চলতি বছরই জাতীয় নির্বাচন করা জরুরি: আমীর খসরু
Published: 13th, January 2025 GMT
প্রয়োজনীয় সংস্কার করে চলতি বছরেই জাতীয় নির্বাচন সম্পন্ন করা অত্যন্ত জরুরি বলে মনে করে বিএনপি। দলটি বলেছে, অন্য কোনো ভাবনা না ভেবে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া প্রয়োজন। আগামী দিনে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে।
রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকের পর দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড.
আমীর খসরু বলেন, বৈঠকে দেশের বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, বিশেষ করে জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। কবে নির্বাচন হতে যাচ্ছে, সংস্কারের ব্যাপারে আমাদের ভাবনা কী– এসব নিয়ে কথা হয়েছে। আমাদের পক্ষ থেকে বলেছি, এ বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি।
তিনি বলেন, অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশি দিন চলতে পারে না। অগণতান্ত্রিক সরকারের সঙ্গে জনগণের সংশ্লিষ্টতা থাকে না। প্রায় এক ঘণ্টার বৈঠক প্রসঙ্গে আমীর খসরু আরও বলেন, সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে। যে ক’টি বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছতে পারব, সেগুলো দ্রুত সংস্কার করা যেতে পারে। যেগুলো বিষয়ে ঐকমত্য হবে না, সেগুলো আগামী দিনে নির্বাচনে প্রতিটি দল জনগণের কাছে তুলে ধরবে। জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী দিনে সংসদে পেশ করা হবে। সংসদে আলোচনা হবে, তর্ক-বিতর্ক হবে এবং পাস করা হবে। বৈঠকে দেশের অর্থনীতি নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে দেশের অর্থনীতিকে ভঙ্গুর অবস্থা ও গর্ত থেকে তুলে আনার পরিকল্পনার কথা বলা হয়েছে। এই সরকারের সময় যদি কোনো কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়, সেটা অবশ্যই বিএনপি সমর্থন করবে। ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগকারীরা বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন। বৈঠকে এ নিয়েও আলোচনা হয়েছে। বিএনপি বিনিয়োগকারীদের স্বাগত জানায়।
‘নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব’
জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই শুধু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বাংলাদেশ লেবার পার্টির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তে যে কোনো গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়ার আগে ঢাকা-দিল্লি আলোচনা হওয়া দরকার। বিএনপির পক্ষে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান এবং ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন। লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেয়।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘এ’ ক্ষমতা থেকে চলে গেছে, মনে হয় ‘বি’ ক্ষমতায় বসেছে: মাহমুদুর রহমান মান্না
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘এ’ ক্ষমতা থেকে চলে গেছে, এখন মনে হয় ‘বি’ ক্ষমতায় বসেছে। প্রশাসন ‘বি’–এর কথামতো চলে। বিভিন্ন জায়গায় দখলদারত্ব, চাঁদাবাজির শেষ নেই। এত বড় অভ্যুত্থান ও এত আত্মত্যাগের পরেও এগুলো চলছে।
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না। গণতন্ত্র মঞ্চের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানোনো হয়। বগুড়ার শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহীদুল ইসলামের ওপর স্থানীয় বিএনপির হামলা এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নেতা–কর্মীদের ওপর হামলা-মিথ্যা মামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, ‘প্রশাসনের লোক মনে করছে, “এ”–এর বদলে “বি” আসবে। তাই পুলিশ কোনো বিশেষ ব্যক্তির নির্দেশে চলবে, এমন পুলিশ প্রশাসন আমরা চাই না। অন্যায়ের সঙ্গে মাথা নত করব না, জেল খেটেছি, মার খেয়েছি, জুলুম–নির্যাতন সহ্য করেছি। গণতন্ত্র মঞ্চের অন্যান্য দলের লোকদের ওপর এমন হামলা চলছে।’
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা সরকারের উদ্দেশে বলতে চাই, দেশের আইনশৃঙ্খলা ঠিক করেন, দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরুন, নইলে সাধারণ মানুষের কাছে এই গণ–অভ্যুত্থান মূল্যহীন হয়ে যাবে। যত দ্রুত সম্ভব সংস্কার করে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন।’
শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। ঢাকা, ০১ মার্চ