বাচ্চাদের পানির বোতল ও টিফিন বক্সেও ভ্যাট বসল। শহর–গ্রামনির্বিশেষে স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্লাস্টিকের তৈরি টিফিন বক্স ও পানির বোতল ব্যবহার করে থাকে। এসব পণ্য মধ্যবিত্ত পরিবারের নিত্যপণ্যে পরিণত হয়েছে। এবার ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপের ফলে টিফিন বক্স ও পানির বোতলের দামও বাড়বে।

প্লাস্টিকের তৈরি টিফিন বক্স ও পানির বোতলের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। উৎপাদন পর্যায়ে এই ভ্যাট বসবে। শেষ পর্যন্ত তা ভোক্তার ঘাড়েই চাপবে। এত দিন এসব পণ্যে কোনো ভ্যাট ছিল না।

গত বৃহস্পতিবার শতাধিক পণ্য ও সেবায় বাড়তি ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর বিষয়ে অধ্যাদেশ জারি করেছে সরকার।

কত দাম বাড়বে, তার একটি উদাহরণ দেওয়া যেতে পারে। প্লাস্টিকের পানির বোতলের দাম যদি ১০০ টাকা হয়, তাহলে উৎপাদন পর্যায়ে, অর্থাৎ কারখানা থেকে বের হওয়ার সময় ১৫ টাকা ভ্যাট দিতে হবে উৎপাদককে। এর মানে উৎপাদন পর্যায়ে ১৫ টাকা দাম বেড়ে যাবে, যা শেষ পর্যন্ত ক্রেতাকেই দিতে হবে। একইভাবে টিফিন বক্সের দামও বাড়বে।

বর্তমানে মেঘনা গ্রুপ, প্রাণ গ্রুপ, বেঙ্গল গ্রুপসহ বিভিন্ন খ্যাতনামা শিল্পগোষ্ঠী পানির বোতল, টিফিন বক্সসহ বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য উৎপাদন করে। করপোরেট প্রতিষ্ঠানগুলোও বর্তমানে এ ধরনের ব্যবসায় যুক্ত হয়েছে।

অন্যদিকে কম দামি হাওয়াই চপ্পলের দামও বাড়তে পারে। ১৫০ টাকা পর্যন্ত হাওয়াই চপ্পল ও প্লাস্টিকের পাদুকার ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ হারে ভ্যাট বসানো হয়েছে।

এর আগে গত মে মাসের শেষ সপ্তাহে এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্লাস্টিকের তৈরি পানির বোতল, টিফিন বক্স, হাওয়াই চপ্পল, প্লাস্টিকের পাদুকাসহ বিভিন্ন পণ্যে উৎপাদন, আমদানি ও সরবরাহ পর্যায়ে ভ্যাট প্রত্যাহার করে নেওয়া হয়। গত বৃহস্পতিবার আবার ওই চার পণ্যের উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতির নির্দেশ বাতিল করা হয়।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিকেএসপিতে চাকরি, পঞ্চম থেকে ২০তম গ্রেডে পদ ২২, দ্রুত আবেদন করুন

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামীকাল সোমবার। এই প্রতিষ্ঠানে সাত ক্যাটাগরির পদে পঞ্চম থেকে ২০তম গ্রেডে ২২ জনকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ডাকযোগে বা সরাসরি অফিসে রক্ষিত বাক্সে পাঠাতে হবে।

১. পদের নাম: উপপরিচালক (ক্রীড়াবিজ্ঞান), ঢাকা বিকেএসপি
পদসংখ্যা: ১
যোগ্যতা: ক্রীড়াবিজ্ঞান (এমবিবিএস/এমপিএড/সাইকোলজি, পদার্থ/ফলিত পদার্থবিজ্ঞান/বায়োমেকানিকস /স্পোর্টস মেডিসিন) বিষয়ে পিএইচডি ডিগ্রিধারীসহ ক্রীড়াবিজ্ঞানসংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা। অথবা ক্রীড়াবিজ্ঞান (এমবিবিএস/ এমপিএড/সাইকোলজি, পদার্থ/ফলিত পদার্থবিজ্ঞান/বায়োমেকানিকস/ স্পোর্টস মেডিসিন) বিষয়ে প্রথম শ্রেণির মাস্টার্স/দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির মাস্টার্স তৎসহ ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৫০ বছর
বেতন স্কেল: ৪৩,০০০–৬৯,৮৫০ টাকা (গ্রেড–৫)

২. পদের নাম: কোচ
পদসংখ্যা: ১৩ [আর্চারি-১ জন, ব্যাডমিন্টন-১ জন (পুরুষ), বক্সিং-১ জন (পুরুষ), ক্রিকেট-১ জন (পুরুষ), ১ জন (মহিলা), ফুটবল-৩ জন, হকি-১ জন, শ্যুটিং-১ জন (পুরুষ), টেবিল টেনিস-১ জন, টেনিস- ১ (পুরুষ) ও ভলিবল ১ জন (পুরুষ)]
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন স্নাতক ডিগ্রিসহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমাধারী। তবে জাতীয় দলের সাবেক বা বর্তমান কোনো খেলোয়াড়; জাতীয় দলের প্রশিক্ষক; স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে কোচিং বিষয়ে ডিগ্রিপ্রাপ্ত; স্বীকৃত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে কোচ হিসেবে (পাঁচ) বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন; আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত অথবা আন্তর্জাতিক সংস্থা প্রদত্ত কোনো কোচিং কোর্সে সার্টিফিকেট বা লাইসেন্সপ্রাপ্ত প্রার্থীদের ডিপ্লোমার প্রয়োজন নেই।
বয়স: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৪০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৩. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ইঞ্জিনিয়ারিংয়ে (ইলেকট্রিক্যাল) অন্যূন দ্বিতীয় বিভাগে ডিপ্লোমা।
বয়স: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর
বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)

৪. পদের নাম: ড্রাফটসম্যান
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণকেন্দ্র থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা।
বয়স: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৫. পদের নাম: টেনিস মার্কার
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। টেনিস খেলার অভিজ্ঞতা ও পারদর্শিতা।
বয়স: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৬. পদের নাম: গাড়িচালক (হালকা), আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, দিনাজপুর
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বৈধ লাইসেন্সসহ হালকা যানবাহন চালনায় বাস্তব কর্ম
বয়স: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৭. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৪
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বয়স: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের নিজ হস্তে লিখিত নির্ধারিত ফরম পূরণ করে সাম্প্রতিক সময়ের তিন কপি (৫ বাই ৫ সেন্টিমিটার সাইজ) সত্যায়িত ছবি ডাকযোগে অথবা অফিসে রক্ষিত বাক্সে (অফিস চলাকালে) পৌঁছাতে হবে। নির্ধারিত আবেদন ফরম বিকেএসপির ওয়েবসাইটে (https://bksp.gov.bd/) পাওয়া যাবে। খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আরও পড়ুনপানি উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, পদ ২৭৭, নারীদের আবেদনে উৎসাহিত করা হয়েছে০৮ মার্চ ২০২৫

আবেদন ফি

আবেদন ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ২০০ টাকার; ৪ থেকে ৬ নম্বর পদের জন্য ১০০ টাকার; ৭ নম্বর পদের জন্য ৫০ টাকার এবং সব গ্রেডে (অনগ্রসর নাগরিক) ৫০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট, উত্তরা ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে মহাপরিচালক, বিকেএসপির অনুকূলে জমা দিতে হবে। পে–অর্ডার/ব্যাংক ড্রাফটের রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকা।

আবেদনের শেষ সময়: ৭ এপ্রিল ২০২৫।

আরও পড়ুনশিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, সংশোধিত পদ ১৮৭১৩ মার্চ ২০২৫আরও পড়ুনপল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে বড় নিয়োগ, পদ ১৩৩০২৫ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ