ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দিতে বিদেশ থেকে দেড় শতাধিক তরুণ ইহুদি তেল আবিব যাচ্ছে। ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে অভিবাসন প্রত্যাশী এসব তরুণ মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্য, কোস্টারিকা, ডেনমার্ক, মেক্সিকো, নেদারল্যান্ডস, স্পেন এবং অন্যান্য দেশের নাগরিক।

এই তরুণরা গ্যারিন জাবার স্কাউটস প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। এই সামরিক প্রোগ্রামের মাধ্যমে তরুণ ইহুদিদের ইসরায়েলি সমাজে একীভূত করার সুবিধা দেওয়া হয়।

নতুন অভিবাসীদের সামরিক প্রশিক্ষণ নেওয়ার আগে ইসরায়েলি সংস্কৃতি এবং সমাজের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য চার মাসের একটি আত্তীকরণ সময়কাল কাটাতে হবে। এই উদ্যোগটি প্রবাসী ইহুদিদের আলিয়া (ইসরায়েলে অভিবাসন) তৈরি এবং তথাকথিত ‘জাতির প্রতিরক্ষা’-তে অবদান রাখার দীর্ঘস্থায়ী ঐতিহ্যকে প্রতিফলিত করে।

সম্প্রতি ইসরায়েলি রাজনৈতিক ভাষ্যকার ওরি গোল্ডবার্গ আল জাজিরাকে জানিয়েছিলেন, হামাসের সঙ্গে যুদ্ধে অনেক ইসরায়েলি সেনা নিহত হয়েছে।।

টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, শনিবার বেইত হানুনে চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে, যার ফলে গত সপ্তাহে নিহতের সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

ছাত্রলীগের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিক্ষোভ

ছাত্রলীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী কলেজগেট এলাকায় বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

অভিযুক্ত মাহমুদুল হাসান মিরণ গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীর অভিযোগ, মহানগর ছাত্রলীগ নেতাদের সঙ্গে মিরণের গোপন যোগাযোগ রয়েছে। ইতোমধ্যে গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতিসহ একাধিক ছাত্রলীগ নেতার সঙ্গে ছাত্রদল নেতা মিরণের একাধিক ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। একই সঙ্গে ‘নিজের গ্রুপের বা নিজস্ব বলয় ছাড়া’ কাউকে পদ-পদবি না দেওয়ার ব্যাপারে তাঁর সিদ্ধান্তের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। এসব ঘটনায় ছাত্রদল নেতাকর্মীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে পৃথক বিক্ষোভ সমাবেশ করেছে টঙ্গী পশ্চিম, টঙ্গী পূর্ব থানা, টঙ্গী সরকারি কলেজ শাখা এবং গাছা থানা ছাত্রদল।

টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আল রাব্বি, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় মাহমুদ শুভ, রাকিবুল ইসলাম রাকিব, ইয়াসির খানের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজগেট থেকে চেরাগআলী মার্কেট পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়। টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক পারভেজ, হৃদয় হোসেন ও রাফির নেতৃত্বে একই মহাসড়কের চেরাগআলী মার্কেট থেকে পাইলট স্কুল মার্কেট পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়। টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সৌরভ হোসেন, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সদস্য আদিল মাহমুদ নিপুন ও সৈকতের নেতৃত্বে কলেজগেট এলাকায় বিক্ষোভ সমাবেশ করা হয়। এ ছাড়া নগরীর গাছা থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আতিক উল্লাহ খান, গাছা থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য গোলাম রাব্বানী ও নাজমুল ইসলামের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় বিক্ষোভ সমাবেশ করা হয়। এসব সমাবেশে বক্তারা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরণকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানান।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরণের মোবাইল ফোন একাধিকবার কল করে ও খুদে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।

সম্পর্কিত নিবন্ধ