দারিদ্র্যের দুষ্টচক্রের মধ্যে থাকা মানুষকে সম্পদ তৈরিতে সক্ষম করে তোলা দরকার। এটি বাংলাদেশে জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর দারিদ্র্য কমানো এবং প্রতিকূল আবহাওয়ার প্রভাবের বিরুদ্ধে লড়াই করার জন্য নতুন একটি মডেল হতে পারে। এমন মত দিয়েছেন লন্ডন স্কুল অব ইকোনমিকসের অর্থনীতির অধ্যাপক রবিন বার্গেস। 
রোববার রাজধানীতে ‘দারিদ্র্যের দুষ্টচক্র এবং জলবায়ু সহনশীলতা: সামাজিক সুরক্ষা কি যথেষ্ট?’ শীর্ষক এক পাবলিক লেকচারে তিনি এ মডেলের ধারণা তুলে ধরেছেন। রাজধানীর মহাখালী ব্র্যাক ভবনে বিআইজিডি এই অনুষ্ঠানের আয়োজন করে।

অধ্যাপক রবিন বার্গেস লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক এবং পরিবেশ ও জ্বালানি গবেষণা কর্মসূচির পরিচালক। ব্র্যাক এবং বিআইজিডির সঙ্গে দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন তিনি।
অনুষ্ঠানে অধ্যাপক বার্গেস দরিদ্রদের তাদের পেশা পছন্দ এবং জীবনকে রূপান্তর করে– এমন সম্পদে বিনিয়োগ করতে সক্ষম করার মডেলটি তুলে ধরেন। তিনি বলেন, তাঁর মডেলটি কিছুটা ব্যয়বহুল হলেও দারিদ্র্যমুক্ত করতে দ্রুত কাজ করবে।

তিনি বলেন, বাংলাদেশে সামাজিক সুরক্ষার আওতায় বেশ কিছু কার্যক্রম চালু রয়েছে। তবে এভাবে সহায়তা দেওয়া হলে উপকারভোগীর দারিদ্র্যসীমা থেকে বের হওয়ার সুযোগ খুব বেশি নেই। তাই তাঁর মডেলে তিনি ঝুঁকিপূর্ণ কাউকে গৃহপালিত পশু, ছোট পরিসরে দোকান করে দেওয়া, রিকশা বা ছোট কোনো পরিবহনযন্ত্র কিনে দেওয়ার সুপারিশ করেন। এতে উপকারভোগীরা সেখান থেকে আয় করে দ্রুত দারিদ্র্যসীমার ওপরে চলে আসতে পারে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, ব্র্যাক বিশ্বের অনেক দেশের অতিদারিদ্র্য থেকে উত্তরণে সম্পদ দিয়ে কার্যক্রম পরিচালনা করে থাকে। এ মডেল বিশ্বব্যাপী সুফল বয়ে এনেছে। এখানে আরও উদ্ভাবনী শক্তি প্রয়োগের সুযোগ রয়েছে। যেমন– এর সঙ্গে বীমা যুক্ত করা যেতে পারে। 
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান র‍্যাপিডের চেয়ারম্যান ড.

এম এ রাজ্জাক বলেন, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী মানুষের জন্য স্কিম রয়েছে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, বাংলাদেশে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ১৪০টির মতো স্কিম থাকলেও গরিব মানুষকে টার্গেট করে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জের সঙ্গে সমন্বয় করে গরিব মানুষ যেন দ্রুত দারিদ্র্যের হাত থেকে মুক্ত হতে পারে, সে জন্য সমন্বিত উদ্যোগ নিতে হবে। 

আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. শারমিন্দ নীলোর্মি, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মহাপরিচালক ড. শরীফ এ. চৌধুরী, বিআইজিডির নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন প্রমুখ। 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

শিবগঞ্জ সীমান্তে পেট্রোল বোমা ও ককটেলের বড় চালান আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিস্ফোরকের একটি বড় চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশকে অস্থিতিশীল করতে চোরাইপথে ভারত থেকে আনা উপকরণ দিয়ে বানানো এসব সরঞ্জাম ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছিল বলে জানিয়েছে বিজিবির।

সীমান্ত বাহিনীটির দাবি, বোমাগুলো দেশীয়ভাবে তৈরির পর তা বন্দর এলাকা থেকে বিভিন্ন পণ্যের আড়ালে পাচার হওয়ার আগেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তা আটকে দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চকপাড়া সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৯টি ককটেল এবং ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের একটি আভিযানিক দল। রাত ৮টায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।

তিনি জানান, দুটি প্লাস্টিকের ক্যারেটসহ চকপাড়া সীমান্তের ১৮৪ মেইন পিলার হতে প্রায় এক কিলোমিটার দুরে কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় দুটি প্লাস্টিকের ক্যারেটসহ দুই ব্যক্তি দাঁড়িয়ে ছিল। এ সময় বিজিবির একটি অভিযানিক দল ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা পালিয়ে গেলে একটি ক্যারেটে তল্লাশি চালিয়ে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো ৯৯টি ককটেল এবং অপর ক্যারেট থেকে ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করে।

তিনি আরও জানান, পেট্রোল বোমাগুলো কোকাকোলা বা এ ধরনের কাঁচের বোতলে বানানো হয়েছে এবং ককটেলগুলো জর্দ্দার কোটায় দেশীয় প্রযুক্তিতে বানানো হয়েছে।

অধিনায়কের দাবি, এসব বিস্ফোরক ভারত থেকে না আনলেও গান পাউডারসহ বিভিন্ন বিস্ফোরক উপকরণ সীমান্ত দিয়ে আনার পর সন্ত্রাসীরা সীমান্ত এলাকায় বোমা তৈরির পর সেগুলো সোনামসজিদ বন্দর রুট ব্যবসার করে বিভিন্ন পণ্যের আড়ালে ট্রাকে করে দেশের অভ্যন্তরে পাচারের চেষ্টা করছিল। তবে গোয়েন্দা নজরদারির কারণে সে পরিকল্পনা ভেস্তে যায়। এসব কাজে জড়িতদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। এ ঘটনায় জব্দকৃত বোমাগুলো শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ