শিক্ষার্থীদের সঙ্গে অনশনে জবি উপাচার্য, ১২ জন অসুস্থ
Published: 12th, January 2025 GMT
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর হাতে হস্তান্তরসহ তিন দফা দাবিতে গণ অনশনে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে অনশনে বসেছেন উপাচার্য অধ্যাপক ড.রেজাউল করিম। পরে অনশন ভাঙার কথা বললে উপাচার্যকে ফেরত পাঠিয়ে দাবি আদায়ে অটল রয়েছেন তারা।
এদিকে, অনশন চলাকালে ১২ জন শিক্ষার্থীর অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার (১২ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে অনশনে বসেন উপাচার্য। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.
এর আগে, সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তিন দফা দাবিতে অনশন শুরু করে শিক্ষার্থীরা।
তাদের দাবিগুলো হলো- সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে; পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে; আবাসন ব্যবস্থা না হওয়া পর্যন্ত ৭০% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে জবি গণ অধিকার পরিষদের সভাপতি কেএম রাকিব বলেন, “আমরা তিন দাবিতে গণ অনশনে বসেছি। দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর কাছে হস্তান্তরের জন্য যে বড় একটা আন্দোলন হলো এবং সেখানে মন্ত্রণালয় স্পষ্ট করে, বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে কাজ সেনাবাহিনীকে হস্তান্তর করতে পারে। কিন্তু আমরা প্রশাসনের এ ব্যাপারে কাজের কোনো অগ্রগতি দেখতে পায়নি। তাই আমরা গণ অনশন কর্মসুচি ঘোষণা করেছি।”
অনশনে বসে উপাচার্য অধ্যাপক ড.রেজাউল করিম বলেন, “তোমরা যে দাবি-দাওয়া করছো, সে দাবি আমারো। তার ব্যাপারে আজ মন্ত্রণালয়ে চিঠি গেছে। আমরা আজ সারাদিন তোমাদের খোঁজ রাখছি। প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা আমাদের এ আন্দোলনের ফলাফল পাব। আমরা দৃশ্যমান অগ্রগতি হয়েছে। কথা দিচ্ছি, আমরা তোমাদের দাবি অনুযায়ী কাজ করব। ছাত্র প্রতিনিধি নিয়ে আমরা একটা কমিটি গঠন করে সকল বিষয় জানাব এবং সিদ্ধান্ত নিব।
এদিকে, তিন দফা দাবিতে সকাল থেকে চলমান অনশনে বসা এখন পর্যন্ত ১২ শিক্ষার্থী অসুস্থ হয়েছেন।
তারা হলেন, ইসলামিক স্টাডিজ বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী আতিকুর রহমান তানজিল, দর্শন বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী তাওহীদুল ইসলাম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৫ ব্যাচের ফয়সাল মুরাদ, ১৩ ব্যাচের উদ্ভিদবিজ্ঞানের বিভাগ একেএম রাকিব, ১৮ ব্যাচের ইসলামি আন্দোলনের আশিকুর রহমানসহ আরো সাত জন।
জানা গেছে, রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানজিল। তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। এর পরই অসুস্থ হয়ে পড়েন তাওহীদুল ইসলাম ও ফয়সাল মুরাদ। ধারাবাহিকভাবে ধীরে ধীরে সবাই অসুস্থ হয়ে পড়লে তাদের আম্বুলেন্সে করে বিভিন্ন মেডিকেলে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে মেডিকেল সেন্টারের সিনিয়র অফিসার মো. রাকিব হোসেন বলেন, “তানজিলের ব্লাড প্রেসার কমে গিয়েছে। দুপুরের পর থেকে প্রস্রাবও হয়নি। অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীর শরীরে পানিশূন্যতা দেখা দিয়েছে। এ মুহূর্তে তার প্রাথমিক চিকিৎসা চলছে।”
মেডিকেল অফিসার রাকিব আরও বলেন, “তাওহীদের ব্লাড প্রেসার বেড়ে গেছে, আপাতত এখন স্যালাইন দেব না। আর ফয়সালের চোখ ঢেবে গিয়েছে, স্যালাইন দিতে হবে।”
ঢাকা/লিমন/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ওমর সানীর ‘ব্ল্যাক মানি’, মোশাররফ করিমের ‘খুচরা পাপী’
ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। আজ বুধবার ঈদের তৃতীয় দিন বৈশাখী টিভি, নাগরিক টেলিভিশন ও এনটিভিতে কী কী আয়োজন থাকছে, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
বৈশাখী টেলিভিশন
সকাল ৮টা ১৫ মিনিটে ‘বৈশাখীর সকালের গান’, অতিথি: কণ্ঠশিল্পী চম্পা শীলা দেবী। বেলা ১১টায় ‘গানে গানে ঈদ আনন্দ’, অতিথি: কণ্ঠশিল্পী লিজা ও তাঁর দল। বেলা ১টায় ‘শুধু সিনেমার গান’। বিকেল ৫টা ১৫ মিনিটে ধারাবাহিক ‘ব্ল্যাক মানি’। অভিনয়ে কাজী হায়াৎ, ওমর সানী, ডন, অমিত হাসান, হাসান জাহাঙ্গীর।
বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক ‘মানি লোকের মান’। অভিনয়ে জাহের আলভী, ফারজানা আহসান মিহি, আবদুল্লাহ রানা। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক শাশুড়ির বিয়ে। অভিনয়ে মীর সাব্বির, আ খ ম হাসান, ফারজানা আহসান মিহি, শিল্পী সরকার অপু, মাসুম বাশার, শেলী আহসান। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক লন্ডনি জামাই। অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা রহমান, আহসানুল হক মিনু। রাত ৮টা ১৫ মিনিটে একক নাটক কামিনা আমিনা। অভিনয়ে তৌসিফ, কেয়া পায়েল। রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক ট্রাক ড্রাইভার। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, ফারজানা ছবি। রাত ৯টা ৫৫ মিনিটে একক নাটক সেইম সেইম। অভিনয়ে মোশাররফ করিম, প্রভা, পাভেল, চিত্রলেখা গুহ। রাত ১১টা ৪০ মিনিটে মেগা নাটক হৃদয়ে তুমি। অভিনয়ে আবদুন নূর সজল, নাদিয়া মিম, শতাব্দী ওয়াদুদ।
নাগরিক টেলিভিশন
সকাল ৬টায় সংগীতানুষ্ঠান ‘গানের মেলা’, শিল্পী: আসিফ। সকাল ৮টায় নাটক আই লাভ ইউ টু। রাত ৮টায় নাটক ‘আদুরে মেয়ে’। অভিনয়ে জাহের আলভী, ইফফাত আরা তিথি। রাত ৯টা ৩০ মিনিটে লাইভ সংগীতানুষ্ঠান ‘বাংলা বাউল’, শিল্পী: বিউটি ও সাগর বাউল।