রাজশাহীতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্রের মধ্যে একটি রিভলবার এবং ৫০টি গুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে নগরের রাজপাড়া থানার শ্রীরামপুরে পদ্মা নদীর ভাঙ্গাপাড়া ঘাট এলাকায় পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও গুলি পড়েছিল। খবর পেয়ে রাজপাড়া পুলিশ গিয়ে উদ্ধার করে।

আজ রোববার সন্ধ্যায় মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সাবিনা ইয়াসমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাবিনা ইয়াসমিন বলেন, থানা থেকে লুট হওয়ার ১৬৪ অস্ত্রের মধ্যে পুলিশ এখন পর্যন্ত ১৪৭টি অস্ত্র উদ্ধার করেছে। বাকি অস্ত্রগুলো উদ্ধারে চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে সরকার পতনের সময় থানায় হামলা হয়। এ সময় রাজশাহী মহানগর পুলিশের বেশ কয়েকটি থানা ও পুলিশ ফাঁড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট হয়। এ সময় থানা থেকে দুর্বৃত্তরা ১৬৪টি অস্ত্র লুট করে। উদ্ধার হওয়া রিভলবার ও গুলি পরীক্ষা করে দেখতে পাওয়া গেছে এটি ব্যক্তিগত অস্ত্র। এটি রাজপাড়া থানার অস্ত্রাগারে অস্ত্রের মালিক জমা রেখেছিলেন। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তরা এটি অস্ত্রাগার থেকে লুট করে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জার্মানিতে ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কায় নিহত ২, আহত ২৫  

জার্মানির পশ্চিমাঞ্চলীয় ম্যানহেইম শহরে জনতার ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। সোমবারের এ ঘটনায় অন্তত ২৫ জন আহতের খবর পাওয়া গেছে। 

ঘটনাস্থলের আশপাশে অভিযান চালিয়ে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তবে ঘটনাটি ‘দুর্ঘটনা’ নাকি ‘হামলা’, তা নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খবর- বিবিসি 

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, শহরের কেন্দ্রে অবস্থিত প্যারেডপ্ল্যাটজ স্কয়ার থেকে ওয়াটার টাওয়ারের দিকে যেতে থাকা লোকজনের ওপর কালো রঙের একটি প্রাইভেটকার দ্রুতগতিতে আঘাত হানে।

চালক ইচ্ছাকৃত গাড়ি চালিয়ে দিয়েছেন, নাকি জার্মানির কার্নিভাল উদযাপনের সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক আছে, তা স্পষ্ট নয়। ২০২৪ সালের ডিসেম্বরে দেশটির ম্যাগডেবুর্গে ও গত মাসে মিউনিখে জনতার ওপর গাড়ি চালিয়ে দেওয়ার প্রাণঘাতী ঘটনা ঘটে। 

সম্পর্কিত নিবন্ধ