২৫৪/১ঢাকার ২৫৪/১ বিপিএলে ও বাংলাদেশের মাটিতে দলীয় সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ২৩৯/৪, ২০১৮-১৯ মৌসুমে চট্টগ্রামে চিটাগং ভাইকিংসের বিপক্ষে রংপুর রাইডার্স।লিটন-তানজিদের ২৪১ রানের জুটি• স্বীকৃত টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটেই দ্বিতীয় সর্বোচ্চ জুটি। সর্বোচ্চ ২৫৮*, গত বছরের ফেব্রুয়ারিতে চীনের বিপক্ষে জাপানের প্রথম উইকেটে কাদোওয়াকি-ফ্লেমিং ও ইয়ামামোতো-লেকের।• বিপিএল ও বাংলাদেশে আগের রেকর্ড ২০১*। ২০১৭-১৮ মৌসুমে মিরপুরে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে রংপুর রাইডার্সের ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম দ্বিতীয় উইকেটে।• বিপিএলে উদ্বোধনী জুটিতে আগের সর্বোচ্চ ১৯৭*। ২০১২-১৩ মৌসুমে দুরন্ত রাজশাহীর বিপক্ষে খুলনা রয়েল বেঙ্গলসের শাহরিয়ার নাফীস ও লু ভিনসেন্টের।২স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের মাটিতে এই প্রথম দুই ওপেনারই সেঞ্চুরি পেলেন। সব দেশ মিলিয়ে ষষ্ঠ ঘটনা এটি।২বিপিএলে এক ম্যাচে দুই ব্যাটসম্যানকে দ্বিতীয়বার সেঞ্চুরি করতে দেখল। প্রথমবার ২০১৮-১৯ মৌসুমে চিটাগং ভাইকিংসের বিপক্ষে রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলস ও রাইলি রুশো।লিটনের ১২৫সেঞ্চুরির পর লিটন দাস

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ছোটদের ইংরেজি শেখান যিনি

ইংরেজি শেখা এখন কেবল প্রয়োজনীয় নয়, বরং এটি অত্যাবশ্যক দক্ষতা হয়ে উঠেছে। বিশেষ করে শিশুর জন্য ইংরেজির গুরুত্ব অপরিসীম, কারণ ভবিষ্যতের শিক্ষা ও কর্মজীবনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই চাহিদাকে মাথায় রেখে হেডম্যান একাডেমির প্রতিষ্ঠাতা ও সিইও ইমাম হোসেন শুরু করেছেন ‘কিডস ইংলিশ’, যা শিশুদের জন্য ইংরেজি শেখার এক ব্যতিক্রমী ও মজার প্ল্যাটফর্ম। ইমাম হোসেনের এ উদ্যোগ শিশুশিক্ষায় নতুন মাত্রা যোগ করেছে, যেখানে মজার কৌশল, খেলাধুলার মাধ্যমে শেখানো পদ্ধতি ও বাস্তব জীবনের উদাহরণ ব্যবহার করে ইংরেজি শেখানো হয়।
আমাদের দেশে অনেক শিক্ষার্থীই বিষয় হিসেবে বা ভাষা শিক্ষার ক্ষেত্রে ইংরেজির নাম শুনলেই ভয় পেত বা এখনও ভয় পায়। ইমাম হোসেন বলেন, ‘এই ভয়কে বিদায় জানাতে ২০১৮ সালে গড়ে তুলি হেডম্যান একাডেমি নামের একটি প্রতিষ্ঠান, যেখানে শেখার মানেই মজা। মাত্র ১৫৫ স্কয়ার ফুটের ছোট্ট এক অফিস থেকে শুরু হওয়া এই প্রতিষ্ঠান আজ ১০,৫০০ স্কয়ার ফুটের বিশাল ক্যাম্পাসে ঢাকা এবং সিলেটে ৩,০০০ স্কয়ার ফুটে বিস্তৃত। তার চেয়েও বড় বিষয় হলো– হেডম্যান একাডেমির ছড়িয়ে পড়া ভাষা শেখার ভয়হীন এক নতুন দর্শনে। এই হেডম্যান একাডেমির অনন্য উদ্যোগ কিডস ইংলিশ। মূলত শিশুদের ইংরেজি ভয় দূর করতে ও আনন্দের সঙ্গে উপযুক্ত পরিবেশে ইংরেজি শেখানোর লক্ষ্যে ২০১৮ সালে গড়ে তুলি এ প্ল্যাটফর্মটি। শিশুরা যখন আনন্দের সঙ্গে শেখে, তখন তাদের দক্ষতা দ্রুত বিকাশ লাভ করে। কিডস ইংলিশ সেই চিন্তাভাবনাকে বাস্তবে রূপ দিচ্ছে, যা অভিভাবকদের জন্যও স্বস্তির বার্তা।’
‘কিডস ইংলিশ’ প্লে-লার্নিং বা খেলার মাধ্যমে শেখার পদ্ধতি অনুসরণ করে। এখানে রয়েছে আকর্ষণীয় গল্প বলা, ইন্টারঅ্যাকটিভ ভিডিও, রোল-প্লে, ফ্ল্যাশকার্ড এবং গানের মাধ্যমে শব্দ শেখার মজার পদ্ধতি। শিশুরা একে অপরের সঙ্গে কথা বলা ও বিভিন্ন বাস্তব জীবনের পরিস্থিতি অনুশীলন করার সুযোগ পায়, যা তাদের আত্মবিশ্বাস বাড়ায়। শুধু শিশুরাই নয়, অভিভাবকদের জন্যও ‘কিডস ইংলিশ’ স্বস্তির বার্তা নিয়ে এসেছে। অনেক অভিভাবক সন্তানদের ইংরেজি শেখানোর উপযুক্ত উপায় বা পরিবেশ খুঁজে পান না। তাদের জন্য ‘কিডস ইংলিশ’ এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে শিশুরা খেলতে খেলতে শেখে এবং ইংরেজি ভয় কাটিয়ে ওঠে। 
ইমাম হোসেন বলেন, ‘শিশুদের ইংরেজি ডেভেলপমেন্টের জন্য আমরা প্রথম আলাদাভাবে চিন্তা করে কিডস ইংলিশ নিয়ে কাজ শুরু করেছি! ২০২৪ সালে এসে শিশুদের ইংরেজি শেখার জন্য যে পরিবেশ দরকার আমরা সে পরিবেশও নিশ্চিত করেছি। আমাদের লক্ষ্য শিশুদের ইংরেজির প্রতি ভয় কাটিয়ে তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা। আমরা চাই তারা আনন্দের মাধ্যমে শিখুক এবং ভাষাটিকে সহজভাবে রপ্ত করুক।’ 

সম্পর্কিত নিবন্ধ

  • ছোটদের ইংরেজি শেখান যিনি