ট্রাফিক পুলিশের বিরুদ্ধে চাঁদা আদায়সহ নানা অভিযোগ এনে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত ভ্যানচালকরা। গতকাল রোববার দুপুরে নগরীর প্রাণকেন্দ্র চাষাঢ়ায় ভ্যান রেখে তারা দেড় ঘণ্টা ধরে বিক্ষোভ করেন। এ সময় তারা চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে নানা স্লোগান দেন। বিক্ষোভ চলাকালে গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধু সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। নগরজুড়ে তীব্র যানজট দেখা দেয়।
রোববর দুপুর ১২টার দিকে ব্যাটারিচালিত ভ্যানচালকরা শুরুতে চাষাঢ়ায় অবস্থিত নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। পরে তারা চলে যান চাষাঢ়া গোলচত্বরে। সেখানে এলোপাতাড়ি ভ্যান রেখে সড়ক অবরোধ করেন। নারায়ণগঞ্জ ব্যাটারিচালিত ভ্যান মালিক-শ্রমিক সংহতির ব্যানারে সেখানে মানববন্ধনে মিলিত হন। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় তাদের সঙ্গে সংহতি জানিয়ে যোগ দেন গণসংহতি আন্দোলন ও ছাত্র ফেডারেশনের জেলা শাখার নেতাকর্মীরা।
আব্দুস সালাম নামের একজন ভ্যানচালক বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ব্যাটারিচালিত ভ্যানচালকদের কাছ থেকে মাসে ৫০০ টাকা করে চাঁদা নেওয়া হতো। গত ৫ আগস্টের পর চালকরা ওই চাঁদা দেওয়া বন্ধ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ট্রাফিক পুলিশের সদস্যরা এখন ভ্যান আটক করছেন। জরিমানার নামে এক হাজার টাকা করে চাঁদা আদায় করছে পুলিশ।
এ ছাড়া নানাভাবে হয়রানি অভিযোগ তুলে অন্য ভ্যানচালকরা অবিলম্বে ট্রাফিক পুলিশের এই চাঁদাবাজি বন্ধের দাবি জানান। তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন জানান, ভ্যানচালকরা নিম্ন আয়ের মানুষ। তারা পরিশ্রম করে নানা পণ্য পরিবহন করেন। কিন্তু ট্রাফিক পুলিশ নানা অজুহাতে তাদের কাছ থেকে চাঁদা আদায় করছে। পুলিশের এ ধরনের চাঁদাবাজি বন্ধের ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এদিকে ভ্যানচালকদের অবরোধে শহরে তীব্র যানজট দেখা দেয়। সংবাদ পেয়ে সেখানে আসেন নারায়ণগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ নাসির আহমেদ। এ সময় তিনি বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তাঁর সঙ্গে কিছুক্ষণ বাদানুবাদ হয় ভ্যানচালক নেতাদের। পরবর্তী সময়ে তাঁর অনুরোধে ভ্যানচালকরা সড়ক অবরোধ তুলে নেন।
এ বিষয়ে রোববার রাত ১০টার দিকে সমকালের সঙ্গে কথা হয় নারায়ণগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগরের। তিনি বলেন, বিষয়টি নিয়ে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ট্রাফিক পরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সভায় বসেছেন। এসব অভিযোগ তদন্তে একটি কমিটি হতে পারে। কমিটির সদস্যরাই ঘটনাগুলোর তদন্ত করবেন। যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে বিভাগীর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ঈদের সুবাদে সকল ভেদাভেদ ভুলে, মানবতার কল্যাণে কাজ করতে হবে : সাখাওয়াত
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তায় নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারক জানিয়ে সকলের মঙ্গল কামনা করেছেন।
তিনি বলেন, দীর্ঘ এক মাস পবিত্র সিয়াম সাধনার মধ্য দিয়ে রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান এসেছিল। তার পর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর এসেছে।
পবিত্র রমজান সকলকে হিংসা-বিদ্বেষ, মারামারি, পরনিন্দা ছেড়ে দিয়ে আত্মসংযম অর্জন করতে শিখায় এবং আল্লাহর ভয় অর্জনের শিক্ষা দেয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে আনে। ঈদুল ফিতরে সবার জীবনে বয়ে আসুক অনাবিল আনন্দ ও সুখ-শান্তি।
সাখাওয়াত হোসেন খান আরও বলেন, ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন হাসি-খুশি ও পূর্ণতায় ভরে উঠুক। এই সুবাদে সকল ভেদাভেদ ভুলে, সকলকে মানবতার কল্যাণে কাজ করতে হবে।
এছাড়াও সাখাওয়াত ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সহ দেশে ও বিদেশে অবস্থানরত রাজনৈতিক সহযোদ্ধাসহ সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।