বেভারেজ পণ্যে সম্প্রতি নতুন করে বাড়তি কর আরোপে এ খাতে হতাশা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারার্সের ব্যানারে গতকাল রাজধানীর এক হোটেলে দেশীয় এবং বহুজাতিক বেভারেজ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এক আলোচনায় সকল ফ্লেভার ড্রিংকস ও ইলেকট্রোলাইট ড্রিংকস (কার্বোনেটেড/নন-কার্বোনেটেড বেভারেজ) পণ্যের ওপর নতুনভাবে আরোপিত বাড়তি সম্পূরক শুল্ক ও অন্যান্য ডিউটি বৃদ্ধিতে সার্বিক ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়বে বলে জানান। 
আলোচনা সভায় অতি সম্প্রতি সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় তারা ব্যাপক হতাশা ব্যক্ত করেন। তারা বলেন, নতুন করে করারোপের ফলে বর্তমান অর্থনৈতিক মন্দার সময়ে পণ্যের মূল্য আরও বাড়বে, যা ভোক্তার ক্রয়সীমার বাইরে চলে যেতে পারে। ফলে বেভারেজ শিল্প আরও সংকুচিত হবে। কোম্পানিগুলোর আর্থিক ক্ষতির পাশাপাশি সরকারও এ খাত থেকে ব্যাপক রাজস্ব হারাবে। এমনকি কিছু কিছু প্রতিষ্ঠানের বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও প্রবল। ফলে দেশে বেকারত্ব বাড়তে পারে। 

সভায় উপস্থিত সব কোম্পানির প্রতিনিধিরা সম্প্রতি আরোপিত বাড়তি সম্পূরক শুল্ক প্রত্যাহারসহ এ খাতে সার্বিকভাবে সম্পূরক শুল্ক কমানোর জোর দাবি করেন। সম্ভাবনাময় এ খাতের সুষ্ঠু প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য সবার সহযোগিতা কামনা করেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজের অপারেশনাল ডিরেক্টর সৈয়দ জহুরুল আলম, সোশ্যাল মার্কেটিং কোম্পানির অতিরিক্ত জেনারেল ম্যানেজার সোহরাব হোসেন, প্রাণ গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার মো.

নুরুল হক, আবুল খায়ের গ্রুপের হেড অব লিগ্যাল অ্যাফেয়ার্স মোহাম্মদ আমিনুল হক, সজীব গ্রুপের হেড অব এইচ আর অ্যান্ড এডমিন লেফটেন্যান্ট কর্নেল (অব.) মাহফুজুল হক, ব্রুভানা বেভারেজের হেড অব ফাইন্যান্স মোহাম্মদ তারিকুল ইসলাম, আকিজ ফুড অ্যান্ড বেভারেজের চিফ মার্কেটিং অফিসার মো. মাইদুল ইসলাম প্রমুখ।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মানুষের মস্তিষ্কে ব্লাইন্ডসাইট যন্ত্র বসাবে ইলন মাস্কের নিউরালিংক

দৃষ্টিপ্রতিবন্ধীদের দৃষ্টিশক্তি ফেরাতে মানুষের মস্তিষ্কে বসানোর উপযোগী যন্ত্র তৈরি করেছে ইলন মাস্কের মালিকানাধীন নিউরালিংক। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কাছ থেকে পরীক্ষামূলকভাবে মানুষের মস্তিষ্কে ‘ব্লাইন্ডসাইট’ নামের ক্ষুদ্রাকৃতি যন্ত্রটি বসানোর অনুমতিও পেয়েছে প্রতিষ্ঠানটি। সবকিছু ঠিক থাকলে এ বছরের মধ্যেই মানুষের মস্তিষ্কে পরীক্ষামূলকভাবে যন্ত্রটি স্থাপন করা হবে।  

সম্প্রতি যুক্তরাষ্ট্রে আয়োজিত এক অনুষ্ঠানে ইলন মাস্ক জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ প্রথমবারের মতো নতুন এই প্রযুক্তি মানুষের মস্তিষ্কে স্থাপন করা হবে, যা অন্ধ ব্যক্তিদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনবে। শুরুর দিকে যন্ত্রটির মাধ্যমে কম রেজ্যুলেশনের দৃশ্য দেখা যাবে। তবে সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তিটি আরও উন্নত হবে। একসময় এটি মানুষের স্বাভাবিক দৃষ্টিশক্তির চেয়েও উন্নত হয়ে উঠতে পারে। গত কয়েক বছর ধরে বানরের ওপর এই প্রযুক্তি ব্যবহার করে আশাব্যঞ্জক ফলাফল পাওয়া গেছে।

আরও পড়ুনআরও একজনের মস্তিষ্কে তারহীন চিপ বসাল ইলন মাস্কের নিউরালিংক০৮ আগস্ট ২০২৪

নিউরালিংকের তথ্য মতে, ব্লাইন্ডসাইট মূলত মাইক্রোইলেকট্রোড দিয়ে তৈরি কৃত্রিম যন্ত্র, যা মস্তিষ্কের ভিজ্যুয়াল কর্টেক্সে স্থাপন করা হবে। এটি ক্যামেরার মাধ্যমে ধারণ করা ছবি মস্তিষ্কের নিউরনের মাধ্যমে অন্ধ ব্যক্তিদের দেখতে সহায়তা করবে।

নিউরালিংক জানিয়েছে, ব্লাইন্ডসাইট ব্যবহারের মাধ্যমে যাঁদের দুটি চোখ ও অপটিক নার্ভ সম্পূর্ণ অকেজো তাঁরাও দেখতে পারবেন। এ বিষয়ে খুদে ব্লগ সাইট এক্সে (টুইটার) দেওয়া এক পোস্টে মাস্ক জানিয়েছেন, জন্মান্ধ ব্যক্তিরাও এই প্রযুক্তির সাহায্যে প্রথমবারের মতো দেখতে পারবেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্পর্কিত নিবন্ধ