এফ এ কাপ থেকে বিদায় নিয়েছে আর্সেনাল। তৃতীয় রাউন্ডের খেলায় রোববার রাতে এমিরেটস স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেড তাদেরকে হারিয়েছে। 

তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসতি ছিল। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৩ গোলে জিতে পরবর্তী রাউন্ডে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যানইউর জয়ের নায়ক গোল রক্ষক আলতায় বানিনদির। নির্ধারিত সময়ে আর্সেনালের একটি স্পটকিক আটকে দেন। পরবর্তীতে টাইব্রেকারেও শট আটকে দেন। 

ম্যাচের প্রথমার্ধ অনেকটা নিরুত্তাপ কেটেছে। আক্রমণ-পাল্টা আক্রমণে এগিয়েছে ম্যাচ। দুয়েকটি সুযোগ দুই দলই তৈরি করেছে। কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্যভেদ করতে পারেনি। 

ম্যাচের মূল উত্তেজনা ছড়ায় দ্বিতীয়ার্ধে। যেখানে দুই দল গোল করেন, মারামারিতে জড়ায়, লাল কার্ড পাওয়ার ঘটনাও ঘটেছে। 

৫২ মিনিটে চমৎকার গোলে ব্রুনো ফার্নান্দেজ ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে নেন। বক্সের ডান দিক থেকে গার্নাচোর বাড়ানো পাস থেকে জোরাল শটে গোল করেন পর্তুগিজ তারকা।  

কিন্তু ৭২ মিনিটে ইউনাইটেডের মাথায় চিন্তার ভাঁজ। আর্সেনাল পেনাল্টি পায়। কিন্তু প্রহরী হয়ে থাকা বানিয়াদি, মার্টিন ওডেগার্ডের নেওয়া শট বাঁয়ে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন। 

পেনাল্টি বক্সে ফাউলের শিকার হয়েছিলেন কাই হাভার্টজ। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিলে দুই দলের ফুটবলাররা অতীত ঐতিহ্য ধরে রেখে মারামারিতে জড়ায়। অবশ্য পেনাল্টির আগে ম্যানচেস্টার ইউনাইটেড ১০ দলের দলে পরিণত হয়। ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় মাঠ ছাড়তে হয় দালোতকে। 

তার উঠে যাওয়ার পরপরই ৬৩ মিনিটে আর্সেনাল সমতায় ফেরেন। গ্যাব্রিয়েলে মার্তিনেল্লির ক্রসে ভলি করে গোল করেন আরেক গ্যাব্রিয়েল। এই ১-১ গোলের সমতাতেই নির্ধারিত সময়ের ম্যাচ শেষ হয়। পরবর্তীতে অতিরিক্ত মিনিটেও দশ জনের ম্যানচেস্টার ইউনাইটেডের জালে বল পাঠাতে পারেনি আর্সেনাল। 

টাইব্রেকারে আর্সেনালের কাই হাভার্টাজের নেওয়া শট ঠেকিয়ে দেন বানিয়দি। অন্যদিকে ইউনাইটেড পাঁচ শটের পাঁচটিই জালে পাঠায়। তাতে আর্সেনালের শেষ শটটা নেওয়ার প্রয়োজন পড়েনি।

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

ব্যবসায়িক আমন্ত্রণ করে অপহরণ, সেই ৩ শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার

বাগেরহাটের মোল্লাহাটে অপহৃত ৩ শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) গভীর রাতে উপজেলার দক্ষিণ আমবাড়ি গ্রামের এমদাদ কাজীর বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। এসময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে।

উদ্ধার হওয়া তিন শ্রীলঙ্কান নাগরিক হলেন- মালাভি পাথিরানা, পাথিরানা ও থুপ্পি মুদিইয়ানসেল্যাগ নীল।

আটককৃতরা হলেন- আমবাড়ি গ্রামের সেরাত কাজীর ছেলে কাজী এমদাদ হোসেন (৫২), সবুর শেখের ছেলে শহিদুল শেখ (২৪), চর কুলিয়া এলাকার এস এম শামসুল আলম (৪৫) ও গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের জাকির শেখের ছেলে জনি শেখ(৩৮)।

আরো পড়ুন:

বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় ভ্যানের চালক ও যাত্রী নিহত

অপহরণের অভিযোগে আটক ৪ জন

পুলিশ জানায়, শহিদুল শেখের ব্যবসায়িক আমন্ত্রণে গত ২২ এপ্রিল বাংলাদেশে আসেন তিন শ্রীলঙ্কান নাগরিক। পরবর্তীতে শ্রীলঙ্কায় তাদের পরিবারের সদস্যদের কাছে বাংলাদেশের একটি নম্বর থেকে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। পরে স্বজনেরা শ্রীলঙ্কায় বাংলাদেশ হাই-কমিশনে অভিযোগ দায়ের করেন।

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, ‘‘হাই-কমিশনে দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মুক্তিপণের উদ্দেশ্যে আটকে রাখা তিন শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করেছে। সেই সঙ্গে অপহরণের সঙ্গে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/শহিদুল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • হৃদয়ের নিষেধাজ্ঞা বহালেও ফিরছেন না আম্পায়ার সৈকত
  • ব্যবসায়িক আমন্ত্রণ করে অপহরণ, সেই ৩ শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার
  • বাঘ প্রতীকে ফের ভোট করতে চায় পিডিপি
  • আন্দোলন চালিয়ে যাবেন পলিটেকনিক শিক্ষার্থীরা
  • আন্দোলন স্থগিতের ঘোষণা প্রত্যাহার পলিটেকনিক শিক্ষার্থীদের
  • বরিশালে মেয়র হতে চান জাপা প্রার্থীও, করলেন মামলা
  • আন্দোলনে ফিরছেন কারিগরি শিক্ষার্থীরা, ঢাকায় আসছেন প্রতিনিধিরা
  • ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল
  • গুম হত্যার চেয়েও ভয়াবহ অপরাধ, বিচার সর্বোচ্চ অগ্রাধিকার: আইন উপদেষ্টা
  • তালিকায় ১ হাজার ৪১৫ নদী, এবার কি বাঁচবে