২০২৪ সাল: বিজিবির অভিযানে ২ হাজার ১৮৪ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
Published: 12th, January 2025 GMT
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২০২৪ সালে দেশের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ২ হাজার ১৮৪ কোটি ২৮ লাখ ৫২ হাজার টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে। একই সময়ে বাহিনীটি নানা অভিযোগে দেশ ও বিদেশের কয়েক হাজার নাগরিককে আটক করে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এসব তথ্য জানিয়েছে। বিজিবি বলেছে, গত বছরের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত অভিযানে এসব পণ্য জব্দ করা হয়েছে।
জব্দ পণ্যের মধ্যে রয়েছে সোনা, রুপা, শাড়ি, তৈরি পোশাক, প্রসাধনসামগ্রী, চিনি, চা–পাতা, পেঁয়াজ, রসুন, জিরা। পাশাপাশি ২০৭টি ট্রাক ও কাভার্ড ভ্যান, ৮টি বাস, ৪৭টি প্রাইভেট কার ও মাইক্রোবাস, ৯১টি পিকআপ, ৩৮৩টি সিএনজিচালিত অটোরিকশা, ৮৭৩টি মোটরসাইকেল ও ২৩৫টি বাইসাইকেল জব্দ করা হয়েছে।
গত এক বছরে বিজিবির অভিযানে নানা ধরনের অস্ত্রও উদ্ধার হয়েছে। এসব অস্ত্রের মধ্যে রয়েছে ৩৮টি পিস্তল, ৫টি এসএমজি, ১৮টি গ্রেনেড, ৮টি রাইফেল, ৬টি রিভলবার, ৫২টি গান, ৮ হাজার ৮৫৯টি গোলাবারুদ, ৪৫টি ম্যাগাজিন, ৪টি মর্টার শেল, ৪১টি ককটেল, ১০ দশমিক ৪৪ কেজি গানপাউডার এবং ২৩৩টি ব্লাঙ্ক কার্টিজ।
একই সময়ে চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২ হাজার ৮৮ জনকে আটক করে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তা ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২ হাজার ৬৭৮ বাংলাদেশি নাগরিক, ১৫৫ জন ভারতীয় নাগরিক এবং ১৪ হাজার ৩৩৬ জন মিয়ানমারের নাগরিকের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পাকিস্তান ক্রিকেট: সমস্যার অদ্ভুত সমাধান দিলেন হাফিজ
২০২৩ বিশ্বকাপ, ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি—টানা তিন বছরে তিনটি আইসিসি টুর্নামেন্টে প্রথম পর্ব থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। ২০২৩ বিশ্বকাপের পর পাকিস্তানের কোচ পদ থেকে বিদায় নিয়েছেন মিকি আর্থার ও গ্রান্ট ব্রাডবার্ন, ২০২৪ বিশ্বকাপের পর গ্যারি কারস্টেন। এঁদের কেউ চাকরি ছেড়েছেন, কারও চাকরি গেছে।
এবার ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতায় অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদও বিদায় নিতে পারেন। আলোচনা আছে আবার বিদেশি কোচ নিয়োগ দেওয়া হতে পারে। সাফল্য পাওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একের পর এক বিদেশি কোচ, পরামর্শক ও কোচিং স্টাফ আনার বিষয়টিতে বিরক্তি প্রকাশ করেছেন মোহাম্মদ হাফিজ।
সমস্যার সমাধানে পাকিস্তানের এই সাবেক অধিনায়ক খোঁচার সুরে বলেছেন, বিদেশি কোচ আনতে পারলে বিদেশি বোর্ড চেয়ারম্যান কেন নয়?
পাকিস্তান ক্রিকেট দলে গত এক দশকের মধ্যে কোচ, অধিনায়ক বদল হয়েছে বারবার। ২০১৯ সালে মিসবাহ উল হক থেকে শুরু করে চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত অন্তর্বর্তী ও স্থায়ী মিলিয়ে মোট ৯ জন প্রধান কোচ দেখেছে পাকিস্তান। প্রধান কোচের বাইরে ব্যাটিং, বোলিং, ফিজিওসহ কোচিং স্টাফের অন্যান্য পদেও পরিবর্তন এসেছে বারবার।
খেলা ছাড়ার পর পাকিস্তান দলের টিম ডিরেক্টর ছিলেন মোহাম্মদ হাফিজ।