ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম দৈনিক যায়যায়দিন পত্রিকায় নির্বাহী সম্পাদক হিসেবে যোগদান করেছেন। রোববার বিকাল ৩ টায় আলোচনা সভা ও ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নেন দৈনিক যায়যায়দিন পরিবার। 

স্বাগত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টাস ইউনিটি ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন্, ডিআরইউ সাধারণ সম্পাদক মইনুল হাসান সোহেল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহকারী মহাসচিব নাছির আল মামুন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য এম মোশারফ হোসেন এবং সাবেক নির্বাহী পরিষদ সদস্য এইচ এম আল আমিন। 

ফ্যাসিবাদের দোসরদের সরিয়ে নবনির্বাহী সম্পাদক খুরশীদ আলমের হাত ধরে যায়যায়দিন আরও এগিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন সাংবাদিক নেতারা।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বোয়ালখালীতে অস্ত্র-গুলিসহ ৪ জন আটক

চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে ১৪ রাউন্ড এ্যামোনিশন (গুলি), দেশীয় ধারালো অস্ত্র ও নগদ টাকাসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে লেফটেন্যান্ট কর্নেল মো. সালাহ উদ্দিন আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাসেল জানান, অভিযান চালিয়ে শ্রীপুর-খরণদ্বীপ এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে শহিদুল আলম (৩৮), মো. জানে আলম নান্নু (৪০), জুবায়েদ আকবর (২৬) ও মো. মোর্শেদকে (৪৭) আটক করা হয়। 

তাদের কাছ থেকে ৪ রাউন্ড রাইফেল এ্যামোনিশন (গুলি), ১০ রাউন্ড শটগান এ্যামোনিশন (গুলি), ২১টি দেশীয় অস্ত্র, নগদ ১ লক্ষ ৭৬ হাজার ৪২৫ টাকা, ২৫টি মোবাইল সেট ও ৩টি পাসপোর্ট জব্দ করা হয়েছে।

জব্দ মালামালসহ আটকদের বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

সম্পর্কিত নিবন্ধ