চট্টগ্রাম-১৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার (১২ জানুয়ারি) চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানম পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন। 

আইনজীবীর আবেদনের ওপর শুনানি শেষে আসামিকে কারাবিধি অনুযায়ী ডিভিশন ও চিকিৎসা সুবিধা দিতে জেল সুপারকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন আদালত।

চট্টগ্রাম জেলা কোর্ট ইন্সপেক্টর হাবিবুর রহমান বলেন, লোহাগাড়া থানার তিন মামলায় এবং সাতকানিয়া থানার দুই মামলায় সাবেক সংসদ সদস্য নদভীকে গ্রেপ্তার দেখাতে পুলিশ আবেদন করলে, তা মঞ্জুর করেন আদালত। নদভীর ৭ দিনের রিমান্ডের আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রোববার সকাল ৯টার দিকে নদভীকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। আবার কড়া নিরাপত্তার মধ্যে তাকে চট্টগ্রাম কারাগারে ফেরত পাঠানো হয়। লোহাগাড়া থানার তিনটি মামলার মধ্যে দুটি বিস্ফোরক আইন এবং একটি হত্যা মামলা। আর সাতকানিয়া থানার দুটি মামলা বিস্ফোরক আইনে দায়ের করা হয়েছে। এই পাঁচ মামলায় সাবেক সংসদ সদস্য নদভী এজাহার নামীয় আসামি। 

গত ১৫ ডিসেম্বর রাতে সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক এই সংসদ সদস্যকে রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বিমসটেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি রওনা হন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারের এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্মেলনের প্রথমদিনে তিনি ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন। পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন।

সম্পর্কিত নিবন্ধ