দশ জনের ইউনাইটেডের সঙ্গেও পারল না আর্সেনাল
Published: 13th, January 2025 GMT
এফ এ কাপ থেকে বিদায় নিয়েছে আর্সেনাল। তৃতীয় রাউন্ডের খেলায় রোববার রাতে এমিরেটস স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেড তাদেরকে হারিয়েছে।
তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসতি ছিল। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৩ গোলে জিতে পরবর্তী রাউন্ডে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যানইউর জয়ের নায়ক গোল রক্ষক আলতায় বানিনদির। নির্ধারিত সময়ে আর্সেনালের একটি স্পটকিক আটকে দেন। পরবর্তীতে টাইব্রেকারেও শট আটকে দেন।
ম্যাচের প্রথমার্ধ অনেকটা নিরুত্তাপ কেটেছে। আক্রমণ-পাল্টা আক্রমণে এগিয়েছে ম্যাচ। দুয়েকটি সুযোগ দুই দলই তৈরি করেছে। কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্যভেদ করতে পারেনি।
ম্যাচের মূল উত্তেজনা ছড়ায় দ্বিতীয়ার্ধে। যেখানে দুই দল গোল করেন, মারামারিতে জড়ায়, লাল কার্ড পাওয়ার ঘটনাও ঘটেছে।
৫২ মিনিটে চমৎকার গোলে ব্রুনো ফার্নান্দেজ ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে নেন। বক্সের ডান দিক থেকে গার্নাচোর বাড়ানো পাস থেকে জোরাল শটে গোল করেন পর্তুগিজ তারকা।
কিন্তু ৭২ মিনিটে ইউনাইটেডের মাথায় চিন্তার ভাঁজ। আর্সেনাল পেনাল্টি পায়। কিন্তু প্রহরী হয়ে থাকা বানিয়াদি, মার্টিন ওডেগার্ডের নেওয়া শট বাঁয়ে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন।
পেনাল্টি বক্সে ফাউলের শিকার হয়েছিলেন কাই হাভার্টজ। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিলে দুই দলের ফুটবলাররা অতীত ঐতিহ্য ধরে রেখে মারামারিতে জড়ায়। অবশ্য পেনাল্টির আগে ম্যানচেস্টার ইউনাইটেড ১০ দলের দলে পরিণত হয়। ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় মাঠ ছাড়তে হয় দালোতকে।
তার উঠে যাওয়ার পরপরই ৬৩ মিনিটে আর্সেনাল সমতায় ফেরেন। গ্যাব্রিয়েলে মার্তিনেল্লির ক্রসে ভলি করে গোল করেন আরেক গ্যাব্রিয়েল। এই ১-১ গোলের সমতাতেই নির্ধারিত সময়ের ম্যাচ শেষ হয়। পরবর্তীতে অতিরিক্ত মিনিটেও দশ জনের ম্যানচেস্টার ইউনাইটেডের জালে বল পাঠাতে পারেনি আর্সেনাল।
টাইব্রেকারে আর্সেনালের কাই হাভার্টাজের নেওয়া শট ঠেকিয়ে দেন বানিয়দি। অন্যদিকে ইউনাইটেড পাঁচ শটের পাঁচটিই জালে পাঠায়। তাতে আর্সেনালের শেষ শটটা নেওয়ার প্রয়োজন পড়েনি।
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মেসি খেলবেন না বলে বিনা মূল্যে টিকিট
ইন্টার মায়ামির ম্যাচ দেখা যাবে বিনা মূল্যে—এটুকু শুনে খুশি হবেন যে কেউই।
ইন্টার মায়ামি মানে লিওনেল মেসির ম্যাচ। আর মেসির ম্যাচে টিকিট পাওয়াটাই যেখানে সংগ্রামের ব্যাপার, সেখানে বিনা মূল্যে টিকিট পাওয়া তো বিস্ময়কর ঘটনাই! আর বিস্ময়কর সেই ঘটনা ঘটতে চলেছে মায়ামির পরবর্তী ম্যাচে। তবে বড় একটা ‘কিন্তু’ আছে এখানে। মায়ামি খেলবে ঠিকই, মেসি খেলবেন না। আর মেসি খেলবেন না বলেই দর্শকের জন্য টিকিট নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায়। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচটি অনুষ্ঠিত হবে হিউস্টন ডিনামোর মাঠ শেল এনার্জি স্টেডিয়ামে। মেসির খেলা দেখার জন্য হিউস্টনের অনেক দর্শক আগেভাগেই টিকিট কিনে ফেলেন। তবে মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো মেসিকে ম্যাচটি না খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এক সপ্তাহের মধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলা মেসিকে সামনের ব্যস্ততা মাথায় রেখে হিউস্টনের বিপক্ষে বিশ্রাম দেওয়া হয়েছে। খবরটি হিউস্টন দর্শকদের জন্য হতাশারই। কারণ, হিউস্টন ডিনামো ২০২৩ সালের সেপ্টেম্বরে সর্বশেষ যখন মায়ামির মুখোমুখি হয়, তখন মেসি ছিলেন না। চোটের কারণে মাঠের বাইরে ছিলেন।
এক সপ্তাহের মধ্যে তিন ম্যাচ খেলা মেসিকে বিশ্রাম দেওয়া হয়েছে।