গত বছরের শুরুর দিকে মানুষের মস্তিষ্কে প্রথমবারের মতো নিজেদের তৈরি ব্রেন কম্পিউটার ইন্টারফেসেস (বিসিআইএস) প্রযুক্তির তারহীন চিপ বসিয়েছিল ইলন মাস্কের মালিকানাধীন নিউরালিংক। এরপর গত আগস্ট মাসে দ্বিতীয় ব্যক্তির মাথায় ব্রেন চিপ যুক্ত করে প্রতিষ্ঠানটি। এবার তৃতীয় ব্যক্তির মস্তিষ্কেও সফলভাবে নিজেদের তৈরি তারহীন চিপ বসিয়েছে নিউরালিংক।

আরও পড়ুনযুক্তরাষ্ট্রে নতুন শহর তৈরির পরিকল্পনা ইলন মাস্কের, কেন ৩১ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সম্প্রতি শেষ হওয়া কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) দেওয়া এক সাক্ষাৎকারে ইলন মাস্ক জানিয়েছেন, সম্প্রতি তৃতীয় ব্যক্তির মস্তিষ্কে সফলভাবে তারহীন চিপ বসিয়েছে নিউরালিংক। মস্তিস্কে ব্রেন চিপ বসানো সবাই ভালো আছেন। আগের তুলনায় ব্রেন চিপের ক্ষমতাও উন্নত করা হয়েছে। এ বছরের মধ্যে ২০ থেকে ৩০ জন রোগীর মস্তিষ্কে ব্রেন চিপ স্থাপন করা হবে।

আরও পড়ুনআরও একজনের মস্তিষ্কে তারহীন চিপ বসাল ইলন মাস্কের নিউরালিংক০৮ আগস্ট ২০২৪

দীর্ঘদিন ধরেই মানুষের মস্তিষ্ক ও যন্ত্রের মধ্যে সংযোগ স্থাপন করার কাজ করছে নিউরালিংক। প্রতিষ্ঠানটির তৈরি বিসিআইএস প্রযুক্তিনির্ভর ব্রেন চিপটি মস্তিষ্ক থেকে কৃত্রিমভাবে সংকেত পাঠিয়ে কম্পিউটার, স্মার্টফোনসহ বিভিন্ন যন্ত্র দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারে। ফলে মনে মনে ভাবলেই কম্পিউটার বা স্মার্টফোনে বিভিন্ন ধরনের কাজ করা যায়।

সূত্র: এনগ্যাজেট

আরও পড়ুন২৬ বছর আগের ইলন মাস্কের যে ‘প্রলাপ’ এখন বাস্তব ১৫ ডিসেম্বর ২০২৪.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

প্রিমিয়ার লিগে চালু হচ্ছে ‘সেমি-অটোমেটেড অফসাইড’ প্রযুক্তি

ইংলিশ প্রিমিয়ার লিগে সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি চালু হতে যাচ্ছে, যা রেফারিদের সিদ্ধান্ত গ্রহণে আরও স্বচ্ছতা ও গতি আনবে। আগামী ১২ এপ্রিল ম্যানচেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের মধ্যকার ম্যাচে প্রথমবারের মতো এই প্রযুক্তি ব্যবহার করা হবে।

প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, মার্চে এফএ কাপের পঞ্চম রাউন্ডের আটটি ম্যাচের মধ্যে সাতটিতে সফলভাবে প্রযুক্তিটির পরীক্ষা চালানো হয়েছে। এছাড়া প্রি-লাইভ ট্রায়ালেও ইতিবাচক ফলাফল পাওয়া গেছে, যার ভিত্তিতে প্রযুক্তিটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি ভিডিও সহকারী রেফারিকে (ভিএআর) দ্রুত ও নির্ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। প্রযুক্তিটি কিছু গুরুত্বপূর্ণ উপাদান স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণ করবে, ফলে অফসাইড চিহ্নিত করা আরও সহজ হবে।

প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘এই প্রযুক্তি অফসাইড সিদ্ধান্তের গতি, দক্ষতা ও সামঞ্জস্যতা বাড়াবে।’

সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তিটি প্রথম চালু হয়েছিল ২০২২ সালের কাতার বিশ্বকাপে। এরপর সিরি আ, লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগেও এটি সফলভাবে ব্যবহার করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • প্রিমিয়ার লিগে চালু হচ্ছে ‘সেমি-অটোমেটেড অফসাইড’ প্রযুক্তি