সব পুরুষের সাফল্যের পেছনেই নাকি একজন নারী থাকেন। লিটন দাসও এর ব্যতিক্রম নন। খারাপ সময় কাটিয়ে বিপিএলে পরপর দুই ম্যাচে দারুণ ব্যাটিং করলেন। কাল তো দুর্বার রাজশাহীর বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরিই করে ফেললেন, সেটাও বিস্ফোরক এক ইনিংস খেলে।

রাতে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেছেন, তাঁর এই ফিরে আসার পেছনে দুজন মানুষের বিশেষ অবদান আছে। একজন তাঁর স্ত্রী সঞ্চিতা, আরেকজন ঢাকা ক্যাপিটালসের বল বয় শাহীন।

‘ঢাকা ক্যাপিটালসে’র না বলে লিটনের ব্যক্তিগত বল বয় বলাই বোধ হয় সঠিক। কারণ, এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ানসে চার বছর লিটনের সঙ্গে কাজ করেছেন শাহীন। লিটনকে বল ছুড়তে ছুড়তেই তিনি বুঝে গেছেন অনুশীলনে কখন, কোন ধরনের বল তাঁকে ছোড়া উচিত। প্রয়োজনে লিটনকে ছোটখাটো পরামর্শও দেন শাহীন।

এক সময় কুমিল্লা ভিক্টোরিয়ানসে লিটনকে ব‍্যাটিংয়ে সহযোগিতা করতেন শাহীন। সেই সময়ের ছবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জামালপুরে ট্রাকের ধাক্কায় সিএনজির ৫ যাত্রী নিহত

জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিতে থাকা পাঁচ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের কড়োগ্রাম এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- এনাম ফকির, সিএনজি চালক আব্দুর রাজ্জাক, আরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও আব্দুল করিম আলাল।

জামালপুর সদর উপজেলার নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. লুৎফর রহমান জানান, মধুপুর থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি সিএনজি অটোরিকশাকে মধুপুর থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি ট্রাক সামনে থেকে ধাক্কা দেয়। এতে সিনএজি অটো রিকশায় থাকা ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে স্থানীয়রা। 

উদ্ধারকৃতদের মধ্য এনাম ফকির স্থানীয় বেসরকারি হাসপাতালে মারা যায়। এনামের বাবা আমজাদ ফকির গুরুতর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মালপুর সদর উপজেলার নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. লুৎফর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে এখান থেকে চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে। মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া করা হচ্ছে।”

ঢাকা/শোভন/এস

সম্পর্কিত নিবন্ধ

  • শুধু নারী নয়, পুরুষরাও যৌন হয়রানির শিকার হয়: প্রিয়াঙ্কা
  • বিশ্ব ইজতেমায় মুসল্লির মৃত্যু 
  • গায়িকা-অভিনেত্রী মারিয়ান ফেইথফুল আর নেই
  • সাইফুল-সাজ্জাদে তটস্থ চট্টগ্রামের ৫ থানার পুলিশ
  • কামরুল হাসানের কাছে শিল্প ধরা দিয়েছিল
  • ‘আমার চিত্রকর সত্তার মৃত্যু ঘটিয়েছি’
  • ‘রেখাচিত্রকে অবহেলা করা উচিত নয়’
  • অনুষ্ঠানে প্রবেশে নারী সাংবাদিককে ‘বাধা’, যা হয়েছিল সেদিন
  • যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ-হেলিকপ্টার দুর্ঘটনায় বেঁচে নেই কেউ
  • জামালপুরে ট্রাকের ধাক্কায় সিএনজির ৫ যাত্রী নিহত