ১৯ ম্যাচ খেলে অপরাজিত। এমন পরিসংখ্যানই তো দেখতে চায় সব দল। এমন কিছু কোচদেরও দেয় স্বস্তি। অর্ধেক মৌসুম পেরিয়ে কোনো ম্যাচ না হারার ঘটনা উজ্জ্বল করে ‘ইনভিন্সিবল’ বা অজেয় থেকে মৌসুম শেষ করার স্বপ্নও।

কিন্তু চলতি মৌসুমে সিরি ‘আ’তে প্রথম ১৯ ম্যাচে অপরাজিত থেকেও স্বস্তি থাকতে পারছেন না জুভেন্টাস কোচ থিয়াগো মোত্তা। কোনো ম্যাচ না হারলেও যে তাঁর দল ভালো অবস্থানে নেই, এই মুহূর্তে আছে পয়েন্ট তালিকার পাঁচে। সর্বশেষ পরশু রাতেও সিরি ‘আ’তে তুরিন ডার্বিতে তুরিনোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস।

সিরি ‘আ’তে ১৯ ম্যাচে ৭টি জয় পাওয়া জুভেন্টাস ড্র করেছে ১২টিতে। দলটির পয়েন্ট এখন ৩৩। শীর্ষে থাকা নাপোলির চেয়ে তুরিনের ক্লাবটি পিছিয়ে ১১ পয়েন্টে, ১৯ ম্যাচে নাপোলির পয়েন্ট ৪৪।

আরও পড়ুনবায়ার্নের রেকর্ড ছুঁয়ে রিয়াল–আর্সেনালের কীর্তি ছোঁয়ার অপেক্ষায় লেভারকুসেন ১৮ ফেব্রুয়ারি ২০২৪

জুভেন্টাস না হারলেও বড় ব্যবধানে এগিয়ে থাকা নাপোলি কিন্তু এরই মধ্যে হেরেছে ৩ ম্যাচে। তবে হার নয়, দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে জেতা ম্যাচের সংখ্যা। জয়ে ৩ পয়েন্ট, ড্র-তে ১—কারণটা তো জানাই। প্রথম ১৯ ম্যাচে জুভেন্টাসের দ্বিগুণ ১৪টি ম্যাচ জিতেছে নাপোলি।

সাম্প্রতিক সময়ে ম্যাচ শেষে এমন উৎসব আর থাকেনি জুভেন্টাসের.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ইউক্রেনে জেলেনস্কির বিকল্প নেতা খুঁজছে যুক্তরাষ্ট্র!

ইউক্রেনে শান্তিচুক্তির জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পদত্যাগ করা লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎস। তিনি বলেছেন, ‘ইউক্রেনের একজন নেতা প্রয়োজন, তিনি আমাদের সঙ্গে কাজ করতে পারবেন। তিনি শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে কাজ করতে পারবেন এবং এই যুদ্ধ থামাতে পারবেন।’ খবর- সিএনএন

গণমাধ্যমের সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাগবিতণ্ডার পর এ কথা বললেন তিনি। বাগবিতণ্ডার এ ঘটনাটি নিয়ে নানা আলোচনা চলছে বিশ্বজুড়ে। ওই ঘটনার পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা ছিল, সেটিও বাতিল হয়ে যায়। আর এর পরই ইউক্রেনের ভবিষ্যৎ কোন পথে, তা নিয়ে শুরু হয় আলোচনা।

এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। শুক্রবারের ওই ঘটনায় সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের গড়া ওয়াশিংটন-কিয়েভ সম্পর্ক ভেঙে পড়েছে। এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে। 

যদিও ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আবারও এক টেবিলে বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইউক্রেন ও রাশিয়া-দুই পক্ষই আলোচনায় না বসলে যুদ্ধ থামবে না। হোয়াইট হাউসে শুক্রবার ট্রাম্প-জেলেনস্কি বিতণ্ডার পর থেকে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কথা হয়নি। যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে হবে। তবে তাদের প্রতি বৈরী মনোভাব রাখলে, মস্কোকে আলোচনায় যুক্ত করা সম্ভব হবে না। কোনো চুক্তি করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এই মনোভাবই দেখিয়ে আসছেন।

তিনি বলেন, ‘আমি আশা করি, সবকিছু আবার শুরু হতে পারে। আশা করি, তিনি (জেলেনস্কি) এটা বুঝতে পারবেন যে আমরা আসলে আরও হাজার হাজার মানুষের মৃত্যুর আগে, তাঁর দেশকে সাহায্যের চেষ্টা করছি।’
 

সম্পর্কিত নিবন্ধ